এবারের জিপিএফ হিসাব এত সহজ নয়

GPF Calculation 100% Accurate by Excel Sheet । সূত্রের মাধ্যমে জিপিএফ হিসাব মিলছে না?

জিপিএফ হিসাবে ১৩% মুনাফা যোগ হয়েছে – প্রারম্ভিক জেরের উপর ১৩% এবং চাঁদাকে ০.৮৪৫ দিয়ে গুন করলেই মোট মুনাফা – GPF Calculator Excel Sheet 2024

জিপিএফ এত সহজ হিসাব মিলছে না কেন? – প্রারম্ভিক জের বা Opening Balance এর ১৩% মুনাফা বের করেছেন এবং মাসিক চাঁদাকে ১৩% রেটে ০.৮৪৫ দিয়ে গুন করেছেন কিন্তু মোট মুনাফা জিপিএফ স্লিপের সাথে মিলছে না। মিলবে না কারণ এপ্রিল মাসে দুটি বেতন পেয়েছেন কিন্তু মে মাসে কোন বেতন পাননি ফলে জিপিএফ কোন অর্থ জমা হয়নি। এপ্রিল মাসে দুটি জিপিএফ এক সাথে জমা হওয়ার ফলে সঠিক হিসাব আসছে না। একটু বেশি মুনাফা মনে হয় পেয়েছেন! হ্যাঁ এক মাসে আগেই মে মাসের জিপিএফ চাঁদা জমা হওয়ার কারণে অল্প কিছু মুনাফা বেশি পেয়েছেন। GPF Calculation with Advance । জিপিএফ অগ্রিম গ্রহণকারীর মুনাফা বের করার নিয়ম ২০২২

১৫ লক্ষ টাকা জিপিএফ যাদের জমা তাদের ক্ষেত্রে আবার স্ল্যাবভিত্তিক মুনাফার হিসাব হবে। আপনার জিপিএফ প্রারম্ভিক জের যদি ১৫ লক্ষ টাকার নিচের হয় তবে স্ল্যাবভিত্তিক হিসাব আপনার প্রয়োজন নেই। ১৫ লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফাই কার্যকর রয়েছে। ১৫লক্ষ টাকার উপর হতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ১২% এবং ৩০ লক্ষ টাকার উপরের ব্যালেন্সের জন্য ১১% মুনাফা প্রযোজ্য। নিজে নিজেই জিপিএফ হিসাব করুন। জিপিএফ হিসাব মিলছে না?!!

জিপিএফ হিসাব করুন এক্সেল শীটে!- জি প্রথমে আপনি আইবাস++ হতে জিপিএফ স্লিপ এবং জিপিএফ সাব লেজার বের করে নিন। এটি কেবল ডিডিও আইডি হতে বের করা যাবে। আপনি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে জিপিএফ স্লিপ বের করতে পারলেও জিপিএফ সাব লেজার বের করতে পারবেন না। তাই ডিডিও কর্তৃক জিপিএফ সাবলেজার সংগ্রহ করুন। অতপর এক্সেল শিটে চাঁদা এন্ট্রি করুন হিসাব অটো বের হবে। এক্সেল শীট ডাউনলোড

GPF Calculator Excel Sheet / এক্সেল এ মাস ভিত্তিক জিপিএফ হিসাব করার নিয়ম

প্রতিমাসের চাঁদা অসমহারে কর্তন হয়েছে যেমন ধরুন এপ্রিল/২৩ মাসে দুটি চাঁদা কিন্তু মে/২৩ মাসে ০ কর্তন হয়েছে। অন্যদিকে অক্টোবর/২৩ মাসে জিপিএফ অগ্রিম নেয়া হয়েছে বিধায় অক্টোবর/২৩ মাস থেকে উক্ত টাকা ০ দেখানো হয়েছে। প্রতিমাসের পুঞ্জিভূত মুনাফা যোগ করে চাঁদা এবং অগ্রিমের কিস্তির উপর ১৩% হারে মুনাফা ধরা হয়েছে। GPF Calculator Excel Sheet Download

মাসচাঁদাঅগ্রিমের কিস্তিগ্রহনকৃত অগ্রিমসর্বমোট জমাক্রমপুঞ্জিভূতমুনাফার পরিমাণ
জুলাই/২৩১০০০৮০০০২৪৯৬০০২৫৮৬০০২৫৮৬০০২৮০১.৫০
আগস্ট/২৩১০০০৮০০০২৪৯৬০০২৫৮৬০০২৬৭৬০০২৮৯৯.০০
সেপ্টেম্বর/২৩১০০০৮০০০২৪৯৬০০২৫৮৬০০২৭৬৬০০২৯৯৬.৫০
অক্টোবর/২৩১০০০৮০০০৯০০০৩৬০০০৩৯০.০০
নভেম্বর/২৩১০০০৮০০০৯০০০৪৫০০০৪৮৭.৫০
ডিসেম্বর/২৩১০০০১৩২০০১৪২০০৫৯২০০৬৪১.৩৩
জানুয়ারি/২৪১০০০১৩২০০১৪২০০৭৩৪০০৭৯৫.১৭
ফেব্রুয়ারি/২৪১০০০১৩২০০১৪২০০৮৭৬০০৯৪৯.০০
মার্চ/২৪১০০০১৩২০০১৪২০০১০১৮০০১১০২.৮৩
এপ্রিল/২৪২০০০১৮৪০০২০৪০০১২২২০০১৩২৩.৮৩
মে/২৪১২২২০০১৩২৩.৮৩
জুন/২৪১০০০৫২০০৬২০০১২৮৪০০১৩৯১.০০
১৭১০১.৫০
২৫৮১.০৮
১৯৬৮২.৫৮

জিপিএফ মুনাফার হিসাব / সমহারে কর্তন হতে প্রতিমাসের কর্তনকে ০.০৮৪৫ দিয়ে গুন করলেই বের হয়।

ibas++ GPF Calculator । হিসাবরক্ষণ অফিস অনলাইন যে জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করে

অসম কর্তন বা মিসিং কর্তন হলেও হিসাব হবে ঠিক ঠাক – আইবাস++ এ যে ক্যালকুলেটর রয়েছে তা দিয়ে মাস ভিত্তিক এন্ট্রি অটো হয় ফলে জিপিএফ হিসাব সহজেই দেখা যায়। যদি কোন তথ্য মিসিং থাকে তবে তা এন্ট্রি দিয়ে ঠিক করা যায়। GPF Calculator দিয়ে একটি অর্থ বছরে Opening Balance দিয়ে মাস অনুযায়ী Subscription ও Refund এর টাকার অংক বসিয়ে Calculator এ cle করলে জিপিএফ এর হিসাব পাওয়া যাবে।

প্রথমত, আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। আপনার ক্রোম ব্রাউজার টিতে https://www.cafopfm.gov.bd/ এড্রেসটি লিখুন অথবা সরাসরি https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php এই এড্রেস এ যান।

দ্বিতীয়ত, তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন  (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন।

তৃতীয়ত, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা Passcode যাবে আপনি সেটি সরবরাহ করুন। ওটিপিটি চার ডিজিটের হবে। যেমন, ৭২৫৩ এ রকম।

চতুর্থত, ওটিপিটি সবরবরাহ করে Submit button এ ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ একাউন্ট নম্বর দেখাবে  এবং সাথে ইএফটি হওয়ার পর থেকে কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন মুনাফা কত পেয়েছে ইত্যাদি তথ্য শো করবে।

GPF Check Now । জিপিএফ প্রারম্ভিক জের অটো ঠিক হয়ে গেছে?

GPF Opening Balance is incorrect!! – ১ লা জুলাই তারিখেই জিপিএফ ব্যালেন্স ঠিক হয়ে গিয়েছে তবে কিছু উপজেলার জিপিএফ ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক জের ঠিক দেখাচ্ছিল না। অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে যে ক্লোজিং ব্যালেন্স সহ জিপিএফ স্লিপ দেওয়া হয়েছিল, ২০২৩-২৪ অর্থ বছরে তার প্রারম্ভিক জের হওয়ার কথা থাকলেও তা ঠিক দেখাচ্ছিল না। এটি মূলত হয়েছিল জিপিএফ অ্যালাগরিদম পরিবর্তনের কারণে। বর্তমানে সবার জিপিএফ ব্যালেন্স ঠিক হয়ে গিয়েছে। যদি এখনও পর্যন্ত কারও জিপিএফ ব্যালেন্স তা হোক ওপেনিং বা ক্লোজিং ঠিক না দেখায় তবে হিসাবরক্ষন অফিসে যোগাযোগ করে ঠিক করে নিন। মুনাফা হিসাব কোনভাবেই ভুল হওয়ার সুযোগ নেই। তবে চাঁদা কোন কারণে না উঠে থাকলে চালানে জমা দিন অথবা এন্ট্রি বাদ পড়ে থাকলে এন্ট্রি দিয়ে নিন। GPF Check 2023-24 । মুনাফাসহ জিপিএফ ব্যালেন্স দেখুন।

নিজে নিজেই জিপিএফ হিসাব করুন। জিপিএফ হিসাব মিলছে না?!!