এক ক্লিকেই জিপিএফ চাঁদা পরিবর্তন করুন

GPF Info Edit in Batch । এক ক্লিকেই সকল কর্মচারীর চাঁদা পরিবর্তন করার নিয়ম দেখুন

সরকারি কর্মচারী যদি অনেক থাকে এবং তাদের সবারই চাঁদা পরিবর্তন করতে হয় তবে আপনি এক ক্লিকেই সেটি সম্পন্ন করতে পারবেন- GPF Subscription Change by DDO –GPF Info Edit in Batch – GPF Change Process

GPF Correction from DDO ID – সাধারণত জুন মাসের বেতন বিলে জিপিএফ চাঁদার পরিবর্তন করা হয়। চাইলে আপনি জুলাই মাসেও এটি পরিবর্তন করতে পারবেন। যেহেতু আইবাস++ ডিডিও আইডি’র মাধ্যমেই জিপিএফ চাঁদা পরিবর্তন করতে পারেন তাই কোন ঝামেলা নাই।

প্রতিজনের ক্ষেত্রে প্রতিবারই কি এনআইডি এন্ট্রি করে ঢুকতে হবে? না। জনপ্রতি স্টাফ বা কর্মচারীর এনআইডি ইনপুট দিয়ে জিপিএফ চাঁদা পরিবর্তন করতে হয়। প্রতিবার বা প্রতিজন কর্মচারীর জিপিএফ চাঁদা পরিবর্তনের জন্য আপনাকে মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হয়। আপনি যদি চান সকলের জিপিএফ এক ক্লিকই পরিবর্তন করতে করবেন সেটিও সম্ভব।

জুলাই মাসেও পরিবর্তন করা যাবে? আপনি যদি সেল্ফ ড্রয়িং অফিসার বা গেজেটেড কর্মকর্তা হয়ে থাকেন তা আপনি ১ম বা ২য় যে শ্রেণীর কর্মকর্তাই হউন না কেন! তবে আপনি আইবাস++ এ বেতন বিল দাখিল করার সময় তা সংশোধন করতে পারবেন। জিপিএফ সংশোধন করতে হলে আপনি মে বা জুন মাসের বেতন বিল দাখিল করার সময় GPF Correction নামে একটি অপশন পাবেন সেটির মাধ্যমে জিপিএফ চাঁদা হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন। কর্মচারীদের ক্ষেত্রে ডিডিও পরিবর্তনটি করতে পারেন। এখন বছরের যে কোন সময় জিপিএফ চাঁদা পরিবর্তন করা যায়।

এক ক্লিকেই জিপিএফ পরিবর্তন করুন / GPF Subscription change from DDO ID by One Click

iBAS++ GPF Correction । আইবাস++ জিপিএফ চাঁদা সংশোধন করার নিয়ম। সবার চাঁদা পরিবর্তন করে একবারে আপডেট ক্লিক করলেই হলো।

GPF Info Edit in Batch

Caption: GPF Info Edit in Batch from master Data of ibas++

অনেকগুলো কর্মচারীর জিপিএফ একইসাথে পরিবর্তন করার নিয়ম ২০২৪ । How to upgrade gpf subscription from ibas++

  1. Login to ibas++
  2. go to budget execution
  3. Click Budget Execution
  4. Click Master Data
  5. Click GPF Info Edit in Batch
  6. Selection Group
  7. Click GO
  8. Change against NID
  9. Change amount gpf subscription
  10. click Save
  11. OTP From DDO Mobile
  12. Click Ok
  13. done

মূলত কোন মাস থেকে জিপিএফ কারেকশন করা যায়?

আপনি প্রতি বছর মে মাসের বেতন বিল দাখিল করার সময় আপনি আপনার জিপিএফ সাবস্ক্রিপশন পরিবর্তন করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে জুন মাসেও এটি পরিবর্তন করতে পারবেন। এ সময় আইবাস++ এ নিচের চিত্রের মত GPF Correction নামে একটি অপশন চালু হয়। সাধারণত বছরের অন্যান্য সময় বেতন বিল দাখিলের ক্ষেত্রে এই অপশনটি সজাগ বা চালু থাকে না।

বি:দ্র: অবশ্যই কর্মচারীদের গ্রুপ করে নিতে হবে। গ্রুপ আপনি যে কয়টিই করুন না কেন যে কোন একটি সিলেক্ট করলে সব গুলোই জিপিএফ ধারীদের তথ্য দেখাবে।

iBAS++ GPF Correction । আইবাস++ জিপিএফ চাঁদা সংশোধন করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *