জ্বালানি তেলে মূল্য কি কমতে পারে? – জ্বালানি তেলের উপর সরকার ৫% আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার ফলে কমতে পারে জ্বালানি তেল অর্থাৎ ডিজেলের দাম। ডিজেলের দামের ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের দাম ২০২২ । জ্বালানি পূর্ব ও বর্তমান মূল্য

৫ আগস্ট, ২০২২ খ্রি. তারিখের ২৮,৯০,০০০০.২৬.৩৫.০০১.৯৯ংল).৯০৮ নং প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের ২৮.০০.০০০০.০২৬.৩৫.০০১.১৮-১১ সংখ্যক স্মারকমূলে জারীকৃত প্রজ্ঞাপনে ডিজেল, কেরােসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো এতদ্বারা নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ সমন্বয় করা হইল মর্মে নির্দেশনা জারি করা হয়েছে। আজকের তেলের দাম কত? । ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য ২০২২

বাংলাদেশে ডিজেল, পেট্রলসহ সমস্ত জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। সূত্র: বিবিসি

লাইট ডিজেল ও হাই স্পিড ডিজেল আমদানির উপর সরকার ৫% শুল্ক অব্যাহতি প্রদান করিল / বাংলাদেশে তেলের দাম ২০২২

আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল অর্থাৎ ডিজেলের উপর শুল্ক ৫% প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশে তেলের দাম ২০২২ । ভ্যাট অব্যাহতিতে কমতে পারে ডিজেলের দাম

Caption: Light Diesel Oil and High Speed Diesel Oil price may decrease by 5%

আজকের তেলের দাম কত? জ্বালানি তেলের দাম কি কমতে পারে?

  1. ডিজেলের সর্বশেষ দাম নির্ধারণ করা হয়েছে ভোক্তা পর্যায়ে ১১৪ টাকা এবং
  2. কেরোসিনও ১১৪ টাকায় নির্ধারিত।
  3. অকটেন ১৩৫ এবং
  4. পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
  5. বিপিসি ডিজেল কেরোসিনে প্রতি লিটারে ৬ টাকা লোকসান দিলেও অকটেন পেট্রোল থেকে পুশিয়ে নিচ্ছে।
  6. প্রতি লিটার অকেটেন পেট্রোল এ বিপিসি ৩০-৪০ টাকা পর্যন্ত মুনাফা করছে।an

জ্বালানি তেলের দাম বৃদ্ধি কি মূল্যস্ফিতির প্রভাব?

তেলের দাম বৃদ্ধি সাধারণত মূল্যস্ফীতি বাড়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস করে বলে মনে করা হয়। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে, তেলের দাম সরাসরি পেট্রোলিয়াম পণ্য দিয়ে তৈরি পণ্যের দামকে প্রভাবিত করে। উপরে উল্লিখিত হিসাবে, তেলের দাম পরোক্ষভাবে পরিবহন, উত্পাদন এবং গরম করার মতো খরচগুলিকে প্রভাবিত করে।

https://bdtimes.net/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d/