TDS at Individual Income । সুদ বা মুনাফা পরিশোধ কালে উৎসে কর কর্তন কি বাধ্যতামূলক? - Technical Alamin
Latest News

TDS at Individual Income । সুদ বা মুনাফা পরিশোধ কালে উৎসে কর কর্তন কি বাধ্যতামূলক?

সূচীপত্র

Income-tax Ordinance, 1984 এর section 2 (46) তে প্রদত্ত “person” এর সংজ্ঞা এবং section 53F অনুসারে সুদ বা মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন বিষয়ক স্পষ্টীকরণ–ব্যক্তি আয়ের উপর কর ২০২৩

টিআইএন না থাকলেও উৎসে কর কাটা হবে? হ্যাঁ।– করদাতা সনাক্তকরণ সংখ্যা বা TIN গ্রহণ, রিটার্ন দাখিল, কর নির্ধারণ ও Income-tax Ordinance, 1984 এর বিভিন্ন বিধানাবলী পরিপালনের ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 এর section 2 (46) তে প্রদত্ত “person” এর সংজ্ঞার যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়। এছাড়াও, অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে Income-tax Ordinance, 1984 এর section 53F প্রতিস্থাপনের মাধ্যম savings deposit, fixed deposits, etc. এর বিপরীতে কোন সুদ বা মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তনের নূতন বিধান প্রবর্তন করা হয়েছে।

প্রতিস্থাপিত বিধান পরিপালনের ক্ষেত্রে কোন কোন সত্তা section 53F এ উল্লেখিত ‘company’ হিসেবে পরিগণিত হবে তা নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড section 185A অনুসারে স্পষ্টীকরণ জারী করা হয়েছে।

ব্যক্তি বলতে কাকে বুঝানো হয়েছে? Income-tax Ordinance, 1984 এর section 2(46) তে “person” বা “ব্যক্তি” এর নিম্নরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে- “person” includes an individual, a firm, an association of persons, a Hindu undivided family, a trust, a fund, a local authority, a company, an entity and every other artificial juridical person.

Every artificial juridical other/ Section 2(46) তে প্রদত্ত সংজ্ঞায় সংজ্ঞায়িত স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, কোম্পানি, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, ফান্ড, স্থানীয় কর্তৃপক্ষ বা সত্তা ব্যতীত অন্যকোনভাবে সৃষ্ট অন্যান্য person বা অন্য কৃত্রিম ব্যক্তিসত্তা সৃষ্টি হলে তাও Income-tax Ordinance, 1984 এর উদ্যেশ্যে ব্যক্তি হিসেবে গণ্য হবে।

সুদ বা মুনাফার প্রাপক PSR (Proof of submission of retrun) দাখিলে ব্যর্থ হলে ৫০% বেশি উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। নাবালকের ক্ষেত্রে নাবালকের মাতাপিতার PSR নাবালকের PSR হিসেবে গণ্য হবে। সরকারের স্পনসর রয়েছে এমন অথবা সরকারের পূর্বানুমোদনক্রমে কোন ব্যাংক কর্তৃক চালুকৃত Deposit Pension Scheme এর সুদ বা মুনাফা হতে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে না। এখানে উল্লেখ্যে এটি অবশ্যই Pension Scheme হতে হবে।

ব্যক্তি আয়ের উপর কর । সুদ বা মুনাফা পরিশোধ কালে উৎসে কর কর্তন কি আবশ্যিক?

Caption: Download Full PDF File

ট্যাক কর্তন । মুনাফা বা সুদ পরিশোধ কালেই ট্যাক্স কর্তন করে রাখতে হবে । “ব্যক্তি” অর্থে অন্তর্ভুক্ত হবে-

  • ক। স্বাভাবিক ব্যক্তি;
  • খ। ফাৰ্ম :
  • গ। ব্যক্তিসংঘ;
  • ঘ। হিন্দু অবিভক্ত পরিবার;
  • ঙ। ট্রাস্ট;
  • চ। ফান্ড বা তহবিল
  • ছ। স্থানীয় কর্তৃপক্ষ;
  • জ। কোম্পানি;
  • ঝ। কোন সত্তা; এবং
  • ঞ। অন্য যেকোন কৃত্রিম ব্যক্তিসত্তা।

অনিবন্ধিত ফার্ম হলেও কর কাটতে হবে?

হ্যাঁ। Income-tax Ordinance, 1984 এর section 2(32) অনুসারে “ফার্ম” বলতে The Partnership Act, 1932 (IX of 1932) তে সংজ্ঞায়িত অর্থে ফার্ম বুঝাবে। The Partnership Act, 1932 এর ধারা ৪ অনুসারে- “Partnership” is the relation between persons who have agreed to share the profits of a business carried on by all or any of them acting for all. Persons who have entered into partnership with one another are called individually “partners” and collectively “a firm”, and the name under which their business is carried on is called the “firm name” | অর্থাৎ, দুই বা ততোধিক ব্যক্তি- স্বাভাবিক বা কৃত্রিম যা- ই হোক না কেন, নিজেদের না নিজেদের কেউ একজন কর্তৃক পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য সম্মত হলে সে সম্পর্ককে যৌথ বা অংশীদারি কারবার বা “Partnership” বলে। “Partnership” এর জন্য এরূপে চুক্তিবদ্ধ ব্যক্তিগণ ব্যক্তিগতভাবে অংশীদার এবং সমষ্টিগতভাবে ফার্ম হিসেবে গণ্য হন। ফার্ম নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। Income-tax Ordinance, 1984 এর section 2(20) তে প্রদত্ত “কোম্পানি” এর সংজ্ঞানুসারে ফার্মের কোন একজন অংশীদার যদি কোম্পানী আইন, ১৯১৩ (১৯১৩ সনের ৭ নং আইন) বা কোম্পানী আইন, ১৯৯৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *