মৎস্য আইন মেনে চলুন।
মৎস্য আইন মেনে চলুন খাল বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করুন। মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী
ক) নদী নালা, খাল বিলে স্থায়ী স্থাপনা / স্থিরকৃত জাল (বাঁধা জাল, চাক জাল, স্লুইস জাল, বেলুন জাল ইত্যাদি) ব্যবহার করে মৎস্য আহরণ করা নিষিদ্ধ। (বিধি-৩, বিধি-১২)
খ) বন্যা নিয়ন্ত্রণ/ সেচ উদ্দেশ্য ব্যতীত নদী নালা, খাল বিলে স্থায়ী বা অস্থায়ী বাঁধ/ বানা বা কোন রকম অবকাঠামো নির্মাণ করা নিষিদ্ধ। (বিধি -৪)
গ) খাল বিল শুকিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ। (বিধি-১৭)
উক্ত আইন ভঙ্গের শাস্তি কমপক্ষে ০১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড বা সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ড।
দেশীয় প্রজাতির ছোট মাছ কেন প্রয়োজন?
সুস্বাদু ও পুষ্টিতে ভরপুর, ভিটামনি -এ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, রাতকানা রোগ প্রতিরোধে, মেধার বিকাশে।
আসুন আমরা সকলে মিলে দেশী প্রজাতির ছোট মাছ রক্ষা করি।