যাদের ক্ষেত্রে সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিন প্রযোজ্য।
সৌদি কর্তৃপক্ষ কর্তৃক কোন ভ্যাকসিন যারা গ্রহণ করেননি তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য। অর্থাৎ সৌদি কর্তৃপক্ষের নিকট হতে ভ্যাকসিন গ্রহণ করে যারা ইতিমধ্যে “ইমিউন” ঘোষিত হয়েছেন তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।
বাংলাদেশ কনস্যুলেজ জেনারেল
জেদ্দা, সৌদি আরব
নং-১৯.০২.১৬৬২.৭০০.৪৩.০১.২০১৯(অংশ-১)-২১৫৪; তারিখ: ১৪.০৬.২০২১
বিষয়: সৌদি আরবে বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আওতামুক্ত ক্ষেত্রসমূহ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি General Authority of Civil Aviation (GACA) -এর নির্দেশনা মোতাবেক সৌদি আরবে আগমনের পূর্বে নিম্নোক্ত প্রক্রিয়ার যে কোন একটি প্রক্রিয়া গ্রহণ করা হলে সৌদি আরবে আগমনের পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। (কপি সংযুক্ত)
ক) Pfizer biontech-এর দুই ডোজ ভ্যাকসিন;
খ) Oxford Astrazeneca-এর দুই ডোজ ভ্যাকসিন;
গ) Moderna -এর দুই ডোজ ভ্যাকসিন;
ঘ) Johnson এর এক ডোজ ভ্যাকসিন।
২। উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষ কর্তৃক কোন ভ্যাকসিন যারা গ্রহণ করেননি তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য। অর্থাৎ সৌদি কর্তৃপক্ষের নিকট হতে ভ্যাকসিন গ্রহণ করে যারা ইতিমধ্যে “ইমিউন” ঘোষিত হয়েছেন তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।
০৩। ইহা মহোদয়ের সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
(মো: আমিনুল ইসলাম
কাউন্সেলর (শ্রম)
যাদের ক্ষেত্রে সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিন প্রযোজ্য নয়: ডাউনলোড