রেকর্ড ভাঙার পথে সোনা: সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন আকাশচুম্বী দাম - Technical Alamin
স্বর্ণের দাম ২০২৬

রেকর্ড ভাঙার পথে সোনা: সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন আকাশচুম্বী দাম

দেশের বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। নতুন বছরের শুরুতে টানা কয়েক দফা কমার পর এবার বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে নতুন উচ্চতায় নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যাটাগরি ভিত্তিক স্বর্ণের বর্তমান বাজার দর

নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সব ধরনের স্বর্ণের দামই বৃদ্ধি পেয়েছে। নিচে বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম দেওয়া হলো (ভরি প্রতি):

স্বর্ণের মান (ক্যারেট)আগের দাম (টাকা)বর্ধিত মূল্য (টাকা)বর্তমান নতুন দাম (টাকা)
২২ ক্যারেট২,২২,৭২৪২,২১৬২,২৪,৯৪০
২১ ক্যারেট২,১২,৬৩৫২,০৯৯২,১৪,৭৩৪
১৮ ক্যারেট১,৮২,২৫০১,৮০৮১,৮৪,০৫৮
সনাতন পদ্ধতি১,৫১,৮০৭১,৫১৬১,৫৩,৩২৩

কেন বাড়ছে স্বর্ণের দাম?

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এছাড়া বিশ্ববাজারে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকে পড়াকেও দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

ভ্যাট ও মজুরি সংক্রান্ত নির্দেশনা

উল্লেখ্য যে, বাজুস নির্ধারিত উপরোক্ত মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি অতিরিক্ত যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও বর্তমানে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি বর্তমানে ৫,৫৪০ টাকাতেই স্থির রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *