সবচেয়ে কম কলরেট কোন সিমে ২০২৪ । টেলিটক প্যাকেজে মিনিটে সব সহ কলরেট ৬৩ পয়সা
মোবাইল অপারেটরগুলো কলরেট বাড়িয়েই চলেছে– যদিও সবাই হোয়াটস অ্যাপ ও ইমুর দিকে ঝুকছে – কল রেট কমানোর উপায় 2024
ইমু ও হোয়াটস অ্যাপ ব্যবহার – যদিও তরুন সমাজ এখন হোয়াটসঅ্যাপ ও ইমু ব্যবহার করেই প্রেম করা সহ দৈনন্দিন কলিং কাজ সেড়ে নিচ্ছেন কিন্তু আমাদের দেশে ৩জি ও ৪জি চালু হলেও ইন্টারনেট কভারেজ ভাল না থাকায় বি টু বি মোবাইল সিম দিয়ে কথা বলতেই হয়। এদিকে কলরেট দ্রব্যমূল্যের সাথে হু হু করে বাড়ছেই। Grameenphone new Call Rate 2022 । গ্রামীণফোন নতুন কল রেট ২৮ আগস্ট থেকে কার্যকর
২৬ জিবি মেয়াদবিহীন ৩০৯ টাকায় কিনুন- এক্ষেত্রে বড় জিপি’র বড় প্যাক থেকে এই প্যাকটি খুবই সাশ্রয়ী। যেমন ধরুন ১৫ জিবি ইন্টারনেট ১০৯৯ টাকায় কিনলে প্রতি জিবি ইন্টারনেটের দাম পড়বে ১১ টাকা৮৮ পয়সা। *১১১*৩০৯# । শর্তাবলী দেখুন: অনলাইনে প্যাকটি ক্রয় করতে “ক্রয় করুন” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করুন৷ প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ব্যবহারকারীগণ প্যাকটি উপভোগ করতে পারবেন। ডাটা ব্যালেন্স জানতে ডায়াল করুন *১৫২# ৷ প্যাকের ডাটা বা মেয়াদ শেষ হবার পর ১৫ কেবি/পয়সা হারে ৫ টাকা পর্যন্ত পে-পার-ইউজ চার্জ প্রযোজ্য হবে। অফার মূল্যে সকল চার্জ অন্তর্ভূক্ত। Teletalk Unlimited Meyad Internet । টেলিটক মেয়াদবিহীন ইন্টারনেট ২০২৪
আপনার মা যদি গ্রামে থাকেন এবং আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল করেন তবে এ ধরনের আনলিমিটেড প্যাক খুবই উপযুক্ত। এক্ষেত্রে আপনি ভয়েস ইমু বা আইপি কলের জন্য জিপি আনলিমিটেড মেয়াদ প্যাক কিনতে পারেন। GP Unlimited Validity Internet Pack । গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক ২০২৪
ইন্টারনেট প্যাক ও কল চার্জের জন্য টেলিটক ও স্কিট্টো ব্যবহার করুন তাতে কলিং ও নেট ব্যবহার সাশ্রয় হবে।
যদি আপনি গ্রামীন বা এয়ারটেল বা রবি বা বাংলালিংক ইউজার হউন তবে টেলিটক স্বাগতম প্যাকেজে এমএনপি বা মাইগ্রেড করতে পারেন।
Caption: 45 paisa/min call rate in Teletalk Bornomala
কল রেট কমানোর উপায় খুজে পেতে অপারেটর রেট দেখে নিন।
- টেলিটক বাংলাদেশ লিমিটেড- ইউথ: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ১ টাকা ২০ পয়সা। আগামী: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬০ পয়সা। বর্ণমালা: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬০ পয়সা।অপরাজিতা: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা। মায়ের হাসি: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা। স্বাগতম: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা। শতবর্ষ: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা।
- গ্রামীনফোন লিমিটেড- গ্রামীণফোন: নিশ্চিন্ত প্যাকেজে মিনিটে চার্জ হবে ২ টাকা ১২ পয়সা।স্কিটো: সব সময়ের জন্য প্রতি মিনিটে চার্জ হবে ১ টাকা ২০ পয়সা মিনিট।
- রবি আজিয়াটা লিমিটেড- গতি প্যাকেজে মিনিটে চার্জ হবে ১ টাকা ৯৬ পয়সা।
- এয়ারটেল বাংলাদেশ: ডিফল্ট কলরেট প্রতি মিনিটে চার্জ হবে ১ টাকা ৬০ পয়সা।
- বাংলালিংক ডিজিটাল- দেশ এক রেট দারুন প্যাকেজে প্রতি মিনিটে চার্জ হবে ২ টাকা ০ পয়সা।
কথা বলার জন্য কোন সিম বেস্ট?
কথা বলার জন্য আপনি টেলিটক বা স্কি্ট্টো ব্যবহার করতে পারেন – সকল অপারেটরের সর্বনিম্ন ডিফল্ট কলরেট আপডেট ৩০-০৮-২০২২ তারিখ পর্যন্ত। উক্ত কলরেটে ৩৩.২৫% VAT+SD+SC অন্তর্ভুক্ত করা হয়েছে। কলরেটে ০.৫+ এমন এমাউন্ট গুলাকে ১ পয়সা যোগ করে ধরা হয়েছে। উক্ত কলরেট রেট কাটার ব্যবহার না করলে তখন চার্জ করা হয়ে থাকে।
https://reportbd.net/gp-new-call-rate/