সরকারি খরচে শীপবিল্ডিং কারিগরি ফ্রি প্রশিক্ষণ ২০২৩ । দৈনিক উপস্থিতির ভিত্তিতে সর্বোচ্চ ১০,৮০০ টাকা ভাতা প্রদান করা হবে

শীপবিল্ডিং কারিগরি ফ্রি প্রশিক্ষণ ২০২৩ । সর্বোচ্চ ১০,৮০০ টাকা ভাতা প্রদান করা হবে

সরকারি খরচে শীপবিল্ডিং শিল্পে বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির সুযোগ প্রদান করা হবে– প্রশিক্ষণ শেষে পাওয়া যাবে ভাতা – সরকারি খরচে শীপবিল্ডিং কারিগরি ফ্রি প্রশিক্ষণ

SEIP প্রজেক্টের মাধ্যমেই কি প্রশিক্ষণ হবে? – বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘোষিত পীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তি চাহি পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্র (SEIP) শিরোনামে শতভাগ কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় “এসোসিয়েশন অফ এক্সপোর্ট অরিয়েন্টেড শ্রীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ (AEOSIB)” এর সার্বিক তত্ত্বাবধানে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান / শীপইয়ার্ড সমূহে বিভিন্ন কোর্সে ভর্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ২০২৩ । সরকারি সহায়তায় ১৩৫০০ টাকা বৃত্তি প্রদান করা হবে

প্রশিক্ষণার্থীদের সুযোগ সুবিধা কি? নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার প্রদান করা হবে । প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান (সর্বোচ্চ ১০,৮০০ টাকা)। ভর্তি ইচ্ছুক আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। (২০ বছর বা তদুর্ধ হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক)। প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের জাতীয়/ আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান ও চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা হবে। ফ্রী প্রশিক্ষণ ২০২৩ । লেদ মেশিন অপারেশন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, মোবাইল সার্ভিসং, ইলেকট্রিক্যাল এন্ড ইন্সটলেশন মেইনটেন্যাস ট্রেনিং

সরকারি অর্থায়নে এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে নিজেকে দক্ষ জনবর হিসেবে গড়ে তোলুন। এছাড়া এই প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিপইয়ার্ডে চাকরির সুযোগ হয়ে যায় তাই প্রশিক্ষণ শেষ করে চাকরি করার সুযোগ হতে পারে। এক্ষেত্রে মনোযোগী হতে হবে এবং কাজে দক্ষ হয়ে উঠতে হবে।

SEIP প্রজেক্টে ফ্রি প্রশিক্ষণ গ্রহণ করুন / শিপইয়ার্ডে চাকরি করতে যে প্রশিক্ষণ খুবই জরুরি

ওয়েডিং অ্যান্ড ফেব্রিকেশন, ইলেকট্রিক্যাল অ্যাড ইকুইপমেন্ট ইনস্টলেশন, মেশিন টুলস অপারেশন, শীপ পাইপিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইনস্টলেশন, ওয়েন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ইত্যাদি কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ Full PDF Download

দেশের বিভিন্ন জেলায় ফ্রি প্রশিক্ষণ গ্রহণ করা যাবে । যে সকল প্রতিষ্ঠনে প্রশিক্ষণ নিতে পারবেন

  1. বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম।
  2. এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ১৪৯/৯- সি শাহ আলীবাগ, মিরপুর ০১. ঢা (মিসকো সুপার মার্কেটের পিছনে)
  3. সাহারা ইনস্টিটিউট অব টেকনোলজি, জাওয়া, রূপাতলী, কালিজিরা, বরিশাল।
  4. আহসান জামিল টেকনিক্যাল সেন্টার, সন্তোষপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম।
  5. আনন্দ শীপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিঃ, মেঘনাঘাট, সোনারগাঁও,
  6. কে. খান ইউসেপ টিভিইটি ইন্সটিটিউট, মৌলভীবাজার, মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম।
  7. এবিসি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুল, দৌলতপুর, নাজিরহাট মিউনিসিপলিটি, ফটিকছড়ি, চট্টগ্রা
    or ইউনেপ বরিশাল টিভিইটি ইন্সটিটিউট, কাশিপুর, বরিশাল।
  8. ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (EIT), বাসা # ৩০, সড়ক # ১/১ রবার্টসনগঞ্জ, আলম নগর, রংপুর।
  9. বারা টেকনিক্যাল ग, রার মহল, বড় মেশিন টুলস অপারেশন
  10. সেন্টার ফর ভোকেশনাল ট্রেনিং, আগুলিয়া সাভার, ঢাকা
  11. শাহিদা-জলিল পলিটেকনিক ইনস্টিটিউট, নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা।
  12. বিসমিল্লাহ টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট, আটুলিয়া দোতলা মসজিদ রোড, কামারপাড়া, তুরাগ, ঢাকা।
  13. বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট, বৈলতলী, কেবি বাজার, বাঁশখালী, চট্টগ্রাম।
  14. ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কলেজপাড়া, গোবিন্দনগর- ঠাকুরগাঁও।
  15. ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), বানতাসা, পালমনিরহা ১৭. ইনস্টিটিউট অব মেরিন আদমপুর, বেড়িবাঁধ রোড, ফরিদপুর। ১৮. বিজদা ইনস্টিটিউট অব টেকনোলজি, ২৬/২, ব্লক-সি, আকরেইন, কালিয়াকৈর বিরুলিয়া, সাভার, ঢাকা।
  16. ইডেন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, প্রাণ হরিদাস রোড, সরাইপাড়া, পাহাড়তলী, চট্টগ্রা
  17. কারুপণ্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, তাঁতিপাড়া, ঠাকুর ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউট, বৈকালি, খুলনা
  18. ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোল দুজারা, আড়াইহাজার, নারায়ণগ
  19. এসিএ টেকনিক্যাল ইনস্টিটিউট, ফতেপুর, এনায়েতনগর, মতলব উত্তর, চাঁদপুর।

যোগাযোগ কোথায় করতে হবে?

আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যোগাযোগ করে আবেদন করার অনুরোধ করা হলো। ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ৩৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র (২০ বছর বা তার উর্দ্ধে আবশ্যক) অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, স্থায়ী ঠিকানার পৌরসভা, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বার্ষিক আয়ের সনদপত্র।

ফ্রিতে নার্সিং কোর্সে প্রশিক্ষণ । SEIP Nursing কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ আছে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *