হারানো আইডি কার্ড উত্তোলনের ফরম ২০২৩ । Lost NID Withdrawing Form PDF Download
Lost or Stolen NID Application form – Lost NID Application Form 2023 – LOST NID BD
Lost NID – হারানো বা চুরি হওয়া জাতীয় পরিচয়পত্র উঠাতে যে ফরম লাগবে – আবেদনপত্রে প্রদত্ত আবেদনকারীর স্বাক্ষর কমিশনের ডাটাবেজে সংরক্ষিত আবেদনকারীর স্বাক্ষরের অনুরূপ হইবে। আঠারাে বছরের কম বয়স্ক/ আদালত কর্তৃক অপ্রকৃস্থ ঘােষিত পরিচয়পত্রধারীর ক্ষেত্রে, পিতা/মাতা/ আইনানুগ অভিভাবক অত্র আবেদনপত্রে স্বাক্ষর করিবেন। আবেদন পত্রের সহিত উক্ত পিতা/মাতা/ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হইবে।
জাতীয় পরিচয়পত্র হারাইয়া গিয়াছে বা নষ্ট হইয়াছে মর্মে থানায় রজুকৃত সাধারণ ডায়েরি (জিডি) তে সংশিষ্ট পরিচয়পত্রধারীর ভােটার নম্বর/ জাতীয় পরিচিতি নম্বর/ নিবন্ধন ফরম নম্বর (যদি থাকে) উলেখ করিতে হইবে। ভােটার নম্বর/নিবন্ধন ফরম নম্বর জানা না থাকিলে, সংশিষ্ট জেলা/ উপজেলা/ থানা নির্বাচন কার্যালয় হইতে সংগ্রহ করা যাইবে।
ব্যাংকে ফি জমার রশিদ অবশ্যই আবেদনের সাথে যুক্ত করতে হবে। নিজের নাম, জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই সঠিকভাবে চেক করে লিখতে হবে। একাধিক স্ত্রী থাকিলে পৃথক কাগজ প্রত্যের নামসহ জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক সংযুক্ত করিতে হইবে। পিতা/মাতা/আইনানুগ অভিভাবকের প্রত্যয়ন পত্র যুক্ত করিতে হইবে। পিতা/মাতা/ অভিভাবকের স্বাক্ষর বা টিপ সহি অবশ্যই যুক্ত করতে হবে।
Application form for lost NID / Application Form for Stolen NID
হারানো বা নষ্ট হইবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদন
Caption: Lost NID Application Form / জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ৬ (২) দ্রষ্টব্য মোতাবেক আবেদনপত্র দাখিল।
নষ্ট বা হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির আবেদনকারী জন্য নির্দেশনাবলী
- আবেদনপত্রে প্রদত্ত আবেদনকারীর স্বাক্ষর কমিশনের ডাটাবেজে সংরক্ষিত আবেদনকারীর স্বাক্ষরের অনুরূপ হইবে।
- আঠারাে বছরের কম বয়স্ক/ আদালত কর্তৃক অপ্রকৃস্থ ঘােষিত পরিচয়পত্রধারীর ক্ষেত্রে, পিতা/মাতা/ আইনানুগ অভিভাবক অত্র আবেদনপত্রে স্বাক্ষর করিবেন।
- আবেদন পত্রের সহিত উক্ত পিতা/মাতা/ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হইবে।
- জাতীয় পরিচয়পত্র হারাইয়া গিয়াছে বা নষ্ট হইয়াছে মর্মে থানায় রজুকৃত সাধারণ ডায়েরি (জিডি) তে সংশিষ্ট পরিচয়পত্রধারীর ভােটার নম্বর/ জাতীয় পরিচিতি নম্বর/ নিবন্ধন ফরম নম্বর (যদি থাকে) উলেখ করিতে হইবে।
- ভােটার নম্বর/নিবন্ধন ফরম নম্বর জানা না থাকিলে, সংশিষ্ট জেলা/
উপজেলা/ থানা নির্বাচন কার্যালয় হইতে সংগ্রহ করা যাইবে। - আবেদনপত্রের সহিত সাধারণ ডায়েরির (জিডি) কপি সংযুক্ত করিতে হইবে।
- আবেদনপত্রের সহিত হারানাে বা নষ্ট জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে) সংযুক্ত করিতে হইবে।
- আবেদনপত্রের সহিত জররি বা সাধারণ উলেখপূর্বক বিধি ৮ অনুসরণ করিতে হইবে। (৬) কোন নাগরিক কর্তৃক একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ আইনত দনীয় অপরাধ।
- আবেদনপত্রের সহিত জন্ম নিবন্ধন সনদের অনুলিপি দাখিল করিতে হইবে।
- আবেদনের কোন ত্রটি (যদি থাকে) নির্ধারিত তারিখের মধ্যে দূরীকরণ না করিলে আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
জাতীয় পরিচয়পত্র পুনরায় পেতে কি থানায় ডায়রী আবশ্যক?
অফলাইন আবেদনপত্র দাখিলে অবশ্যই জিডি করতে হবে – অনলাইনে ঘরে বসে পুনরায় জাতীয় পরিচয়পত্র কপি পেতে সাধারণ ডাইরি করা লাগে না। আপনি চাইলে অনলাইনে https://services.nidw.gov.bd/nid-pub/ ঠিকানায় রেজিস্ট্রেশন করে রিইস্যুর জন্য আবেদন করতে হবে। মনে রাখবেন রেজিস্ট্রেশন করতে স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে লাইভ ছবি আপলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড লিংক
হারানো আইডি কার্ড উত্তোলনের ফরম : ডাউনলোড
Pingback: জন্ম/মৃত্যু সনদের প্রতিলিপির জন্য আবেদন ২০২৩ - Technical Alamin