নতুন ভোটার তালিকা হালনাগাদ ২০২২ । আপনার এলাকায় ভোটার হালনাগাদ কবে হবে?

স্মার্ট কার্ড বিতরণ ২০২৩। ঢাকা জেলার নবাবগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

সারা দেশে নতুন ভোটার তালিকা হালনাগাদ চলছে – ভোটার হালনাগাদে কি ভোটার তথ্য সংশোধন করা যাবে? – নতুন ভোটার তালিকা হালনাগাদ

ভোটার তথ্য হালানাগাদ – ভোটার তথ্য হালানাদ মানে পুরাতন ভোটার তথ্য সংশোধন বা হালনাগাদ নয় এটি মূলত ০১/০১/২০০৭ তারিখের পূর্বে যাদের জন্ম অর্থাৎ যাদের বয়স ১৬ বছর অতিক্রম করেছে তারাই নতুন ভোটারের আওতায় আসবে– জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । জন্ম নিবন্ধনে ডকুমেন্টগুলো কি কি?

নতুন ভোটারগণ আইডি কার্ড কবে পাবেন? এ যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়ে NID কার্ড পাচ্ছেন, তাদের ভিতর যাদের জন্মতারিখ ০১-০১-২০০৫ পর্যন্ত, তাদের খসড়া ভোটার তালিকা ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হবে। উক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে উক্ত খসড়া ভোটার তালিকায় নাম আছে এমন কারো কোনো তথ্যে ভুল থাকলে তিনি ২০২৩ সালের জানুয়ারি মাসে বিনা খরচে ফ্রি ফ্রি তার তথ্য সংশোধন করে তার NID কার্ডের তথ্যের ভুল সংশোধন করে নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । আগামী জানুয়ারি মাসে বিনা খরচে সংশোধন করা যাবে

Voter Talika Halnagad – নতুন ভােটার তালিকা হালনাগাদের কাজ আগামী ০৩-১০-২০২২ ইং তারিখ থেকে শুরু হবে। যাদের জন্ম ০১-০১-২০০৭ ইং অথবা এর পূর্বে তারাই কেবল এই তালিকায় অন্তর্ভূক্ত হবেন। আগামী ডিসেম্বর/২২ পর্যন্ত দেশের বিভিন্ন ইউনিয়নের ভোটার হালানাগাদ চলবে তাই আপনিও খোজ রাখুন আপনার ইউনিয়নে কবে ভোটার হালনাগাদে অংশগ্রহণ করুন।

বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ চলছে / ভোটার তালিকা হালনাগাদ করতে সহায়তা করুন।

NID card check বাংলাদেশ । ভোটার এরিয়া ও স্মার্ট কার্ড বিতরণ ঠিকানা দেখে নিন। 

Caption: Download Full list of Smart Card Distribution Nababgonj

নতুন ভােটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য আপনিও প্রস্তুতি গ্রহন করুন

  1. অনলাইন জন্ম সনদ। জন্ম সনদে ভূলত্রুটি থাকলে এখনই সংশােধন করিয়ে রাখুন।
  2. পিতা মাতার অনলাইন মৃত্যু সনদ/মৃত্যু প্রত্যয়ন।
  3. পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  4. বিবাহীত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  5. হালনাগাদ বাড়ীর ট্যাক্সের রশিদ। বিদ্যুৎ বিলের কপি।
  6. রক্তের গ্রুপের পরীক্ষার রিপোের্ট। পূর্ব প্রস্তুতি হিসাবে এখনই এসব কাগজপত্র সংগ্রহ করে রাখুন।

ভোটার হতে জন্ম নিবন্ধন কতটা জরুরি?

জন্ম নিবন্ধন সংশোধন করে রাখুন – বাড়ীর ট্যাক্স আদায় ও জন্ম মৃত্যু নিবন্ধনের উপর সরকার খুবই গুরুত্ব আরােপ করেছেন। তাই এখন থেকে নাগরিক সনদ /ভূমিহীন সনদ/ যে কোন প্রত্যয়ন/ ট্রেডলাইসেন্স/উত্তরাধিকারী সনদ নতুন জন্ম মৃত্যু নিবন্ধন/জন্ম মৃত্যু সংশােধন সহ ইউনিয়ন পরিষদের যাবতীয় নাগরিক সেবা পেতে বাড়ীর ট্যাক্স পরিশােধ করা বাধ্যতামুলক। বছরে শুধু একবার বাড়ীর ট্যাক্স আদায় করুন সারা বছর সেবা নিন।

NID Unlimited Validity 2023 । জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়েছে

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *