বার্ষিক আয় কী । সরকারি বিধিমতে ব্যয়ের পর যা থাকে তাই কি বার্ষিক আয়?
সরকারি প্রতিষ্ঠান এনবিআর এর নির্দেশনা অনুসারে বার্ষিক আয় নির্ণয় করা হয়-বার্ষিক আয় মূলত নীট আয়কে নির্দেশ করে থাকে-বিভিন্ন উৎস হতে যে অর্থ আপনি আয় করেন বছর শেষে সেটিই মূলত মোট বা নীট আয় হিসেবে চিহ্নিত করা হয়-বার্ষিক আয় কী
সকল ব্যয়ের পরে যা থাকে তা কি আয় নাকি সঞ্চয়? –আপনি যদি চাকরিজীবি হউন তবে ব্যক্তি ও সাংসারিক ব্যয় বাদে যা থাকে তা সঞ্চয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে মোট আয় হতে পরিচালন ব্যয় বাদে যা থাকে তাই বার্ষিক আয়।
বার্ষিক আয় কি? সাড়া বছরের আয় ও ব্যয়ের পরে যে টাকা সঞ্চয় হয়ে তাকে সেটাই বার্ষিক আয় এটি সম্পূর্ণ ভুল একটি ব্যাখ্যা। বার্ষিক আয় বলতে এক বছরের মোট আয়কে বোঝায়। আয় বলতে কোনো মাধ্যম থেকে উপার্জিত অর্থকে বোঝায়। অন্যদিকে সঞ্চয় বলতে আয় থেকে কিছু অর্থ জমানোকে বোঝায়।
বার্ষিক আয়ে কি কি অন্তর্ভূক্ত থাকে? বার্ষিক আয় বলতে বোঝায় একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি বছরে মোট কত টাকা আয় করেছে। এটি বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন: বেতন: চাকরি থেকে প্রাপ্ত মাসিক বেতন বা বার্ষিক বেতন। ব্যবসায়িক আয়: ব্যবসা বা পেশা থেকে প্রাপ্ত আয়। বিনিয়োগের আয়: শেয়ার, বন্ধক, স্থির আমানত ইত্যাদির মাধ্যমে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়। অন্যান্য আয়: ভাড়া, রয়্যাল্টি, পেনশন, অনুদান ইত্যাদি থেকে প্রাপ্ত আয়। বার্ষিক আয় গণনা করার জন্য, নির্দিষ্ট সময়সীমার মধ্যে (সাধারণত এক বছর) মোট আয়ের পরিমাণ যোগ করা হয়।
বার্ষিক হতে ঋণ বাদ দিয়ে কি মোট আয় হিসাব করতে হবে?/বার্ষিক আয় নির্ণয় করে ঋণের কিস্তির অর্থ পরিশোধ দেখাতে হবে এনবিআর এর নিয়ম অনুসারে
বার্ষিক আয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা ও সম্পদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এটি করের হিসাব, ঋণের যোগ্যতা নির্ধারণ, বীমা প্রিমিয়াম নির্ধারণ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাংলাদেশে বার্ষিক আয় নির্ধারণের জন্য আয়কর বিভাগের নিয়মকানুন মেনে চলা হয়।Caption: NBR Rules
বার্ষিক আয় নির্ণয় ২০২৪ । মোট আয় নির্ণয় করতে কি কি আয় যোগ করতে হয়?
- বেতনাদি
- নিরাপত্তা জামানতের উপর সুদ
- গৃহ সম্পত্তির আয়
- কৃষি আয়
- ব্যবসা বা পেশার আয়
- মূলধনী মুনাফা
- অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে।
- ফার্মের আয়ের অংশ
- স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়
বার্ষিক করযোগ্য আয় কত?
আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম এর কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। কোন ব্যক্তি (individual) করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০/- টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দিতে হবে।
https://technicalalamin.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/