সরকারি পিয়নের বেতন ২০২৫ । এমপিওভূক্ত শিক্ষকদের বেতনের চেয়ে পিয়নের বেতন বেশি? - Technical Alamin
সরকারি আদেশ ও তথ্য

সরকারি পিয়নের বেতন ২০২৫ । এমপিওভূক্ত শিক্ষকদের বেতনের চেয়ে পিয়নের বেতন বেশি?

সরকারি পিয়নের বেতন ২০২৫ সালে যা পায় তা বেসরকারি শিক্ষকদের বেতনের চেয়ে বেশি সরকারি পিয়নের বেতন সাধারণত গ্রেড-ভিত্তিক হয়ে থাকে-বেসরকারি শিক্ষকদের বেতন সাধারণত তাদের প্রতিষ্ঠানের বেতন কাঠামো এবং এমপিও (MPO) ভুক্তির উপর নির্ভর করে – সরকারি পিয়নের বেতন ২০২৫

সরকারি পিয়নের বেতন কত? সরকারি পিয়নেরা সাধারণত চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বিবেচিত হন এবং তাদের বেতন গ্রেড-ভিত্তিক হয়ে থাকে। বর্তমানে, চতুর্থ শ্রেণির কর্মচারীদের মূল বেতন ৮২৫০ টাকা থেকে শুরু হয়। তাদের মূল বেতনের সাথে অন্যান্য ভাতাও যুক্ত হয়, যেমন – বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ইত্যাদি। একজন পিওন মূল বেতন ও অন্যান্য সকল সুযোগ সুবিধা মিলিয়ে ১৫-১৬ হাজার টাকা মাসিক বেতন পান।

এমপিওভূক্ত একজন সহকারী শিক্ষকদের বেতন কত? একজন MPOভূক্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২৫০০ মূল বেতন পান (সরকারি অংশ+বেসরকারি অংশ), বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা, বিশেষ সুবিধা পান ১৫% হারে ১৮৭৫ টাকা পান। সেই বেতন হতে আবার কল্যান অনুদান কর্তন হয় সব মিলিয়ে ১০% ১২৫০ টাকা সেদিক থেকে হিসাব করলে ১২৫০০+১০০০+৫০০+১৮৭৫ = ১৫৮৭৫ টাকা সবশেষে ১৪,৬২৫ টাকা মাত্র বেতন ভাতাসহ হাতে পেয়ে থাকেন।

এমপিওভুক্ত শিক্ষকগণ কি শিক্ষা সহায়ক ভাতা পান না? না। এমপিওভুক্ত শিক্ষকগণ শিক্ষা সহায়ক ভাতা পান না। এমপিও (Monthly Payment Order) ভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের কাছ থেকে নিয়মিত বেতন-ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাও অন্তর্ভুক্ত। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে দুটি উৎসব ভাতা পান। এছাড়াও, তারা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাও পেয়ে থাকেন। সুতরাং, এমপিওভুক্ত শিক্ষকগণ শিক্ষা সহায়ক ভাতা যেমন – বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পেয়ে থাকেন।

পিয়ন বনাম শিক্ষক বেতনের তুলনামূলক চিত্র ২০২৫ / একজন শিক্ষকের বেতন এত কম কেন?

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া কত টাকা? এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বর্তমানে ১০০০ টাকা। এছাড়া, তারা চিকিৎসা ভাতা বাবদ ৫০০ টাকা পেয়ে থাকেন। বর্তমানে এমপিও (MPO) ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া মূল বেতনের ২৫ শতাংশ, যা সাধারণত ১০০০ টাকার বেশি নয়। চিকিৎসা ভাতা: ৫০০ টাকা। এছাড়াও, শিক্ষকরা বছরে দুটি উৎসব ভাতা (মূল বেতনের ৫০%) পেয়ে থাকেন

Caption: Pay Chart of Bangladesh

এমপিওভুক্ত শিক্ষক ২০২৫ । মূল বেতন ঠিক থাকলেও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা প্রয়োজন

  1. মুল বেতন- ১২৫০০
  2. বাড়িভাড়া- ১০০০
  3. চিকিৎসা ভাতা- ৫০০
  4. বিশেষ সুবিধা ১৮৭৫
  5. শিক্ষা ভাতা – ০০
  6. কর্তন- ১২৫০
  7. কর্তন বাদে মোট প্রাপ্তি- ১৪৬২৫

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোট বেতন কত পান?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পান। মূল বেতন ১১,০০০ টাকা এবং অন্যান্য ভাতাদি যোগ করে সর্বমোট প্রায় ১৯,৫০০ টাকা পান। কিছু কিছু ক্ষেত্রে যেমন সিটি কর্পোরেশন এলাকায় যোগদান করলে বেতন ১৯,৫০০ টাকা হতে পারে, আবার অন্যান্য স্থানে ১৮,৫০০ বা ১৭,৯৫০ টাকাও হতে পারে। একজন সহকারী শিক্ষকের মোট বেতন নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন- বেতন গ্রেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পান। মূল বেতন ১৩তম গ্রেডে মূল বেতন ১১,০০০ টাকা থেকে শুরু হয়। অন্যান্য ভাতা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ইত্যাদি যোগ হয়ে সর্বমোট বেতন আসে। কর্মস্থল সিটি কর্পোরেশন এলাকায় যোগদান করলে বেতন কিছুটা বেশি হতে পারে।
ইনক্রিমেন্ট প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি হয়। সুতরাং, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মোট বেতন সাধারণত ১৯,৫০০ টাকার আশেপাশে হয়ে থাকে, তবে কর্মস্থল ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে এই অঙ্ক কিছুটা কম বা বেশি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *