Agency Information Verification 2025 । ট্রাভেল এজেন্সির বৈধতা অনলাইনেই যাচাই করতে পারবেন?
ট্রাভেল এজেন্সির বৈধতা অনলাইনে যাচাই করা সম্ভব। বাংলাদেশে ট্রাভেল এজেন্সির বৈধতা যাচাই করার জন্য কিছু পদ্ধতি রয়েছে। আপনি বাংলাদেশ সরকারের ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (TAMS) এবং অন্যান্য কর্তৃপক্ষের ওয়েবসাইট ব্যবহার করে এজেন্সির নিবন্ধন এবং অন্যান্য বিবরণ যাচাই করতে পারেন– Agency Information Verification 2025
সরকারি ওয়েবসাইটে যাচাই করা যায়? হ্যাঁ। TAMS (Travel Agency Management System): বাংলাদেশ সরকারের TAMS ওয়েবসাইটে গিয়ে ট্রাভেল এজেন্সির নাম, নিবন্ধন নম্বর বা অন্যান্য তথ্য দিয়ে যাচাই করতে পারেন। এখানে এজেন্সির মৌলিক তথ্য এবং বৈধতার প্রমাণ পাওয়া যায়। এজেন্সির ভ্যাট নিবন্ধন নম্বর (BIN) যাচাই করে দেখতে পারেন। এটি তাদের বৈধতা এবং ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ সরকারের অন্যান্য প্রাসঙ্গিক বিভাগ বা সংস্থার ওয়েবসাইটেও এজেন্সির তথ্য যাচাই করা যেতে পারে। এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে তাদের নিবন্ধন নম্বর, ঠিকানা, যোগাযোগের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ যাচাই করুন। সামাজিক মাধ্যমে তাদের গ্রাহক পর্যালোচনা এবং কার্যকলাপও দেখতে পারেন।
ট্রাভেল এজেন্সী অনলাইনে সার্চ করা যায়? হ্যাঁ। ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাবের পূর্বে নামের মূল শব্দ বা কিওয়ার্ড ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে কিনা তা অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (www.regtravelagency.gov.bd)-এর ‘এজেন্সির তথ্য যাচাই’ সার্চ বক্স থেকে যাচাই করে নিতে হবে। ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে বিদ্যমান কোন ট্রাভেল এজেন্সির মূল নাম বা কিওয়ার্ড (Keyword)-এর সাথে হুবহু অথবা আংশিক মিল রেখে নতুন কোন এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না। বিদ্যমান কোন ট্রাভেল এজেন্সির মূল নামের সাথে কোন শব্দ, বর্ণ কিংবা চিহ্ন সংযোজন ও বিয়োজন করে নতুন ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না। ট্রাভেল এজেন্সির সাথে সম্পর্কিত নয় এমন শব্দ পরিহার করতে হবে। যেমন: ওভারসিজ, হজ-ওমরাহ, ভিসা, কনসালটেন্সি, এডুকেশন, ইত্যাদি; এব সাইনআপ রিকোয়েস্ট এর সময় ট্রাভেল এজেন্সির মৌলিক ও অর্থবহ নাম প্রস্তাব করতে হবে। অন্যথায় সাইনআপ রিকোয়েস্ট বাতিল করা হবে।
ট্রাভেল এজেন্সির বৈধতা অনলাইনেই যাচাই ২০২৫ / দালাল বা প্রতারক চক্রের সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডযোগ্য অপরাধ।
আবেদন ফি বাবদ ৫,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ অথবা ১৪২২২০২ কোডে নং কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে; রেজিষ্ট্রেশন ফি বাবদ ৫০,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ অথবা ১৪২২২০২ কোডে নং কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে; এবং ভ্যাট (দেশজ পণ্য ও সেবার ওপর মূসক) বাবদ-৭,৫০০/- টাকা ১১৪১১০১ নং কোডে ট্রেজারি চালানমূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান।
ট্রাভেল এজেন্সী রেজিষ্ট্রেশন (৩ বছরের জন্য) ২০২৫ । কি কি কাগজপত্র লাগবে এজেন্সী রেজিস্ট্রেশনের জন্য?
- যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন;
- অনলাইনে আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিলঃ
- আবেদন ফি বাবদ ৫,০০০/- টাকার ট্রেজারি চালানের মূলকপি;
- হালনাগাদ ট্রেডলাইসেন্সের সত্যায়িত অনুলিপি;
- টিআইএন সনদ এর সত্যায়িত অনুলিপি;
- ব্যবসায়িক ঠিকানার সমর্থনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ/বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও ভাড়া পরিশোধের রশিদ;
- কোম্পানি হইলে, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন, এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের সত্যায়িত অনুলিপি; অথবা অংশীদারী প্রতিষ্ঠান হলে অংশীদারী চুক্তিপত্র।
- ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে হলফনামা;
- নূন্যতম ১০ (দশ) লক্ষ টাকা স্থিতির ব্যাংক সার্টিফিকেট;
- অফিসের ছবি
- রেজিষ্ট্রেশন ফি ও ভ্যাট জমার ট্রেজারি চালানের মূল কপি।
ট্রাভেল এজেন্সী ১৫ দিনের রেজিস্ট্রেশন হয়?
হ্যাঁ। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত কোডে আবেদন ফি জমা দিয়ে ট্রেজারি চালানের কপি ও প্রয়োজনীয় কাপজপত্রসহ নির্ধারিত ফরমে মন্ত্রণালয়ে আবেদন দাখিল করা হলে তা ১৫ (পনের) দিনের মধ্যে পরীক্ষাপূর্বক সঠিকতা নির্ণয় করা যায়। সঠিক প্রতীয়মান হলে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও ভ্যাট জমা প্রদানের জন্য দাবীপত্র জারি করা হয়। সঠিক প্রতীয়মান না হলে আবেদন নামঞ্জুর হবে এবং কারণ. লিপিবদ্ধ করে ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারীকে অবহিত করা হয়। ট্রেজারি চালানের মূলকপি প্রাপ্তির পর তা অন-লাইনে যাচাই করে নিশ্চিত হওয়া যায়। নিশ্চিত হলে এজেন্সীর অনুকূলে ১৫ (পনের) দিনের মধ্যে রেজিষ্ট্রেশন সনদ জারি করা হয়।
১। ঢাকা মহানগর এলাকার জন্য ৫০ (পঞ্চাশ) দিন
| ২। ঢাকা মহানগর এলাকার বাইরের জন্য ৬০ (ষাঁট) দিন | ফাতেমা রহিম ভীনা অতিরিক্ত সচিব (পর্যটন) ও আপীল কর্তৃপক্ষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ফোন (অফিস): ০২-৫৫১০১১৯৪ addlsecytourism@mocat.gov.bd |