NID NO. By Form No. using Election Commission Website https://services.nidw.gov.bd/nid-pub/voter-info – National Identification Number Can be found using Application Form No. – This is only a process to get NID Number from election commission office by online method.

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত সময়ে হেল্পলাইন নম্বর ১০৫ এ কল করে আপনার ভোটার হওয়ার আবেদনের স্লিপ নম্বর মুখে হেল্পলাইনে জানিয়েও এনআইডি নম্বর পেতে পারেন। ই-মেইলঃ info@nidw.gov.bd এড্রেসে বিস্তারিত তথ্য দিয়ে ইমেইল করেও এ সংক্রান্ত হেল্প পেতে পারেন। ১০৫ কলসেন্টারে করে কোন সুরাহা না হলে আপনি +৮৮ ০১৭০৮-৫০১২৬১ হেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন।

শুধুমাত্র ফর্ম নম্বর এবং জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে এস.এম.এস বা মোবাইলে ক্ষুদে বার্তা প্রেরণের মাধ্যমে আপনি আপনার এনআইডি প্রাপ্তির পূর্বেই এনআইডি নম্বর জেনে নিতে পারেন। মোবাইলে এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি হলো: প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে NID<FormNo><DD-MM-YYYY> লিখে 105 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: NID NIDFN1117473315 01-02-2001 ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর পাবেন ভোটার বা আবেদনকারী।

স্লিপ নম্বর ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র নম্বর / NID Number using Voter Application Number

তিনটি পদ্ধতিতে আপনি ভোটার স্লিপ নম্বর ব্যবহার করে অনলাইনে বা কল করে এনআইডি নম্বর পেতে পারেন।

NID No by Application Form No.

Caption: Information by NID Application Form No. / NID number using Application form No. 

How to search NID number by using Application form no or Slip Number

  1. First Do google by NIDW
  2. Click First Link : NID card https://services.nidw.gov.bd
  3. Click and redirected to https://services.nidw.gov.bd
  4. Click ভোটার তথ্য
  5. Input Slip No. or Application form No.
  6. Input Date of Birth
  7. Filup Captcha
  8. ভোটার তথ্য খুজুন এ ক্লিক করুন।
  9. ব্যাস আপনার নতুন এবং পুরাতন এনআইডি নম্বর পেয়ে যাবেন।
  10. সাথে ভোটার নম্বর, সিরিয়াল নং, ভোটার এলাকা ইত্যাদি তথ্যা পাবেন।

এতকষ্ট করে কেন এনআইডি নম্বর বের করতে হবে?

যে কারণে এনআইডি নম্বর প্রয়োজন – জাতীয় পরিচয়পত্র সাধারণ বা স্মার্ট কার্ড পেতে সাধারণত অনেক সময় লাগে। এটি তৈরি হতে এবং বিতরণ একটি সময় সাপেক্ষে ব্যাপার। আপনি যদি শুধুমাত্র এনআইডি নম্বর পেয়ে যান তবে এটি ব্যবহার করে ব্যাংক, বীমা, মোবাইল ব্যাংকিং, সিম ক্রয় বিক্রয় ইত্যাদি সেবা পেতে পারেন।

NID No by Sms

সূত্র: নির্বাচন কমিশন