Earn Leave Form 2022

Govt. Earn Leave Form 2024 । সরকারি অর্জিত ছুটির আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?

Earn Leave Form – Leave according to Prescribed leave rules 1959 – অর্জিত ছুটির ফরম-Govt. Earn Leave Form 2024

অর্জিত ছুটি ফর্ম – You have to filup earn leave form for prescribed leave – দু’ধরনের অর্জিত ছুটি রয়েছে তা গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। অর্জিত ছুটি নেয়ার জন্য অবশ্যই নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে।

পারিবারিক বা ব্যক্তিগত কারণে গড় বেতনে অর্জিত ছুটি ৪ মাস পর্যন্ত নেয়া যেতে পারে। অর্ধ গড় বেতনে বা মেডিকেল ছুটি মূলত তখনই নেয়া হয় যখন গড় বেতনে অর্জিত ছুটি জমা থাকে না। এধরনের ছুটির জন্য আপনাকে অর্জিত ছুটির ফরম জমা দিতে হবে।

পূর্ব মঞ্জুরীকৃত অর্জিত ছুটি বা ভূতাপেক্ষভাবে অর্জিত ছুটি ভোগ করা যায়। ছুটি শুরুর পূর্বেই সাধারণ অর্জিত ছুটি নেয়া হয়। তবে ছুটি ভোগের পর আবেদন জমা দিয়ে ছুটি মঞ্জুর করাই মূলত ভূতাপেক্ষ ছুটি মঞ্জুরী। এক্ষেত্র্রে ছুটি ভোগ আগে, পরে মঞ্জুরী দেয়া হয়।

Earn Leave Form / Prescribe Leave Form 2024

Full Average Leave form / Half Average Leave Form 2024

Caption: 2 Leaf Leave form to get earn leave

জমাকৃত ছুটি হতে ছুটি ভোগের ফরম 2024 । কিভাবে অর্জিত ছুটির ফরম পূরণ করতে হবে জেনে নিই

  1. প্রথমে দরখাস্ত কারীর নাম।
  2. কোন বিধি অনুযায়ী ছুটি চান: নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ লিখতে হবে।
  3. অফিসের নাম লিখতে হবে।
  4. মূল বেতন লিখতে হবে।
  5. প্রথম নিয়োগের তারিখ লিখতে হবে।
  6. গড় বেতনে ছুটি বা অর্ধ গড় বেতনে ছুটি যে কোন একটি লিখতে হবে।
  7. যে তারিখ থেকে ছুটি শুরু করতে চান এবং কত দিন ছুটি চান তা উল্লেখ করুন।
  8. কি কারণে ছুটি চান: ব্যক্তিগত কারণ নাকি পারিবারিক কারণে (যে কোন একটি)
  9. যে তারিখে শেষ ছুটি কাটিয়েছেন (নৈমিত্তিক ছুটি নয়)
  10. কর্মচারীগণ এটুকুই পূরণ করে নিচে স্বাক্ষর ও পদবী দিয়ে জমা দিতে হবে।
  11. সাথে কর্তৃপক্ষ বরাবর হাতে লেখা ছুটির আবেদন দিতে হবে।

ইচ্ছে হলেই এ ছুটি কাটানোর আবেদন দেওয়া যাবে?

জি অবশ্যই – জনস্বার্থেই কেবল কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারেন। তবে অর্জিত ছুটির ক্ষেত্রে জমাকতৃ ছুটি হতে ছুটি কর্তন করা হয় বিধায়, এটি কর্তৃপক্ষের নিকট আবেদন গেলে তা মঞ্জুর করেন। ছুটি কোন অধিকার নয় কিন্তু ইচ্ছা করলেই কর্তৃপক্ষ এ ছুটি বাতিল বা আবেদন খারিজ করতে পারেন না।

Earn Leave Form Download: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *