Service.nidw.gov bd/nid-pub । জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন এবং তথ্য পরিবর্তন কি এক জিনিস?
জাতীয় পরিচয়পত্র সংশোধন একটি চলমান প্রক্রিয়া যা সারা বছর ধরেই চলতে থাকে। অনলাইনে services.nidw.gov.bd তে অথবা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
এনআইডি’র তথ্য সংশোধণ এবং তথ্য পরিবর্তন
সংশোধনের স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র দিলে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হবে। অন্যদিকে, উপযুক্ত কাগজপত্র দাখিল করতে না পারলে সংশোধন করা কোনভাবেই সম্ভব নয়। আবার, অবাস্তব কোন সংশোধন আবেদন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
সবাইকে একটি বিষয় বুঝতে হবে – তথ্য সংশোধন এবং তথ্য পরিবর্তন এক জিনিস নয়। আপনার জাতীয় পরিচয়পত্রে কোন ভুল তথ্য থাকলে উপযুক্ত প্রমাণপত্র দিলে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে।
উপযুক্ত প্রমানক থাকলে অনলানেই সংশোধনের আবেদন করুন
অনলাইনে তথ্য সংশোধন ঝামেলামুক্ত: এখানে ক্লিক করুন
অন্যদিকে, আপনার জাতীয় পরিচয়পত্রে এক নাম আছে এবং আপনি ওই নামে স্বাক্ষরও করেছেন, কিন্তু আপনার সন্তান তার শিক্ষাগত সনদে আপনার অন্য নাম দিয়েছে বিধায় আপনি সন্তানের সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম পরিবর্তন করতে চান। এমন ক্ষেত্রে আপনার তথ্য পরিবর্তনের কোন সুযোগ নেই।
আবার দেখা গেল যে আপনি ভোটার হয়েছেন ২০০৭ সালে, আর আপনি মাধ্যমিক পাশ করেছেন পরবর্তীতে ২০১৫ সালে। এখন ২০১৫ সালের মাধ্যমিক সনদ দিয়ে নাম এবং জন্ম তারিখ পরিবর্তনের কোন সুযোগ নেই।
আবার দেখা যায় যে, আপনি ভোটার হয়েছেন ২০০৮ সালে, আর আপনি সংশোধন আবেদনের সাথে ২০১৭ সালের জন্মসনদ দাখিল করেছেন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের পরে করা জন্মসনদ বিবেচ্য নয়।
তাই, আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যিকারের কোন তথ্যের সংশোধনের প্রয়োজন হলে উপযুক্ত কাগজপত্র দাখিল করে আবেদন করে সংশোধিত জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করুন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন । টেবিলে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত রয়েছে
সেবার নাম | আবেদনের সহিত নিম্নোক্ত কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে) সংযুক্ত করতে হবে | সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
জাতীয় পরিচয় পত্রে নিজ নাম/ পিতা/ মাতা/স্ত্রীর নামের বানান সংশোধন (বাংলা ও ইংরেজি)। | (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ; (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে); (৪) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন। | (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/- (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/- (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/ পিতার/ মাতার/ স্ত্রীর নাম পরিবতন (বাংলা ও ইংরেজি)। | (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ; (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট; (৪)পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে); (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র; (৭) জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/পিতা/মাতা/স্ত্রীর নাম পরিবতনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য। (৮) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন। (৯) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র | |
জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ সংশোধন । | (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ; (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট; (৪)পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/ সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে); (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র; (৭) জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য। (৮) নিজ ছেলেমেয়ের আইডি কাডের ফটোকপি/ শিক্ষাগত সনদের ফটোকপি (প্রযোজ্যক্ষেত্রে) (৯) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন। (১০) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র | |
জাতীয় পরিচয় পত্রে স্বামী/স্ত্রীর নাম সংযুক্ত করা/ বাদ দেওয়া | (১) নিকাহনামা/তালাকনামা/মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); (২) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে); | (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/- (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড: ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড: ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
জাতীয় পরিচয়পত্রে রক্তের গ্রুপ সংযোজন/ সংশোধন। | (১) প্যাথলজিক্যাল রিপোর্ট/চিকিৎসকের সনদপত্র; | |
জাতীয় পরিচয়পত্রে গ্রাম/রাস্তা/ ডাকঘর সংশোধন। | (১) জন্ম নিবন্ধন সনদ; (২) চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ; | |
জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তন। | (১) ছবি/স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি ; | |
ডাটাবেইজে সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন (জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্যাদি ব্যতিত ফরম -২ এ প্রদত্ত অন্য সকল তথ্যাদি যেমন: ড্রাইভিং লাইসেন্স /পাসর্পোট নম্বর)। | (১) পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ; | (১) ১ম বার : ফি-১০০/-, ভ্যাট-১৫/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড: ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
সূত্র: https://ec.thakurgaon.gov.bd