ভোটার তালিকা হালনাগাদ ২০২৪ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে৷ তথ্য সংগ্রহের সময় তথ্য সংগ্রহকারীকে সঠিক তথ্য করা হয়েছিল। বাংলাদেশের নাগরিক হিসেবে যাদের জম্মতারিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং যারা আগে ভোটার হননি, ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হিসাবে ফরম পূরন করতে পারবেন-ভোটার তালিকা হালনাগাদ ২০২৪
নির্বাচন অফিসে গিয়ে কি ভোটার হওয়া যাবে? হ্যাঁ। সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যেকোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি; তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।
ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে? প্রথমত ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি লাগবে। জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি লাগবে। নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি লাগবে। এছাড়াও এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) লাগবে। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি) দিতে হবে।
ভোটার নিবন্ধন পূর্ব প্রস্তুতি কি? যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন করে নিন। যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সনদের সাথে মিল নেই, তারা দ্রুত জন্মসনদ সংশোধন করে নিন৷ যাদের জন্মসনদ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সংশোধন করে নিন। নিজের রক্তের গ্রুপ না জানলে রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ জানুন।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি । আপনার এনআইডিতে ভুল থাকলে তা সংশোধন করে নিন
জাতীয় পরিচয়পত্র (NID) হলো বাংলাদেশী নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনী নথি। এটি একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণ স্বরূপ কাজ করে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য অপরিহার্য।
Caption: NID Notice
ভোটার নিবন্ধন তথ্য ২০২৪ । নতুন ভোটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র দরকার
- অনলাইন জন্ম সনদের ফটোকপি।
- শিক্ষাসনদের (PSC/JSC/SSC) ফটোকপি।
- পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
- বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি।