সােনালী ব্যাংকের মােবাইল ব্যাংকিং সেবা ২০২২
Sonali E-Wallet এখন আপনার হাতের মুঠোয় – সোনালী ই ওয়ালেট সেবা ঘরে বসে দু’মিনিটে ট্রানজেকশন করুন– সোনালী ই ওয়ালেট ডিজিটাল সেবা ২০২২
Sonali E-Wallet Service – ব্যাংক হিসাব ও মােবাইল ব্যাংকিং এর এক অভূতপূর্ব সমন্বয় Sonali E-Wallet ঘরে বসেই মােবাইল ফোনের মাধ্যমে নিশ্চিন্তে সকল ধরনের লেনদেন করুন। সোনালী ই-ওয়ালেটের পিন নম্বর পরিবর্তনের সুবিধা রয়েছে। কিছু দিন পর পর আপনি ই ওয়ালেটের পিন পরিবর্তন করুন যা আপনার একাউন্টের নিরাপত্তা দিবে।
Sonali E-Wallet এ সকল ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জ বিহীন। বর্তমানে অ্যাপের মাধ্যমে যে কোন সেবার জন্য ব্যাংক কোন চার্জ করে না। ওয়ালেট ওপেন করলে ব্যাংক ব্যালেন্স এ ১ হাজার টাকা কম দেখায়। এটি একাউন্ট রিচার্জ মানি, এক হাজার কম দেখালেও এই টাকা মূলত ব্যাংক হিসাবে জমা আছে। এস.এম.এস ব্যালেন্সে ঠিকই ১ হাজার টাকা বেশি দেখাবে। অ্যাপে এক হাজার টাকা কম দেখায় কারণ ওখানে যা দেখাচ্ছে সেই টাকার লেনদেন করতে পারবেন।
Sonali E Wallet Update Features – নতুন ফিচার নিয়ে ই-ওয়ালেট এর নতুন আপডেট প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এখন থেকে বাংলা কিউআর এর মাধ্যমে ই-ওয়ালেট দিয়ে কেনাকাটা করতে পারবেন। এখন থেকে স্কিটো সিমেও রিচার্জ করতে পারবেন।
Sonali E wallet is the best and Top digital Service of Sonali Bank / People are engaging to this service Gradually.
Sonali Bank has introduce two apps at a time as digital service, 1. Sonali e service, 2. sonali e wallet.
Caption: Sonali e service has some unique features / sonali e wallet is the best for BEFTN
Sonali E-Wallet এর সেবা সমূহ ২০২২
- সােনালী ব্যাংকের যেকোন হিসাবে মুহুর্তের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।
- বাংলাদেশের যেকোন ব্যাংকের হিসাবে BEFTN এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় ।
- মােবাইল রিচার্জ করা যায়।
- ইউটিলিটি বিল (বিদ্যুৎ, পানি) প্রদান করা যায়।
- ক্রেডিট কার্ডের বিল পরিশােধ করা যায়।
- সােনালী ব্যাংকের যেকোন ডিপােজিট স্কিমের কিস্তি প্রদান করা যায় ।
- ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে, ব্যালেন্স ট্রান্সফার করা যায়।
- একাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখা যায় ।
Sonali E Wallet Download পদ্ধতি কি?
Download from google play store-আপনার মােবাইল ফোনের Google Play Store (for Android) অথবা Apple Store (for ios) থেকে download করে Install করুন Sonali E-Wallet Apps, আর উপভােগ করুন সােনালী ব্যাংকের মােবাইল ব্যাংকিং সেবা। এছাড়া প্রতিটি লেনদেনের ক্ষেত্রে OTP (One Time Password) প্রেরণ করা হয়। অর্থাৎ Sonali E-Wallet এ প্রতিটি লেনদেনই শতভাগ খুঁকি মুক্ত ও সম্পূর্ণ নিরাপদ । তাই আজই আপনার হিসাবের। অনুকূলে Sonali E-Wallet সার্ভিসটি চালু করুন।
নতুন ফিচার নিয়ে এলো সোনালী ই-ওয়ালেট ২০২৩ । New Feature in Sonali ewallet Update