বিশ্ব রক্তদান দিবস ২০২১
আজ ১৪ই জুন ২০২১ বিশ্ব রক্তদান দিবস। রক্তদানে হোক বিশ্ব স্পন্দন। নিয়মিত রক্ত দানে কিছু উপকারিতাও রয়েছে। আসুন জেনে নেই কাদের কাছ থেকে রক্ত নিবেন না।
নিয়মিত রক্তদানের উপকারিতা
- রক্তে কোলস্টেরলের উপস্থিতি কমিয়ে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
- প্রতি ০৪ মাস অন্তর রক্ত দানে শরীরের অস্থিমজ্জা সক্রিয় হয়ে নতুন লোহিত কণিকা তৈরির হার বাড়ায়। এতে দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।
- হেমোক্রোম্যাটেসিস রোগ প্রতিরোধ করে।
- ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- শরীরে রোগ নির্ণয়ে সহায়তা করে। যেমন হেপাটাইটিস বি, সি সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
যাদের কাছ থেকে রক্ত গ্রহণ করবেন না
- যাদের বয়স ১৮ এর কম এবং ৬০ এর বেশি
- এইডস, হেপাটাইটিস বি বা সি , সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগাক্রান্ত ব্যক্তি।
- মাদকাসক্ত ব্যক্তি।
- যাদের বিগত ৬ মাসের মধ্যে বড় কোনো দূর্ঘটনা বা অস্ত্রোপাচার হয়েছে।
- শ্বাস তন্ত্র জনিত রোগ যেমন হাঁপানি বা এ্যাজমা আক্রান্ত ব্যক্তি।
- ঋতুস্রাব চলছে, গর্ভবর্তী মা কিংবা এক বছরের কম বয়সী বাচ্চার মা।
রাত দিন ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে কল করুন জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর