মৃত মুক্তিযোদ্ধা ভাতার নিয়ম । মুক্তিযোদ্ধা মারা গেলে তার ভাতা কে পাবে? - Technical Alamin
Latest News

মৃত মুক্তিযোদ্ধা ভাতার নিয়ম । মুক্তিযোদ্ধা মারা গেলে তার ভাতা কে পাবে?

মুক্তিযোদ্ধা ভাতা মুক্তিযোদ্ধার নাতি পর্যন্ত গড়াবে না – স্ত্রী বা সন্তান না থাকলে পিতা মাতার পেতে পারেন – মৃত মুক্তিযোদ্ধা ভাতার নিয়ম

মু্ক্তিযোদ্ধা ভাতা কি নাতি পায়? না। মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী এবং পিতা-মাতার অবর্তমানে সন্তান সম্মানী ভাতা পাবেন এবং সন্তান একাধিক হলে সমহারে সম্মানী ভাতা পাবেন; মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী, পিতা-মাতা ও সন্তানের অবর্তমানে সহোদর ভাই-বোন সম্মানী ভাতা পাবেন এবং কেবল জীবিত সহোদর ভাই-বোন ওই ভাতা সমহারে পাবেন। বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০ এর সংশোধন।

আবেদন যাচাই-বাছাই পদ্ধতি কি? মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নিয়মাবলি অনুসরণপূর্বক অনুচ্ছেদ ৩ এ বর্ণিত প্রমাণকে মুক্তিযোদ্ধার নাম, অন্যান্য তথ্যাদি, মুক্তিযোদ্ধার ছবি ও আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হইতে হইবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত মুক্তিযোদ্ধার তথ্যাদি ও ছবির (নাম, পিতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা) সহিত সম্মানি ভাতার জন্য দাখিলকৃত আবেদনে বর্ণিত তথ্যাদি ও ছবির সমরূপতার বিষয়ে নিশ্চিত হইতে হইবে। উপজেলা বা জেলার এক বা একাধিক স্থান হইতে সম্মানি ভাতার আবেদন দাখিল এবং সম্মানি ভাতা উত্তোলন না করিবার বিষয়ে নিশ্চিত হইতে হইবে ।

উপ-অনুচ্ছেদ (১), (২) ও (৩) এর বিষয়ে নিশ্চিত হইলে সংশ্লিষ্ট কমিটি একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করিয়া সম্মানি ভাতা প্রদানের সুপারিশসহ উহা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করিবে। ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হইলে সংশ্লিষ্ট কমিটি বীর মুক্তিযোদ্ধার পরিবর্তে সকল সুবিধাভোগীর নাম ও প্রাপ্য সম্মানি ভাতার পরিমাণ চূড়ান্ত করিয়া প্রত্যেক ভাতাভোগীর পৃথক ব্যাংক হিসাবে অনুচ্ছেদ ৮ অনুযায়ী সম্মানি ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিবে।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ নীতিমালা । মুক্তিযোদ্ধা ভাতা বন্টন আইন । মুক্তিযোদ্ধা ভাতা পাবেন ভাই বোন পরিপত্র জারি

বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা মঞ্জুরির আবেদন ফরম এবং সংশোধিত গেজেট

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০

মুক্তিযোদ্ধা ভাতা নীতিমালা ২০২১ PDF Download


মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৩ । বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে সম্মানী ভাতা প্রাপ্য উত্তরাধিকারীগণ সম্পর্কে নীতিমালা সংশোধন

  1. বীর মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রীর ক্ষেত্রে প্রত্যেক স্ত্রী মৃত বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য নির্ধারিত সম্মানি ভাতা সমহারে প্রাপ্য হইবেন;
  2. বীর মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী মৃত্যুবরণ করিলে মৃত স্ত্রীর গর্ভে মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ তাঁহার বা তাঁহাদের মাতার প্রাপ্য অংশ সমহারে প্রাপ্য হইবেন;
  3. বীর মুক্তিযোদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী সম্মানি ভাতা প্রাপ্য হইবেন না : তবে শর্ত থাকে যে, তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবে এবং তাহাদের পক্ষের সম্মানি ভাতা প্রাপ্য হইবেন;
  4. মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত কোনো সন্তান না থাকিলে এক বা একাধিক জীবিত স্ত্রী সম্পূর্ণ অংশ বা সমহারে সম্মানি ভাতা প্রাপ্য হইবেন;
  5. বীর মুক্তিযোদ্ধার পিতা বা মাতার মধ্যে যে কেউ জীবিত থাকিলে মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ উক্ত সম্মানি ভাতা প্রাপ্য হইবেন না এবং উক্ত পিতা বা মাতা ভাতার সম্পূর্ণ অংশ সমহারে প্রাপ্য হইবেন;
    মৃত নারী বীর মুক্তিযোদ্ধা জীবিত অবস্থায় একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে এবং সকল স্বামীর সংসারে তাঁহার গর্ভজাত সন্তান থাকিলে উক্ত নারী বীর মুক্তিযোদ্ধার পূর্বের সংসারে বীর মুক্তিযোদ্ধার গর্ভজাত সন্তানগণও একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবে এবং তাহাদের পক্ষের সম্মানি ভাতা সমহারে প্রাপ্য হইবেন;
  6. মৃত নারী বীর মুক্তিযোদ্ধার স্বামী জীবিত থাকিলে এবং এক বা একাধিক তালাকপ্রাপ্ত বা মৃত স্বামীর সংসারে তাঁহার গর্ভজাত সন্তান বা সন্তানগণ থাকিলে জীবিত স্বামী একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবেন এবং উক্ত গর্ভজাত সন্তান বা সন্তানগণ পৃথক পক্ষ হিসাবে বিবেচিত হইবেন এবং সকল পক্ষ উক্ত সম্মানি ভাতা সমহারে প্রাপ্য হইবেন; (জ) তালাকপ্রাপ্ত স্বামী সম্মানি ভাতা প্রাপ্য হইবে না;
  7. কোনো বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্ত্রীগণ এবং পিতা-মাতা জীবিত না থাকিলে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তানগণ সমহারে সম্মানি ভাতা প্রাপ্য হইবেন।
  8. বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামীর অবর্তমানে পিতা-মাতা সমহারে সম্মানি ভাতা প্রাপ্য হইবেন এবং পিতার অবর্তমানে মাতা বা মাতার অবর্তমানে পিতা সম্মানি ভাতার সম্পূর্ণ অংশ পাইবেন ।
  9. বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী এবং পিতা-মাতার অবর্তমানে সন্তান সম্মানি ভাতা প্রাপ্য হইবেন এবং সন্তান একাধিক হইলে সমহারে সম্মানি ভাতা পাইবেন ।
  10. বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী, পিতা-মাতা ও সন্তানের অবর্তমানে সহোদর ভাই-বোন সম্মানি ভাতা প্রাপ্য হইবেন এবং কেবল জীবিত সহোদর ভাই-বোন উক্ত ভাতা সমহারে প্রাপ্য হইবেন, তবে কোনো বৈমাত্রেয় ভাই-বোন সম্মানি ভাতা প্রাপ্য হইবেন না।

মুক্তিযোদ্ধা ভাতা কি মোবাইলে আসবে নাকি ব্যাংকে?

উপজেলা বা মহানগর কমিটির নিকট হইতে তালিকা প্রাপ্ত হইলে মন্ত্রণালয় উক্ত তালিকা যাচাই-বাছাই করিয়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে সংশ্লিষ্ট অর্থ বৎসরের সম্পূর্ণ মেয়াদের জন্য সম্মানি ভাতা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীর ব্যাংক বা অন্য কোনো হিসাবে ইলেকট্রনিক পদ্ধতিতে বা এমএফএস বা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো দ্রুতগতির পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে বা ত্রৈমাসিক ভিত্তিতে সম্মানি ভাতা প্রদান করিতে হইবে । উপ-অনুচ্ছেদ (২) এর অধীন কোনো ব্যবস্থার অবর্তমানে সন্তোষজনক প্রতীয়মান হইলে সম্মানি ভাতা সম্পূর্ণ বা আংশিকভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করা যাইবে । জেলা প্রশাসকের কার্যালয় উক্ত বরাদ্দকৃত অর্থ, প্রযোজ্য ক্ষেত্রে, জেলায় অবস্থিত সোনালী ব্যাংক লি., জনতা ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি., রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান শাখায় ন্যস্ত করিবে এবং উপজেলা, জেলা বা মহানগর এলাকায় অবস্থিত উক্ত ব্যাংকের শাখার মাধ্যমে সম্মানি ভাতা পরিশোধ করা যাইবে।

মুক্তিযোদ্ধা নববর্ষ ভাতা ২০২৩ । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতার হার কত টাকা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *