Agrani Bank Smart App । অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপ দিয়ে কি কি কাজ করা যায়?

Agrani Bank Smart App । অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপ দিয়ে কি কি কাজ করা যায়?

সবচেয়ে ধীরগতির রাষ্ট্রায়াত্ত ব্যাংকটিও এখন স্মার্ট হয়ে গিয়েছে- সময়ের সাথে খাপ খাওয়াতে অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপ থেকে দৈনন্দিন ৫০,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় ঘরে বসেই– Agrani Bank Smart Banking App

অগ্রণী ব্যাংক PLC, বাংলাদেশের একটি নেতৃস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তার সম্মানিত গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি স্বীকৃত অগ্রদূত। 972+ অনলাইন শাখা এবং ৬০০ টি এজেন্ট আউটলেটের শক্তিতে, একটি বৃহৎ গ্রাহক বেস অগ্রণী ব্যাংক বিশেষত অ্যাপ ভিত্তিক ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলির মাধ্যমে অন্যান্য ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি যুক্ত করার জন্য কৌশলগতভাবে অবস্থান করছে। অগ্রণী ব্যাংক মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম তাদের স্মার্টফোনে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে আগ্রহী বিচক্ষণ গ্রাহকদের একটি সমৃদ্ধ ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে।

বিকাশের সাথেও কি অগ্রণী ব্যাংকের চুক্তি রয়েছে? হ্যাঁ। নিজেদের অ্যাপ ছাড়াও বিকাশে অগ্রণী ব্যাংকের লেনদেন করা যাবে। অগ্রণী ব্যাংক-এর গ্রাহকদের লাইফটা এবার হবে আরও সিম্পল। বিকাশ অ্যাপ-এ আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট যোগ করলেই, যেকোনো সময় ব্যাংক থেকে বিকাশ-এ টাকা আনতে পারবেন কিংবা বিকাশ থেকে ব্যাংক টাকা জমাও দিতে পারবেন। সক্রিয় বিকাশ একাউন্ট (ট্রাস্ট লেভেল ৩) থাকতে হবে, অন্যথায় অগ্রণী ব্যাংক একাউন্ট যোগ করা যাবে না। অগ্রণী ব্যাংক একাউন্টটি সক্রিয় থাকতে হবে এবং ব্যাংকিং নিয়মকানুন এর মধ্যে সকল কার্যক্রম পরিচালিত হয় এমন একাউন্ট হতে হবে। অব্যবহৃত একাউন্ট (১৮০ দিনের মধ্যে কোনো লেনদেন হয়নি) ব্যাংক থেকে রেস্ট্রিকটেড করা হয়েছে।

অ্যাপ ব্যবহারে কি কোন চার্জ কাটে? না। অগ্রণী ব্যাংক স্মার্ট অ্যাপটি ব্যবহারে কোন চার্জ কাটে না। এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা পাঠানো বা যে কোন লেনদেন চার্জ ফ্রি করা যায়। প্রাথমিক ভাবে ৫০০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যায় ক্রমান্বয়ে এটি বৃদ্ধি করা হবে। স্ক্যান করেই আপনি পেমেন্ট করতে পারবেন এবং চেক বই ছাড়াই লেনদেন করা যাবে কিউআর কোড স্ক্যান করেই।

চেক বই ছাড়াই টাকা তোলা যায়? / চেকবিহীন নগদ উত্তোলনের জন্য অগ্রণী স্মার্ট পে অপশনে ক্লিক করুন।

দুপুর ১২ টার মধ্যে ট্রানজেকশন করে থাকলে ঐদিনই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে, ১২ টার পরে করে থাকলে ট্রানজেকশন করার পরবর্তী দিন বা পরবর্তী কর্মদিবসে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে,

অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপ থেকে দৈনন্দিন ৫০,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করুন নগদে।

Caption: Agrani Bank Smart Banking App Download

অগ্রণী ব্যাংক স্মার্ট ব্যাংকিং অ্যাপ ২০২৪ । অগ্রণী ব্যাংকের অ্যাপ দিয়ে কি কি কাজ মোবাইল দিয়েই করা যায়?

  1. অ্যাপ হতে যে কোন মুদ্রার এক্সেচেঞ্জ রেট জানা যায়।
  2. বিইএফটিএন ব্যবহারের মাধ্যমে যে কোন ব্যাংক হিসাবে টাকা পাঠানো যায়।
  3. নিজের ও অন্য ব্যাংক হিসাব অ্যাড করে বেনিফিশিয়ারি ক্রিয়েট করা যায়।
  4. অ্যাপ হতেই মোবাইল রিচার্জ করা যায়।
  5. লেনদেনের হিস্টেরি বা ইতিহারগুলো দেখা যায়।
  6. সর্বশেষ ২৫ লেনদেন সম্পর্কে জানা যায়।
  7. নগদ বা বিকাশে টাকা ট্রান্সফার করা যায়।
  8. অ্যাকাউন্ট স্টেটমেন্টও বের করা যায়।
  9. অগ্রণী ব্যাংক টু অগ্রণী ব্যাংক মুহুর্তেই টাকা পাঠানো যায়।

বিকাশে অগ্রণী ব্যাংক যুক্ত করতে কি করতে হবে?

একজন বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্ট-এর সাথে ব্যাংক একাউন্টটি যুক্ত করে নিতে পারবেন। এতে গ্রাহকেরা নিজের ব্যাংক একাউন্ট থেকে টাকা আনতে এবং পাঠাতে পারবেন। খেয়াল রাখতে হবে যে, বিকাশ গ্রাহক এবং ব্যাংক একাউন্ট হোল্ডার একই ব্যক্তি হতে হবে। প্রথমে গ্রাহককে তার বিকাশ একাউন্টের সাথে ব্যাংক একাউন্টটি যোগ করে নিতে হবে। এজন্য বিকাশ অ্যাপ-এর অ্যাড মানি কিংবা ট্রান্সফার মানি অপশন-এ গিয়ে অগ্রণী ব্যাংক একাউন্ট-এর প্রয়োজনীয় তথ্য ও ওটিপি দিন। বিকাশ অ্যাপে ব্যাংক একাউন্ট যোগ করতে, বিকাশ ও ব্যাংক একাউন্টে ব্যবহৃত মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ একই হতে হবে। অন্যথায় ব্যাংকের সাথে যোগাযোগ করে তথ্য আপডেট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *