Bank Account Reactivation Form 2024 । কতদিন লেনদেন না করলে একাউন্ট বন্ধ হয়ে যায়?
ব্যাংক গ্রাহক মাত্র ৬ মাস লেনদেন না করলে ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায়-পুনরায় একটিভ করলে ব্রাঞ্চে আবেদন করতে হয়- সরাসরি গিয়ে যোগাযোগ করুন অথবা ই-মেইলে আবেদন প্রেরণ করুন–Bank Account Reactivation Form
কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট Inactive করা হয়? – ব্যাঙ্কের একাউন্টে জমা সুদ ও ব্যাঙ্কের পক্ষে নেওয়া চার্জ আর্থিক লেনদেনের মধ্যে পড়ে না। এছাড়াও আপনি যদি টানা ১৮ মাস বা ২ বছর লেনদেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই সীমা ব্যাংক এর উপর নির্ভর করে কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই সময় ১ বছর আবার কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই সময় ২ বছর। আবার কোন কোন ব্যাংকে মাত্র ৬ মাস লেনদেন না করলে ব্যাংক হিসাব ইনঅ্যাকটিভ করে রাখা হয়।
লেনদেন সচল থাকলেও কি হিসাব অচল করা হয়? ব্যাংক একাউন্ট এমনি এমনি বন্ধ হয়ে যায় না। শুধু মাত্র অনেকদিন লেনদেন না করলে তার ডেবিট ক্রেডিট বন্ধ করে দেয়া হয় । আপনি চাইলে পুনরায় আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটিতে ডেবিট ক্রেডিট এর সুবিধা শুরু করতে পারেন। যদি অ্যাকাউন্টটি পূর্ণমাত্রায় এমনি বন্ধ করতে চান সে ক্ষেত্রে ব্যাংকের যদি কিছু বকেয়া থেকে থাকে সেটা আপনাকে পেমেন্ট করার পরেই আপনি ব্যাংক একাউন্টটিকে বন্ধ করতে পারবেন। একাউন্ট বন্ধ করার ক্ষেত্রে অবশ্যই চেক বই, ডেবিট কার্ড ফেরত দিয়ে আবেদন করতে হয় এবং নির্ধারিত চার্জ কেটে ব্যাংক একাউন্ট ক্লোজড করে থাকে।
ব্যাংক একাউন্টের লেনদেন বন্ধ হয় কেন? কিছু ব্যাংকের ক্ষেত্রে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট মৌলিক বিনিয়োগ করতে হয় যাতে একাউন্ট চালিয়ে রাখা যায়। যদি আপনি এই বিনিয়োগের বিন্যাস অতিক্রম করেন, তবে আপনার হিসাবের লেনদেন বন্ধ হতে পারে। যদি আপনি ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেন, যেমনঃ কানুনের বিরুদ্ধে লেনদেন করা, তবে আপনার লেনদেন বন্ধ হতে পারে। আপনার সনদ অবৈধ হলে ব্যাংক লেনদেন বন্ধ করতে পারে। অবৈধ লেনদেনের সনাক্ত হওয়ার পরিবর্তে আপনার লেনদেন বন্ধ হতে পারে।
একাউন্টে লেনদেন না করলে অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করুন/মাত্র ছয় মাস লেনদেন না করলে একাউন্ট ইনএকটিভ হয়ে যেতে পারে
কোনও ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, লেনদেন বন্ধ হতে পারে, যেমনঃ ব্যাংকের নির্দেশিত সময়ে বন্ধ হওয়া একাউন্ট। এই সমস্যাগুলির সমাধানের জন্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা প্রয়োজন
Caption: Account Reactivation Form Word Format
ব্যাংক একাউন্ট বন্ধ হওয়ার কারণ সমূহ ২০২৪ । ঠিক কি কি কারণে ব্যাংক হিসাব বন্ধ করে দিতে পারে?
- নিয়ম লঙ্ঘন: আপনি যদি ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার না করেন বা কোন নিয়মের লঙ্ঘন করেন, তবে তাদের সাথে হিসাব বন্ধ করা হতে পারে।
- অস্থায়ী নিষ্পত্তি: কোনও অস্থায়ী নিষ্পত্তির কারণে ব্যাংক আপনার হিসাব স্থগিত করতে পারে, যেমনঃ অপসারণ, নাম পরিবর্তন ইত্যাদি।
- নিষ্ক্রিয়তা: আপনি যদি খুব দীর্ঘ সময় ধরে আপনার হিসাব ব্যবহার না করেন, তবে ব্যাংক আপনার হিসাব নিষ্ক্রিয় করতে পারে।
- নোটিশ না দেওয়া: আপনি যদি ব্যাংকের প্রদত্ত নোটিশের অনুযায়ী কোন অসুবিধার সমাধান না করেন, তবে তারা আপনার হিসাব বন্ধ করতে পারে।
- অনাধিকৃত ব্যবহার: আপনি যদি ব্যাংক হিসাবে অনাধিকৃত ব্যবহার করেন, যেমনঃ ধারণকৃত অথবা অবৈধ স্থানীয় অথবা অন্য ধরনের আর্থিক গোলমাল, তবে তারা আপনার হিসাব বন্ধ করতে পারে।
- মানিলন্ডারিং সনাক্ত: যদি আপনার হিসাবে মানিলন্ডারিং বা অন্যান্য অবৈধ আর্থিক গোলমালের সনাক্ত হয়, তবে ব্যাংক আপনার হিসাব বন্ধ করতে পারে। এই ধরনের অবস্থার মূল কারণ ও সমাধানের জন্য সর্বোচ্চ পরামর্শ হিসাবের ব্যবহারের আগে ব্যাংকের নিকটস্থ শাখার সাথে যোগাযোগ করা প্রয়োজন।
সঞ্চয়ী হিসাবে লেনদেনের লিমিট কত?
সঞ্চয় একাউন্টে মাসিক ৫০০ থেকে ১০০০০ জমা রাশি বজায় রাখলেই আপনার অ্যাকাউন্ট সচল থাকবে। বর্তমান অ্যাকাউন্ট/CURRENT ACCOUNT বর্তমান একাউন্ট মূলত ব্যবসায়ী এবং উদ্যোগপ্রতি এর জন্যই উপযোগী। প্রতিদিনের লেনদেনের এর কোন নির্দিষ্ট সীমা নেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লেনদেন করতে পারবেন। তবে সঞ্চয়ী একাউন্টে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায় দৈনিক। মাসিক কোন কোন ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।