Bank Charges 2023 । ব্যাংক কোন খাতে কত টাকা ব্যাংক চার্জ কাটে দেখে নিন

Bank Charges 2023 । ব্যাংক কোন খাতে কত টাকা ব্যাংক চার্জ কাটে দেখে নিন

কোন খাতে কত টাকা ব্যাংক চার্জ-Bank Charges 2023 – Loan Processing Cost – Online Charge

Bank Charge – হিসাব খোলা Account Opening: সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকগণ ৫০০ টাকা এবং চলতি হিসাব খোলার ক্ষেত্রে ১,০০০ টাকা জমাকরণপূর্বক নিজ নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন। তবে, বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব খেলার ক্ষেত্রে ন্যূনতম জমার বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত থাকবে।

স্থিতি নিশ্চিতকরণ সনদ ফি (Balance Confirmation Certificate Fee): ষান্মাসিক ও বাৎসরিক ভিত্তিতে অর্থাৎ বছরে দু’বার ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে হিসারের স্তিতি নিশ্চিতকরণ সনদ (হিসাব বিবরণীসহ) প্রদানের জন্য কোন চার্জ/ ফি আদায় করা যাবে না। তবে, গ্রাহককে দু’বারের বেশি এ সনদ (হিসাব বিবরণীসহ) গ্রহন করতে হলে সে ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ১০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।

পে অর্ডার (PO) ইস্যুর ক্ষেত্রে অনধিক ১০০০ টাকা সর্বোচ্চ ২০ টাকা, ১০০১ হতে অনধিক ১০০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০ টাকা এবং ১০০০০০ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে। পে-অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০ টাকা চার্জ /ফি আদায় করা যাবে।

হিসাব রক্ষণাবেক্ষণ ফি (Account Maintenance Fee) / Account Opening Charge

Changes in Account opening minimum deposit / Now 500 will be for deposit account opening

Bank Charges bd

Caption: Loan Application Fee / Balance Confirmation Certificate Fee)

Account Maintenance Fee and Other Charges application for Bank Account

  1. ১০০০০ টাকার অধিক কিন্তু ২৫,০০০ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা;
  2. ২৫০০০ টাকার অধিক কিন্তু ২ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা;
  3. ২ লক্ষ টাকার অধিক কিন্তু ১০ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা;
  4. ১০ লক্ষ টাকার অধিক গড় আমানত স্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা;
  5. চলতি হিসাবে প্রতি ষান্মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ও Special Notice Deposite (SND) হিসাবে সর্বোচ্চ ৫০০ টাকা আদায় করা যাবে।
  6. অন্য শাখায় হিসাব স্থানান্তর: একই ব্যাংকের অন্য শাখায় হিসাব স্থানান্তরের ক্ষেত্রে একই জেলায় সর্বোচ্চ ৫০ টাকা এবং অন্য জেলায় সর্বোচ্চ ১০০ টাকা ফি আদায় করা যাবে।
  7. Activation of Dormant Account: বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে Activation of Dormant Account বাবদ কোন চার্জ/ ফি আদায় করা যাবে না।
  8. মেয়াদপূর্ব নগদায়ন ফি (Premature Encashment Fee): বিভিন্ন মাসিক সঞ্চয়ী হিসাব (ডিপোজিট পেনশন স্কীম) বা এফডিআর বা অন্য কোন মেয়াদী আমানত মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে নগদায়ন ফি (Premature Encashment Fee) বা অনুরূপ ফি আরোপ করা যাবে না।
  9. হিসাব বন্ধকরণ ফি (Account closing Fee): হিসাব বন্ধকরণের ক্ষেত্রে হিসাব বন্ধকরণ চার্জ হিসেবে সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ ২০০ টাকা, চলতি হিসাবে সর্বোচ্চ ৩০০ টাকা এবং এসএনডি হিসাবে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করা যাবে। তবে, বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাবসমূহে হিসাব বন্ধকরণ বাবদ কোন ফি আদায় করা যাবে না।
  10. চেক বই ইস্যু: বিভিন্ন ধরনের হিসাবের বিপরীতে চেক বই ইস্যুর ক্ষেত্রে প্রকৃত খরচের ভিত্তিতে (At actual) চার্জ নির্ধারণ করতে হবে। চেক বই হারানোর ক্ষেত্রে নতুন চেক বই ইস্যু বাবদ প্রকৃত ব্যতীত অতিরিক্ত চার্জ/ প্রসেসিং ফি আদায় করা যাবে না।
  11. অন্যান্য ফি: বিভিন্ন ধরনের সঞ্চয়ী ও চলতি হিসাবে আরোপিত ন্যূনতম ব্যালেন্স ফি, ইনসিডেন্টাল চার্জ , লেজার ফি, সার্ভিস চার্জ, কাউন্টার ট্রানজেকশন ফি বা অনুরূপ ফি আদায় করা যাবে না।
  12. ঋণ প্রসেসিং ফি (Loan Processing Fee) হিসেবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মোট মঞ্জুরীকৃত ঋণের সর্বোচ্চ .৫০% আদায় করা যাবে, তবে এর পরিমাণ ১৫০০০ টাকার অধিক হবে না। ৫০ লক্ষ টাকার অীধক পরিমাণ ঋণের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ .৩০%, তবে এর পরিমাণ ২০ হাজার টাকার অধিক হবে না।

Which is special facilities Bank Account?

বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব বলতে দেশের আর্থিক সেবা বঞ্চিত জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কৃষক, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন শ্রমিক, পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোর, ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধাভোগী, তৈরি পোষক শিল্পে কর্মরত শ্রমিক, পাদুকা ও চাকড়াজাত পন্য প্রস্তুতকারী ক্ষুদ্র কারখানার কারিগর এবং স্কুল ব্যাংকিং (হিসাবধারীদের ব্যাংক হিসাবসহ সব ধরনের ১০/- , ৫০ টাকা ও ১০০ টাকায় খোলা হিসাবসমূহ এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্দেশিত অনুরূপ হিসাবসমূহকে বোঝাবে। চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এখানে

আরও বিস্তারিত জানতে দেখুন: ব্যাংক কর্তৃক আরোপিতব্য বিভিন্ন চার্জ/ ফি/ কমিশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *