পুলিশের পদবী ও গ্রেড 2024 । পুলিশের ব্যাজ দেখে চেনার উপায় কি? - Technical Alamin
Latest Newsসরকারি ভাতা ২০২৪

পুলিশের পদবী ও গ্রেড 2024 । পুলিশের ব্যাজ দেখে চেনার উপায় কি?

বাংলাদেশের বিভিন্ন ধরনের পুলিশের মধ্যে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে কনস্টেবল, এএসআই এবং এসআইডি – পুলিশের পদবী ও গ্রেড দেখুন

পুলিশে সর্বোচ্চ পদ কি?– বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ অফিসার থেকে শুরু করে এই বাহিনীর সাধারণ সিপাহী তাদের পদবি অনুযায়ী ইউনিফর্ম ব্যবহার করে. এবং বিভিন্ন চিহ্নযুক্ত ব্যাজ রয়েছে এসব ব্যাচ দেখেই তাদের র‌্যাংক বা ক্ষমতা বোঝা যায়। পদক্রম হল-  আইজিপি> এআইজিপি> ডিআইজিপি> এডিআইজিপি> এসপি> এএসপি (এডিশনাল)> এসএএসপি> এএসপি (এসিসটেন্ট)> ইন্সপেক্টর> সাবইন্সপেক্টর> সার্জেন্ট> এএসআই> নায়েক> কন্সটেবল পদ রয়েছে।

বিসিএস ক্যাডার পুলিশ কি? বিসিএস ক্যাডার এটি বাংলাদেশ সিভিল সার্ভিস এর অন্তর্ভুক্ত। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের(পিএসসি) আন্ডারে তিনটি কঠোর ধাপ (পরীক্ষা) অতিক্রম করে প্রার্থীগণ সার্ভিসে যোগদানের সুযোগ লাভ করেন। প্রাথমিক ভাবে মাঠ পর্যায়ে এএসপি হিসেবে যোগদান করে, সবোর্চ্চ পুলিশ প্রধান (আইজিপি) হওয়ার সুযোগ রয়েছে শুধুমাত্র বিসিএস পুলিশ ক্যাডারের। তাঁরা সরাসরি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়।

পুলিশের কাজ কি? বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় মহা পুলিশ পরিদর্শক (আইজিপি)। চুরি-ডাকাতি রোধ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ পুলিশে পুরুষ-নারী উভয়ই চাকুরি করছে।

পুলিশের স্টার চিহ্ন খুবই গুরুত্বপূণ ও তাৎপর্য বহন করে / ব্যাচ দেখে কিভাবে চেনা যায়?

জনগনের কাছে আসে এমণ পুলিশ যেমন সর্বশেষের কোন স্টার ছাড়া শুধু পুলিশ লেখা থাকলে কনস্টেবল পুলিশ।

বাংলাদেশ পুলিশ পে স্কেল ২০১৫

বিভিন্ন প্রকার পুলিশ সম্পকে জানুন । পুলিশের পদসমূহ কি কি?

  1. জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ- পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি), ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি), এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি), সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে), সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)
    এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি), সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি), এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)।
  2. মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণের পদবীসমূহ –পুলিশ কমিশনার, এডিশনাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার অব পুলিশ, ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসি), এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসি), সিনিয়র এ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (সিনিয়র এসি), এ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসি)।
  3. শিল্প পুলিশ এবং RAB কর্মকর্তাদের পদবীসমূহ- ডিরেক্টর জেনারেল, এডিশনাল ডিরেক্বটর জেনারেল, ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর (ডিডি), সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (সিনিয়র এডি), এ্যাসিস্টেন্ট ডরেক্টর (এডি), অধীনস্ত কর্মকর্তাগণ।
  4. নিরস্ত্র শাখা- ইনস্পেকটর অব পুলিশ, সাব-ইন্সপেকটর (এস আই)/টাউন সাব ইন্সপেকটর (টিএসআই), এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি), কনস্টেবল।
  5. সশস্ত্র শাখা- আর্মড ইন্সপেকটর, আর্মড সাব-ইন্সপেকটর (আর্মড এসআই)/সুবেদার, হেড কন্সটেবল(এইচ সি)/হাবিলদার, নায়েক, কনস্টেবল।
  6. শিল্প পুলিশ- ডেপুটি এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ডিএডি), সার্কেল কমান্ডার (সাব ইন্সপেক্টর), এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)/হেড কনস্টেবল, নায়েক, কনস্টেবল।
  7. RAB- ডেপুটি এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ডিএডি), সার্জেন্ট/সাব ইন্সপেক্টর (এসআই), এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই), নায়েক, কনস্টেবল।
  8. ট্রাফিক বিভাগ-ট্রাফিক ইন্সপেকটর (টিআই), সার্জেন্ট/টাউন সাব-ইন্সপেকটর (টিএসআই), এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি), ট্রাফিক কনস্টেবল।

বাংলাদেশের পুলিশ কি কি কাজ করে?

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুলিশ নামে সংগঠিত হয়। বাংলাদেশ পুলিশ পৃথিবীর অন্যান্য দেশের পুলিশ বাহিনীর মতো আইন শৃঙ্খলা রক্ষা, জনগনের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভুমিকা পালন করে থাকে। মুক্তিযুদ্ধ বাংলাদেশ পুলিশের ট্রাডিশনাল চরিত্রে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। শুধু আইন পালন আর অপরাধ প্রতিরোধ বা দমনই নয় দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। গত এক দশকে জঙ্গীবাদ দমন এবং নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে। পুলিশের সদস্যরা তাদের উদ্ভাবনী ক্ষমতা আর পেশাদরিত্ব দিয়ে অপরাধ মোকাবিলায় প্রতিনিয়ত সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন। ঘুষ দুনীর্তির কারণে একসময়ে অভিযুক্ত এই বাহিনী তার পেশাদরিত্ব আর জনগনের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়ে জনগনের গর্বের বাহিনীতে পরিণত হয়েছে।

https://bdservicerules.info/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *