Birth Certificate Digitalization – হাতে লেখা জন্ম নিবন্ধন আপনি খুব সহজেই অনলাইন করতে পারবেন। হাতে লেখা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন কপি এবং নির্ধারিত ফি ইউপি বা পৌরসভায় জমা দিন। ৩-৫ দিনের মধ্যে অনলাইন ডিজিটাল সনদ পেয়ে যাবেন।

আপনার এনালগ জন্ম নিবন্ধন যদি ১৭ ডিজিটের না হয় তবুও কোন সমস্যা নেই। নিবন্ধকের কার্যালয় আপনার জন্ম নিবন্ধনটি ১৭ ডিডিটের করে নতুন জন্ম নিবন্ধন করে দিবে। এক্ষেত্রে পুরাতন জন্ম নিবন্ধন করার সময় আপনি সমস্ত কাগজপত্র ঠিকভাবে জমা দিয়েছিলেন কিনা সেটি দেখার বিষয়। ইউপি ফাইলে পিতা মাতার তথ্য ও স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য মজুদ থাকতে হবে। তবে ইউপি কোন কাগজপত্র ছাড়াই পুরাতন জন্ম সনদ থেকে নতুন জন্ম সনদ তৈরি করে দিবে।.

জন্ম নিবন্ধন করতে এবং জন্ম নিবন্ধন সংশোধন করতে যদিও ফি পরিশোধ করতে হবে। তা আপনি ম্যানুয়ালি করেন বা অনলাইনেই করেন কিন্তু জন্ম নিবন্ধন পুন:মুদ্রনের ক্ষেত্রে কোন প্রকার ফি পরিশোধ করতে হবে না। আপনি অনলাইন বা অফলাইন দু পদ্ধতির আবেদনের ক্ষেত্রেই আপনাকে কোন প্রকার ফি পরিশোধ করতে হবে।

জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন ২০২৪ / Reprint your birth Certificate for Fee

বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ করা হবে বিনা ফিসে। গেজেট দেখুন: ডাউনলোড

বিনা মূল্যে জন্ম নিবন্ধন পুন:মুদ্রন করুন

Caption: You have to input Birth Registration Number and Date of Birth to initiate your reprint application 2024

Digital Jonmo Nibondhon 2024 । জন্ম নিবন্ধন সনদ পুন: মুদ্রনের জন্য অনলাইনে আবেদন

  1. প্রথমে আপনি bdris লিখে গুগল করুন।
  2. উপরের জন্ম নিবন্ধন মেন্যুতে ক্লিক করে নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন সাব মেন্যুতে ক্লিক করুন।
  3. আপনার হাতে লেখা জন্ম নিবন্ধন নং এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করুন।
  4. আইডি, জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, একশন ইত্যাদি দেখাবে।
  5. নির্বাচন করুন এ ক্লিক করে কনফার্ম করুন।
  6. নিবন্ধক কার্যালয়ের নাম, আবেদনকারীর তথ্য, ফোন নম্বর ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
  7. ব্যাস কাজ শেষ আবেদন পত্রের নম্বর দেখাবে সেটি সংরক্ষণ করুন এবং আবেদনপত্র প্রিন্ট এ ক্লিক করে এটি প্রিন্ট করে নিন।
  8. আবেদনপত্রে স্বাক্ষর করে ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় জমা দিন।
  9. কর্তৃপক্ষ ফি নিয়ে আবেদনটি জমা রেখে দিবে। ২-৫ দিনের মধ্যে বাংলা এবং ইংরেজী ভার্সনে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ পেয়ে যাবেন।

নতুন জন্ম রেজিস্ট্রেশন ফি কত?

জন্ম নিবন্ধন ফি – জন্ম নিবন্ধন মূলত সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যেই সম্পন্ন করে ফেলা উত্তম। অনেকেই বয়স কমানোর ধান্দায় থাকেন এটি করা কোন ভাবেই ঠিক নয়, জন্মটাই যদি ভুল বা অসত্য দিয়ে শুরু হয়, তবে জন্মই যেন মিথ্যা দিয়ে শুরু হল। চাকরি বা রিজিক আল্লাহ তা’য়ার হাতে কথাটি বিশ্বাস করলে কোন ভাবেই এটি ভাবা ঠিক হতে পারে না যে, জন্ম কয়েক বছর পরে দেখালে চাকরি পাওয়া সুযোগ বেড়ে যাবে। জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৪

Birth Certificate Online Procedure । হাতে লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম