জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম, জন্ম নিবন্ধন আবেদন জন্ম, নিবন্ধন অনলাইন করার নিয়ম 2022, জন্ম নিবন্ধন নতুন লিংক, জন্ম নিবন্ধন ফি, অনলাইন জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম,

New Birth Registration Only parents name । নতুন নিয়মে জন্ম নিবন্ধন এখন আরও সহজ!

নতুন নিয়মে জন্ম নিবন্ধন এখন আরও সহজ করা হল – পিতা মাতার জন্ম নিবন্ধন ও এনআইডি কিছুই লাগবে না – শুধু পিতা মাতার নাম দিয়েই জন্ম নিবন্ধন ২০২২

জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধন সহজ হল- নতুন জন্ম নিবন্ধন করতে পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ এবং এনআইডি বাধ্যতামূলক ছিল। কিন্তু সরকার জটিলতা নিরসনে পিতা বা মাতা দুজনের ক্ষেত্রেই নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর না দিলেও হবে। শুধুমাত্র পিতা মাতার নাম দিলেই হবে। জন্ম প্রমানক হিসেবে টিকা কার্ড এবং স্থায়ী ঠিকানার জন্য জমি বা বাড়ির খাজনা রশিদ বা বিদ্যুৎ বিলের কপি জমা দিলেই হবে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে

জন্ম নিবন্ধন আবেদন অনলাইনে করুন। নিজের মোবাইল থেকেও আবেদন করতে পারবেন। যদি সেটি না পারেন বা নিজে না বুঝেন তবে আপনি আপনার কোন সহকর্মী, বন্ধুর সহায়তা নিন। তাতেও যদি ব্যর্থ হউন তবে কম্পিউটারের দোকানে গিয়ে ৫০-১০০ টাকা ব্যয় করে নিজেই করিয়ে নিন। যদি আপনি হার্ড কপি বা ফরম পূরণ করে ইউপিতে জমা দিয়ে আসেন তবে উদ্যোক্তা বা ইউপি কর্তৃপক্ষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ভুল করতে কোন তথ্য এন্ট্রি বা টাইপ করার সময়। সেটি সংশোধনের জন্য আবার আপনাকেই দৌড়াতে হবে। অনেকেই বেশি ফি নেয় সেক্ষেত্রে? মূলত যে ইউপিতে উদ্যোক্তারা কাজ করে তারা একটু বেশি ফি নেয় তবে সেটি যেন খুব বেশি না হয়। কারণ উদ্যোক্তাদের কোন বেতন দেয়া হয় না ৫০ টাকার স্থলে ১০০ টাকা দিবেন তার বেশি নয়। জন্ম নিবন্ধন ফি ২০২২ । জন্ম নিবন্ধন সংশোধন ফি অনলাইনে প্রদানের নিয়ম

নিজের সন্তার বা নিজের ফরম নিজে পূরণ করলে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ভুল এড়াতে অনলাইনে আবেদন করে আবেদনপত্র প্রিন্ট করে টিকা কার্ড বা পিতার জাতীয় পরিচয়পত্র বা বাড়ি পর্চা কপি ইত্যাদি যুক্ত করে ইউপিতে ফি দিয়ে জমা দিন। জমা দেওয়ার সময় ৫০-১০০ টাকা ফি দিয়ে জমা করুন। ৩-৫ দিনের মধ্যে অনুমোদন হয়ে যাবে এবং আপনি অনলাইনে আবেদনের অবস্থা চেক করে সময়মত সংগ্রহ করে নিন। জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা । Check your Birth Registration Online Status

নতুন নিয়মে জন্ম নিবন্ধন / অনলাইনে আবেদন করুন এবং নির্ভুল জন্ম নিবন্ধন সম্পন্ন করুন।

নিচে মাতা/ পিতার জন্ম নিবন্ধন বা মাতা/ পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকলেও জন্ম নিবন্ধন করা যাবে।

New Birth Registration Only parents name । নতুন নিয়মে জন্ম নিবন্ধন এখন আরও সহজ!

Caption: Check Screenshot Registration with only parents Name

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার পদ্ধতি ২০২২ । New Process of Birth Registration

  1. Visit: bdris.gov.bd/br/application
  2. Select জন্মস্থান/ স্থায়ী ঠিকানা/ বর্তমান ঠিকানা
  3. Input নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি তথ্য- নাম, জন্ম তারিখ লিঙ্গ ইত্যাদি দিয়ে “আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে” সিলেক্ট করুন এবং জন্মস্থানের ঠিকানা তথ্য এবং ক্লিক পরবর্তী
  4. Input পিতা মাতার তথ্য -শুধু ইংরেজী বাংলায় নাম দিলেও হবে এবং ক্লিক পরবর্তী
  5. কোনটিই নয় সিলেক্ট করুন এবং জন্ম স্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এর পাশ্বে টিক দিন এবং আবার কোনটিই নয় সিলেক্ট করুন এবং স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই সিলেক্ট করুন। ক্লিক করুন পরবর্তী
  6. পিতা, মাতার ব্যতিরেকে  অন্য কেহ হইলে তার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। যেতেহু পিতা মাতাই এ কাজ করে তাই পিতা বা মাতা সিলেক্ট করে ফোন নম্বর দিন।
  7. সংযুক্তি হিসেবে স্ক্যান টিকা কার্ড ও পিতা/মাতার এনআইডি বা বাড়ির খাজনা রশিদ এর ছবি আপলোড করুন। ছবির সাইজ বড় থাকলে আপনি মোবাইলে স্ক্রীনশট নিয়ে আপলোড করুন।
  8. দুটি ফাইল আপলোড Start এ ক্লিক করে সম্পন্ন নিশ্চিত করুন। (আবেদেনর ক্ষেত্রে এটিই কঠিন কাজ, ধৈর্য্য ধরে সম্পন্ন করুন) এবং ক্লিক করুন পরবর্তী
  9. যে সকল তথ্য দিয়েছেন তার সামারি বা সারসংক্ষেপ দেখতে পাবেন, তথ্য সব দেখে পড়ে বুঝে সাবমিট ক্লিক করুন ব্যস আবেদন শেষ।
  10. আবেদন প্রিন্ট করুন ক্লিক করে প্রিন্ট করে নিন। ডকুমেন্ট যুক্ত করে ইউপিতে (ইউনিয়ন পরিষদ) জমা দিন।

আবেদনের সাথে কি ছবি দিতে হবে?

অবশ্যই। প্রিন্টকৃত ফর্মে ছবির ঘর রয়েছে ছবি যুক্ত করে। যথাস্থানে স্বাক্ষর করে। প্রয়োজনীয় দুটি ডকুমেন্ট যুক্ত করে আবেদন সম্পন্ন করুন। যদি আপনার নিজের আবেদন হয় আপনার যদি টিকা কার্ড না থাকে তবে আপনি জন্ম তারিখ প্রমানের জন্য উপযুক্ত ডকুমেন্ট দিন। Nidw । জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য করণীয় ২০২২

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *