ডোপ টেস্ট ড্রাইভিং লাইসেন্স

Dope test for driving license 2024 । পেশাদারদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

Dope test for driving license 2024 – পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে ডোপ টেস্ট আবশ্যক – Dope Test

ডোপ টেস্ট – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে আগামী ৩০শে জানুয়ারি, ২০২৪ থেকে পেশাদার মােটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নকালে প্রার্থীর আবেদনপত্রের সাথে সরকারি হাসপাতাল কর্তৃক সম্পাদিত ডােপটেস্ট রিপাের্ট/সনদ দাখিল করতে হবে। ডােপটেস্ট রিপাের্ট/সনদ পজিটিভ হলে (মাদক সেবনের আলামত পাওয়া গেলে) বা এতে কোনাে বিরূপ মন্তব্য থাকলে সেক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়ন করা যাবে না।

এই ডােপটেস্ট সারাদেশে সকল পর্যায়ের সরকারি হাসপাতালে এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ৬টি প্রতিষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলা নগর, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শের-ই-বাংলা নগর, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা করা যাবে। ইতােমধ্যে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ১১/০১/২০২২খ্রিঃ তারিখ স্বাঃ অধিঃ/হাস:/ঢাকা বিভাগ/বিবিধ-৬/২০২১/১০১ এবং স্বাঃ অধিঃ/হাস:/ঢাকা বিভাগ/বিবিধ৬/২০২১/১০০/১(৪) নং স্মারকে দুটি পত্র জারি করা হয়েছে (পরিশিষ্ট-ক, পরিশিষ্ট-খ)। এছাড়াও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীন/অনুমােদিত কোনাে ল্যাব/প্রতিষ্ঠান থাকলে সেখানেও পেশাদার মােটরযান চালকদের ডােপটেস্ট করা যাবে।

Dope test for professional driving license / Dope test is mandatory

অপেশাদার নয়, পেশাদারদের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে ডোপ টেস্ট করতে হবে।

dope test is for professional driver

Caption: Now government make mandatory dope test for vehicle driving license

Which hospital is recommended to dope test for driving license

  1. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
  2. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকা।
  3. ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলা নগর, ঢাকা।
  4. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
  5. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শের-ই-বাংলা নগর, ঢাকা।
  6. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।

Where we can do dope test for driving license?

কোন হাসপাতাল গুলোতে – পেশাদার মােটরযান চালকদের ডােপটেস্ট করার নিমিত্ত বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিস হতে সংশ্লিষ্ট হাসপাতাল/প্রতিষ্ঠানের নিকট নির্ধারিত ফরমে (পরিশিষ্ট-গ) অনুরােধ জানিয়ে পত্র প্রেরণ করতে হবে। ডােপটেস্ট সম্পাদনকারী হাসপাতাল/প্রতিষ্ঠান কর্তৃক ডােপটেস্ট রিপাের্টসনদ অনলাইনে (ই-মেইল/ইলেকট্রনিক পদ্ধতি) সংশ্লিষ্ট বিআরটিএ’র সহকারি পরিচালক(ইঞ্জি:)/লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে এবং মূলকপি প্রার্থীর নিকট হস্তান্তর করবে। প্রার্থী উক্ত ডােপটেস্ট রিপাের্টাসনদ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়নকালে আবেদনপত্রের সাথে, সংযুক্ত করে দাখিল করবেন। বিআরটিএ’র সংশ্লিষ্ট সহকারি পরিচালক(ইঞ্জি:)/লাইসেন্সিং কর্তৃপক্ষ ডােপটেস্ট রিপাের্ট/সনদ অনলাইনে যাচাইপূর্বক পরবর্তী প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এ বিষয়ে বিআরটিএ’র সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক(ইঞ্জি:) এবং সহকারি পরিচালক(ইঞ্জি:)গণ ডােপটেস্ট সম্পাদনকারী সংশ্লিষ্ট হাসপাতাল/প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে।

Dope test for driving license 2024 । পেশাদারদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক আদেশ: ডাউনলোড

Dope test Form: download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *