Electricity Bill Bkash Auto Pay । আপনাকে আর মনে করে বিদ্যুৎ বিল পে করতে হবে না?

Electricity Bill Bkash Auto Pay । আপনাকে আর মনে করে বিদ্যুৎ বিল পে করতে হবে না?

বিকাশ আপনার হেল্পিং হ্যান্ড হয়ে বিদ্যুৎ বিল ও ইন্টারনেট বিল পরিশোধ করে দিবে তাই বিল দেওয়া নিয়ে আর টেনশন করতে হবে না – Electricity Bill Bkash Auto Pay

বিকাশ অ্যাপে এলো অটো পে!- এখন প্রতিমাসের প্রিপেইড বিল জমা দিতে ভুলে যাবার টেনশন নেই। কারণ বিকাশ অ্যাপে এসে গেছে অটো পে! আপনার একাউন্টে অটো পে চালু করা থাকলে প্রতিমাসে নির্দিষ্ট বিলারের কাছে আপনার বিদ্যুৎ, ইন্টারনেট কিংবা টিভি বিল অটোমেটিক জমা হয়ে যাবে নিশ্চিন্তে!

বিল দেওয়াতে কিভাবে কি করতে হবে? বিকাশ মেন্যু থেকে বা আমার বিকাশ বা আপনার নির্দিষ্ট প্রিপেইড বিল সম্পন্ন করে অটো পে চালু করতে পারবেন। প্রতিমাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ টাকার বিল অটো পে হয়ে যাবে। অটো পে তারিখের আগের দিন এসএমএস এবং অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে বিকাশ আপনাকে মনে করিয়ে দিবে বিকাশ-এ ব্যালেন্স রাখার কথা। আপনি চাইলে একাধিক প্রিপেইড বিলের ক্ষেত্রে অটো পে চালু করতে পারবেন

শুধুমাত্র প্রিপেইড বিদ্যুৎ বিল ও ইন্টারনেট বিল পরিশোধ করা যাবে? হ্যাঁ। আপনি অটো পে অপশনে গিয়ে সার্ভিস সেট করে দিলেই অটো পে চালু হয়ে যাবে। তাই আপনি আপনার এসিস্ট্যান্ট হিসেবে বিকাশকে কাজে লাগাতে পারেন।

বিকাশ কি কি বিল অটো পরিশোধ করে দিবে? / যেসকল বিলারের জন্য অটো পে প্রযোজ্য । মনে রাখবেন বিকাশে ব্যালেন্স জমা থাকতে হবে

প্রতিমাসে ইন্টারনেট বিল ও বিদ্যুৎ বিল জরিমানা গুনতে হবে না। বিকাশ একাউন্টে বিল আসলেই তা বিকাশ অটো পরিশোধ করে দিবে। এছাড়া বিকাশ ডিপিএস ও মোবাইল রিচার্জও অটো করে থাকে।

Electricity Bill Bkash Auto Pay । আপনাকে আর মনে করে বিদ্যুৎ বিল পে করতে হবে না?

বিকাশের অটো পে ফিচারটি বিকাশ অ্যাপে নতুন যুক্ত হওয়ায় তা অনেকেরই চোখ এড়িয়ে যাওয়া স্বাভাবিক। এই ফিচারটি চালু করতে হলে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। ডায়াল করে এই ফিচার আপনি পাবেন না। এছাড়াও বিকাশ অ্যাপ থেকে আপনাকে প্রিপেইড ইউটিলিটি বিল পরিশোধ করতে হবে। এরপর আপনি এই ফিচারটি দেখতে পাবেন।

আপনার প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করুন । প্রতিমাসে বা ব্যালেন্স ফুরালেই অটো রিচার্জ হয়ে যাবে

  1. প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন এবং পিন দিয়ে লগইন করে নিন।
  2. এবার হোমপেজে ‘পে বিল’ নামক অপশনটি খুঁজে বের করে সেখানে ট্যাপ করুন।
  3. নতুন পেজ হতে ‘ইলেক্ট্রিসিটি’ সিলেক্ট করুন বিদ্যুৎ বিল পরিশোধ করতে।
  4. এবার নিচে বিদ্যুৎ বিল দেয়ার জন্য বিভিন্ন বিদ্যুৎ জোনের তালিকা দেখতে পাবেন। এখান থেকে আপনার জোনটি খুঁজে বের করে সেটি সিলেক্ট করুন। মনে রাখতে হবে, বর্তমানে শুধুমাত্র প্রিপেইড বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আপনি ‘অটো পে’ ফিচারটি উপভোগ করতে পারবেন। কাজেই দেখে নিন আপনার বিদ্যুৎ বিলের ধরণ প্রিপেইড কিনা।
  5. এবার নতুন পেজে আপনাকে আপনার বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বার ও আপনার কন্টাক্ট নম্বর লিখতে হবে। সঠিকভাবে তা পূরণ করে ‘Proceed to Pay’ অপশনে ট্যাপ করুন।
  6. এবার আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ উল্লেখ করে পিন দিয়ে বিদ্যুৎ বিলটি পরিশোধ করে দিন। পরিশোধ করা হয়ে গেলেই এখানে আপনি নতুন একটি বাটন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ‘অটো পে চালু করুন’। এখানে ট্যাপ করুন।
  7. এবার নতুন পেজে আপনার বিদ্যুৎ বিলের গ্রাহক নাম্বার ও অন্যান্য তথ্য দেয়া থাকবে। আপনাকে এই বিল সহজে বুঝতে একটি রেফারেন্স নাম ও কতো টাকা অটো পে করবেন সেটি দিতে হবে।
  8. এরপর ফ্রিকোয়েন্সি থেকে মাসিক সিলেক্ট করে মাসের কতো তারিখে এই বিলটি অটো পে হবে সেটি ক্যালেন্ডার হতে সিলেক্ট করে দিতে হবে।
  9. এবার সবকিছু সঠিকভাবে পূরণ করলে আপনাকে সম্মতি প্রদান করতে হবে। সম্মতি প্রদানের আগে আপনি বিকাশের শর্তাবলি পড়ে নিতে পারেন। এরপর নিচের লাল ‘সম্মতি দিন’ বাটনে ক্লিক করে অটো পে চালু করে দিতে হবে।

পরে রিসিড ডাউনলোড করে যাবে তো?

হ্যাঁ রিসিড পরে ডাউনলোড করা যাবে। আপনি পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে লেনদেনও  এখন প্রতিমাসে আপনার সকল প্রিপেইড বিল অটোমেটিক জমা হয়ে যাবে বিকাশ অ্যাপের মাধ্যমেই! বিকাশ অ্যাপের আমার বিকাশ অথবা বিকাশ মেন্যু অথবা বিল প্রদানের পর “অটো পে” “অটো পে” অপশন সিলেক্ট করে পে বিল সিলেক্ট করুন। নিজের বিদ্যুৎ, ইন্টারনেট অথবা টিভি বিলার সিলেক্ট করে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করুন। প্রতিমাসে নির্ধারিত তারিখে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে বিলারের কাছে। হ্যাঁ বিল পে এখন এতই সহজ।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম । বিকাশে কয়টি বিদ্যুৎ বিল ফ্রি দেওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *