বিধির শুনানি মুলতুবি থাকাকালীন, উত্তরদাতাদেরকে তারিখ থেকে ০৩ ((তিন) মাসের জন্য PUBG, ফ্রি ফায়ার এবং অন্যান্য অনুরূপ সকল অনলাইন গেমস/ইন্টারনেট গেটওয়ে নিষিদ্ধ/ব্লক/অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
আইইবি ভবন, রমনা, ঢাকা-১০০০
স্মারক নং-১৪.৩২.০০০০.৮০০.৪১.০০১.২১.১৫৭; তারিখ: ২৫ আগস্ট ২০২১
বিষয়: মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-৫৮৮৩/২০২১, তারিখ: ২২/০৮/২০২১ খ্রি: এর আদেশ প্রতিপালন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে মহামান্য হাইকোর্টের একটি নিম্নরূপ আদেশ পাওয়া গিয়াছে:
“Pending hearing of the rule, the respondents are hereby directed to ban/block/remove all links/internet gateways of PUBG, Free Fire and All other similar online games for a period of 3 (three) months from date.”
উক্ত মামলায় বিটিআরসি’কে বিবাদী করা হয়েছে এবং আপনি/আপনারা বিটিআরসি’র লাইসেন্সধারী বিধায় হাইকোর্টের উক্ত আদেশ অবিলম্বে প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল। free fire advance server download
২। বিষয়টি অতীব জরুরি।
(মো: গোলাম রাজ্জাক)
পরিচালক]
ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগ, বিটিআরসি
Free Fire ও PUBG বন্ধ কার্যকর আদেশ জারি: ডাউনলোড
One comment