Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?
মুক্তিযোদ্ধাগণ প্রতিমাসে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে থাকেন। প্রতি উৎসব মূল ভাতার সমপরিমাণ উৎসব ভাতাও পেয়ে থাকেন। মুক্তিযোদ্ধা ভাতার সাথে চিকিৎসা ভাতাও পান। এসব ছাপিয়ে মুক্তিযোদ্ধাগণ বাড়ি নির্মানের জন্য বরাদ্দ পাচ্ছেন এবং হাট বাজারে দোকান পর্যন্ত বরাদ্দ পাচ্ছেন।
মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বর্তমানে সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা হারে সম্মানি ভাতার পাশাপাশি ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা পান।
চলতি অর্থ বছর ২০২১-২২ এ মোট ২,০৫,৭২০ জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রযোজ্য উৎসব ভাতা বাবদ ১৮০,০৬,৩৩,৬৩৭/- (একশত আশি কোটি ছয় লক্ষ তেত্রিশ হাজার ছয়শত সাঁইত্রিশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারক নং-৫৩০, তারিখ-১৫ জুন ২০২২)। সূত্র ডাউনলোড