Govt. Ration Rate bd 2025 । যেসব সরকারি প্রতিষ্ঠানে রেশন সুবিধা চালু রয়েছে
প্রাধিকারভূক্ত জরুরি সেবার আওতাধীন সরকারি প্রতিষ্ঠানের জনবলের অনুকূলে সাশ্রয়ী মূল্যে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে–Govt. Ration Rate bd 2025
পূর্বে কত টাকা চাল-গম দেওয়া হতো? প্রতি কেজি রেশনের চাল ও গমের মূল্য প্রতিষ্ঠানভেদে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকার মধ্যে বিতরণ করা হয়।এখন থেকে রেশনের চাল ও গমের দাম হবে এই দুটি পণ্যের অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিকেজি রেশনের চালের দাম হবে পড়বে ১১ টাকা এবং আটার কেজি হবে ১২ টাকা।
নতুন মূল্য কবে থেকে কার্যকর? চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০% হারে পরিশোধ করতে হবে। সরকার মূলত ভর্তুকী কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।অর্থ বিভাগ হতে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে এবং চাল ও গমের পুনঃনির্ধারিত এ হার ১ জুলাই, ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।
চালের দাম ১ টাকা দিলে চিনি ও তেলের দাম কত দিতে হয়? সরকারি সংস্থাভেদে চার সদস্যের একটি পরিবার প্রতিমাসে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকা দরে ৩৫ কেজি চাল ও ৩০ কেজি করে আটা পেয়ে থাকে। এছাড়া, প্রায় ৩ টাকা কেজি দরে ৫ কেজি চিনি, ১.২০ টাকা দরে ৮ কেজি মসুর ডাল এবং ২.৩০ টাকা দরে ৮ লিটার সয়াবিন তেল পায়। বাংলাদেশ পুলিশের সদস্যরা বর্তমানে ১.২০ টাকা কেজি দরে চাল ও আটা পাচ্ছেন।
রেশন সুবিধা কখন চালু হয়/এ এইচ এম এরশাদ ক্ষমতায় থাকাকালে ১৯৮২-৮৩ সময়ে সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রথমবারের মতো রেশন সুবিধা চালু করে বাংলাদেশ।
রেশন সুবিধা সন্তানদের ক্ষেত্রে ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলঙ্গ সন্তান আজীবন এ সুবিধা প্রাপ্য হবে।
Caption: mof.gov.bd
সরকার বিশেষ জরুরি হিসেবে প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠান । যে সব প্রতিষ্ঠানে চাকরি করলে রেশন সুবিধা পাওয়া যায়
- স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)
- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)
- সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান)
- বাংলাদেশ পুলিশ
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর
- দুর্নীতি দমন কমিশন
- কারা অধিদপ্তর
- বেসামরিক প্রতিরক্ষা এবং অগ্নিনির্বাপন অধিদপ্তর এবং
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
এক পরিবার কত টুকু রেশন পায়?
বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত পরিবারের মোট ০২ (দুই) জন সদস্যকে সরকার কর্তৃক ভর্তুকিতে নির্ধারিত হারে ও শর্তে রেশন রেশন পেয়ে থাকে। যেমন-চাল সিদ্ধ/আতপ-২০ কেজি, আটা-২০ কেজি, চিনি-০২ কেজি, ভোজ্য তেল-৪.৫ লিটার এবং ডাল ০২ কেজি পেয়ে থাকেন। শায়েস্তা খানের আমলের মূল্যে এসব পন্য রেশন হিসেবে সংগৃহীত হয়ে থাকে।
https://bdservicerules.info/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%86%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/
Pingback: Police Ration in Bangladesh । পুলিশ সদস্যদের রেশন তালিকা দেখুন - Tricksboss