জিপিএফ ব্যালেন্স চেক– অনলাইনে আপনার জিপিএফ ব্যালেন্স চেক (cafopfm gov bd GPF balance check bd 2024) করতে পারেন। বর্তমানে অনলাইনেই জিপিএফ চেক করা যায়, এজন শুধুমাত্র আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন থেকেই প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ব্যালেন্স চেক করতে পারেন। অনলাইনে সাধারণ প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ হিসাব দেখার নিয়ম নিজেই আজ বিস্তারিত আলোচনা করবো। আশা করি আলোচনাটি আপনার কাজে আসবে।

পূর্বে জিপিএফ তথ্য জানার জন্য আর্থিক বছর শেষে অর্থাৎ জুলাই মাসে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জিপিএফ একাউন্ট স্লিপ সংগ্রহ করতে হতো এবং এ স্লিপ সংগ্রহ করতে উৎকোচ গুণতে হতো। যা বর্তমানে অনেক সহজ হয়ে গেছে এবং বিনামূল্যেই সংগ্রহ করা যায়। অনলাইনেই আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স এবং মুনাফা জানতে পারছেন এক ক্লিকের মাধ্যমেই। সরকারি চাকরীজীবিদের বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা বন্টনের জন্য ইএফটি পদ্ধতিটি আইবাস++ এর মাধ্যমে চালু করার পর জিপিএফ হিসাব পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে আনা হয়। তাই এখন থেকে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখা জিপিএফ ফান্ডের হিসাব নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করবে। হিসাবরক্ষণ বিভাগের এ শাখাটি শুধুমাত্র পেনশন এবং জিপিএফ নিয়েই কাজ করবে। এড্রেস হল: www.cafopfm.gov.bd

প্রথমেই জেনে নেই যে, অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে যা লাগবেGPF balance check online– অনলাইনে জিপিএফ হিসাব বের করার নিয়ম খুবই সহজ একটি প্রক্রিয়া যা আপনি নিজেই সহস করে চেষ্টা করতে পারেন। অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে নিচে উল্লেখিত জিনিসগুলো লাগবে।

  • একটি স্মার্টফোন/ কম্পিউটার/ ট্যাব (ইন্টারনেট ব্রাউজ করা যায় এমন যে কোন ডিভাইজ)
  • ইন্টারনেট (ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই)
  • NID / SMART NID Card নম্বর (পে ফিক্সেশন করার সময় যেটি ইএফটি করার জন্য ব্যবহার করেছেন)
  • মোবাইল নম্বর (ইএফটি বা পে ফিক্সেশনে যেটি ব্যবহার করেছেন)

www.cafopfm.gov.bd । অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২৪

জিপিএফ হিসাব দেখার জন্য ইন্টারনেট কানেকশন আছে এমন কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ভিজিট করুন- www.cafopfm.gov.bd> GPF Information এ ক্লিক করুন এবং আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। সবশেষে OTP কোড ভেরিফিকেশন করার পর জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন। বিস্তারিতনির্দেশনা নিচে দেখানো হল। চিত্র দেখেও বুঝতে পারবেন।

জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড

Caption: GPF Balance shet download / জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড

www cafopfm gov bd । জিপিএফ স্লিপ বের করার নিয়ম ২০২৪ । অফিসের ডিডিও আইডি হতেও জানতে পারবেন

  1. কম্পিউটার বা মোবাইলের Firefox বা Google Chrome ব্রাউজার থেকে www.cafopfm.gov.bd লিখে ভিজিট করুন। উপরের চিহ্নে উল্লিখিত GPF Information (জিপিএফ ইনফর্মেশন) অপশন থেকে Click Here বাটনে ক্লিক করুন।
  2. আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/ Smart ID নম্বর) দিন। তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন। Fiscal Year অপশন থেকে যে অর্থবছরের হিসাব দেখতে চান তা সিলেক্ট করেন। এবার Submit বাটনে ক্লিক করুন।
  3. Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। ওটিপি কোডটি হচ্ছে ভেরিফিকেশন নম্বর জিপিএফ যেহেতু খুবই গোপনীয় বিষয় তাই আপনার মোবাইলে ওটিপি পাঠিয়ে যাচাই করা হয়। ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন। পরের পেইজে আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল জিপিএফ তথ্য দেখতে পাবেন। তার নিচে একটি ছকে Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance দেখতে পাবেন।
  4. আপনি চাইলে, উপরের ডান পাশের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয় না। তবে চাইলে আপনি এটি Save as PDF ক্লিক করে সেইভ করে কম্পিউটার বা মোবাইলে রেখে দিতে পারেন।

জিপিএফ হিসাব ঠিক আছে কিনা তা চেক করার উপায় কি?

জিপিএফ হিসাব ক্যালকুলেটর- www.bangladesh.gov.bd/gpf- জিপিএফ হিসাব ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ভবিষ্য তহবিল বা জিপিএফ এর বছরের শুরুর স্থিতি ও মাসিক কর্তনের পরিমাণ দিয়ে বছরান্তে স্থিতি জানতে পারবেন। এজন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করতে হবে- জিপিএফ ক্যালকুলেটর।যদি আপনার জিপিএফ এ ১৫ লক্ষ টাকার বেশি অর্থ জমা থাকে তবে এ ক্যালকুলেটর ব্যবহার করে ফলাফল পাবেন না।

১২ মাস কি একই হারে কর্তন করেছেন? জিপিএফ ক্যালকুলেটর ঠিক তখনই কাজ করবে যদি আপনার জিপিএফ কর্তন গুলো ১২ মাস জুড়ে কর্তন হয়। যদি একটি মাসে দুটি বেতন হয় সে ক্ষেত্রে এ ক্যালকুলেট কাজ করবে না। অথবা আপনি মাসগুলোর তথ্য ভিন্ন ভিন্ন ভাবে লিখে দিলেও হবে। GPF Calculation by Online – সাধারণ ভবিষ্য তহবিল -এক ক্লিকেই তহবিলের হিসাব – GPF calculation লিংকটিতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি জিপিএফ ক্যালকুলেটর ব্যবহার করবেন। আয়কর হিসাবের মত জিপিএফ সুদ হিসাব । স্ল্যাবভিত্তিক জিপিএফ হিসাব দেখুন

১টি এভারেজ হিসাব করার উপায় কি?

জিপিএফ হিসাব করার পূর্বে আপনি প্রথমে আইবাস++ হতে ডিডিও আইডি ব্যবহার করে জিপিএফ সাব লেজার বের করে নিন। যদি তা না পারেন, তবে আপনি সিম্পল একটি হিসাব কষে দেখতে পারেন। প্রারম্ভিক জেরকে ১৩% ধরে সরল সুদ বের করুন। প্রতিমাসে জমার পরিমাণকে ০.৮৪৫ দিয়ে গুন করে ১৩% ক্রমহ্রাসমান জের (যেমন- মাসিক কিস্তি ৩০০০*০.৮৪৫) পদ্ধতিতে মুনাফা বের করে যোগ করুন।  সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই।

https://ibas2.xyz/gpf-balance-check-bd-2022-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2/