How to Check Budget form ibas++ – নতুন বরাদ্দ আপনার দপ্তরের আসছে কিনা তা চেক করুন – আপনার বাজেটে ইমেই কপি বা বাজেট চিঠি আসার আগেই আপনি অনলাইনে বাজেট চেক করতে পারেন। এজন্য আইবাস++ এ গিয়ে Accounting মডিউলের রিপোর্ট অপশনে যেতে হবে। তবে বাজেট এক্সিকিউশন মেন্যু হতেও বাজেট চেক করা যায়।

ibas++ এ ডিডিও আইডি থেকে একাউন্টিং মডিউলে ঢুকে আপনি খুব সহজেই বাজেট বরাদ্দ চেক করতে পারেন। বাজেট ছাড়াই মাইনাস বা নেগেটিভ দেখিয়ে গত মাসের বেতন বিল পরিশোধ করা হয়েছে। প্রতি বছর জুন মাসের বেতন এভাবে পরিশোধ করা হয়। জুন মাসের বেতন বিল সাধারণত পরবর্তী অর্থ বছরের বাজেট হতে পরিশোধ করা হয়। ibas++ Budget Check 2023 । নতুন বাজেট পেয়েছেন কিনা তা চেক করার নিয়ম

গেজেটেড কর্মকর্তা বা কর্মচারীগণের বেতন বিল অনলাইনে সেইভ বা দাখিল করা যাচ্ছে না। বাজেট বরাদ্দ না থাকলে জুলাই মাসের বেতন বিল দাখিল করা যাবে না। পূর্বের মাসের বেতন বাজেট নেগেটিভ দেখিয়ে আইবাস++ বিল দিয়ে কিন্তু এ মাসে যেহেতু বাজেট বরাদ্দ দেয়া হয়েছে তাই বাজেট বরাদ্দ বিতরণ না হওয়া পর্যন্ত বিল সাবমিট করা যাবে না।

নতুন বাজেট কি প্রত্যেক দপ্তরে চলে গেছে? / আমার দপ্তর বাজেট বরাদ্দ পেয়েছেন কিনা কিভাবে চেক করবো?

আইবাস++ ডিডিও আইডি হতে বাজেট বরাদ্দ কপি বের করা যায়। এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে সে তথ্যও দেখা যায়। বাজেট ঢোকার সাথে সাথেই জুন মাসের বেতন ভাতাদি বিয়োগ হয়ে গিয়েছে।

ibas++ budget check । নতুন বাজেট আসছে কিনা তা অনলাইনে চেক করুন

Caption: Check your budget from ibas++ / New Budget can be checked from ibas++

How to check New budget from ibas++

  1. Login to ibas++ by DDO user ID and Password
  2. Click Accounting or Budget Execution
  3. Click Report
  4. Click Progress Report (Budget vs Actual Accounting)
  5. Click Gerneral Activity
  6. Select Fiscal year and other steps
  7. Select Field office
  8. Click Run Report
  9. done

পূর্বের মাসের বেতন বিল কি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট হতে বিয়োগ হবে?

হ্যাঁ – জুন মাসের বেতন ভাতাদি পরবর্তী বাজেট ২০২৪-২৫ হতে পরিশোধ হবে। আপনি আইবাস++ হতে বাজেট শিট ডাউনলোড করে দেখুন আপনার পর্যাপ্ত বাজেট নাই। শ্রান্তি ও বিনোদন খাতে বাজেট না থাকলেও কি বিল হবে? না, হবে না। এখানে বাজেট লাগবে না। কিন্তু জুলাই মাসের বেতন বিল দাখিল করতে হলে অবশ্যই বাজেট বরাদ্দ থাকতে হবে। ইতোমধ্যে বাজেট বিতরণ সম্পন্ন হয়েছে। আপনি আপনার অফিসের আইবাস++ ডিডিও আইডি’র মাধ্যমে তা চেক করে দেখতে পারেন। Govt Employee Pay bill by Negative Budget । বাজেট ছাড়া জুলাই মাসে বেতন পেলেন কিভাবে?

https://technicalalamin.com/ibas-budget-check-2022-%E0%A5%A4-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BF/