HSC Govt. Scholarship Quota 2023 । এইচ.এসসি বৃত্তির কোটা বন্টন করা হয়েছে - Technical Alamin
শিক্ষা ও উপবৃত্তি ২০২৫

HSC Govt. Scholarship Quota 2023 । এইচ.এসসি বৃত্তির কোটা বন্টন করা হয়েছে

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদান করা হয় – HSC Govt. Scholarship Quota 2023

HSC Scholarship –The Higher Secondary Certificate (HSC) scholarship is a type of financial aid that is awarded to students who have achieved outstanding academic performance in their HSC exams. The scholarship is designed to help these students continue their education at the college or university level. The HSC scholarship program is typically administered by the government or other educational institutions. The eligibility criteria and the amount of scholarship money may vary depending on the specific program and the funding organization. In some cases, the scholarship may cover the full cost of tuition and other expenses, while in others, it may cover only a portion of the expenses.

To qualify for an HSC scholarship, students typically need to have achieved a certain minimum grade point average (GPA) or rank in their class. They may also need to demonstrate financial need or meet other criteria set by the scholarship program. If you are interested in applying for an HSC scholarship, you should research the specific programs that are available in your area and contact the organizations or institutions that offer them. You may need to submit an application, transcripts, and other documentation to be considered for the scholarship.

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫- ১১২, তারিখ : ০৪/০২/২০১৬ মোতাবেক ৯টি শিক্ষবোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হয়েছে।

এইচ.এসসি ফলাফলের ভিত্তিতে দু ধরনের বৃত্তি প্রদান করা হয় । একটি মেধা কোটায় এবং অন্যটি সাধারণ কোটায়

বরাবরের মতে এ বছরও ঢাকা বোর্ডে সর্বোচ্চ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্ত হয়েছে যথাক্রমে ৪৩৪ এবং ২৭৯৮ জন।

Caption: Check Full order PDF Download

এইচ.এস.সি মেধা কোটা বৃত্তি ২০২৩ । মেধা বৃত্তি বন্টন বিবরণী যেমন হবে

  1. ঢাকা – ৪৩৪
  2. ময়মনসিংহ- ৫০
  3. রাজশাহী- ১৫২
  4. কুমিল্লা-১০৪
  5. সিলেট- ৩৪
  6. বরিশাল-৫১
  7. যশোর-১৩০
  8. চট্টগ্রাম-৮৮
  9. দিনাজপুর-৮২

মাসিক ও এককালীন কত টাকা বৃত্তি দেওয়া হয়?

মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ (আটশত পঁচিশ)টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ১৮০০ (এক হাজার আটশত) টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ (তিনশত পঁচাত্তর) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়। ইতোমধ্যে বাজেট বরাদ্দ সরবরাহ করা হয়েছে। এই বৃত্তির ব্যয় চলতি (২০১২-২০২৩) অর্থ বছরের রাজস্ব বাজেটের ৩৮২১১১৭ কোড হতে বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *