GPF Deposit By Challan –আইবাস++ এ বেতন ভাতাদি হওয়ার কারণে জিপিএফ কর্তন সফটওয়্যারজনিত নানা কারণে না হয়ে থাকলে জিপিএফ এ সেটি জমা দেখাবে না। অথবা অফিস কোন কারণে দেখেনি যে, জিপিএফ চাঁদা কর্তন হয়নি এবং আপনি অধিক বেতন গ্রহণ করেছেন। এখন উপায় কি? এবং এই জিপিএফ চালানের মাধ্যমে জমা দেয়া যাবে কিনা সেটিই জানবো।

হিসাবরক্ষণ অফিসারের আইডি হতে GPF Deposit By Challan-এই মেন্যুতে কোন কর্মকর্তা/ কর্মচারী ডেপুটেশনে থাকলে NID দিয়ে GO বাটনে ক্লিক করলে Fiscal year ও month দিয়ে check করলে deposit type, Bank Namee, Branch name, Challan date, Challan no দিয়ে verify করা হয়। Verified Deposition ও Verified challan Amount দিয়ে save করতে হয়।

যদি আপনার জিপিএফ জমা কর্তন বা অগ্রিমের কিস্তি চালানের মাধ্যমে জমা দিয়ে খুব সহজেই জিপিএফ জমা আইবাস++ এর মাধ্যমে যোগ করতে পারেন। জিপিএফ জমা কর্তন যেহেতু বাধ্যতামূলক তাই কোন ভাবেই জিপিএফ কর্তন বাদ রাখা যাবে না।

GPF Deposit By Challan / GPF Installment Deposit by Challan Form to Bank

DDO আইডি হতে চালানের মাধ্যমে জমাকৃত জিপিএফ চাঁদা আইবাস++ এ জমা করা যাবে? না। এটি কেবলমাত্র হিসাবরক্ষণ কর্মকর্তার আইবাস++ আইডি হতে করা যাবে।

ibas++: জিপিএফ অটো কর্তন না হয়ে থাকলে করণীয় ২০২২

Caption: Login to ibas++>Click GPF Deposite by Challan> Select Fiscal Year and Month>Click Check

How to input GPF Manually to ibas++ by Accounts officer

  1. Login to ibas++
  2. Click GPF Management
  3. Click GPF Deposite by Challan
  4. Input NID Number
  5. Select Fiscal Year and Missing month
  6. Click Check
  7. Auto Challan verify online by ibas++
  8. Click Save
  9. done

জিপিএফ কোন মাসে জমা না দিলে কি কোন সমস্যা আছে?

অবশ্যই সমস্যা আছে – সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ অনুসারে কোন কর্মচারীর দুই বছর পূর্ণ হলে নিরবিচ্ছিন্ন ভাবে জিপিএফ তহবিলে মূল বেতনের ন্যূনতম ৫% অর্থ কর্তন করতে হবে। কোন ভাবেই এই জিপিএফ চাঁদা কর্তন বাদ দেওয়া যাবে না। তাছাড়া জিপিএফ অগ্রিম নিলেও সেটি বাদ দেয়া যাবে না। আইবাস++ যেহেতু জিপিএফ অটো কর্তন করে এবং কর্তন শুরুর তারিখ হতে জিপিএফ কর্তনের সংখ্যা হিসাব রাখে তাই কোন কর্তন বাদ পড়লে সেটি আর জমা হয় না তাই এটি বিধি বিরুদ্ধ। তাছাড়া আপনার জিপিএফ অর্থ কম জমা হলে আপনি নিজেই মুনাফা কম পাবেন এবং বিনিয়োগ থেকে বঞ্চিত হবেন।

https://technicalalamin.com/gpf-check-by-new-way-%e0%a5%a4-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/