আয়কর রিটার্ন ফরম ২০২৪-২০২৫ pdf – আয়কর রিটার্ণ ফর্ম আপনি অনলাইন হতে সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারেন। চাইলে কর অঞ্চলের অফিসে গিয়েই প্রিন্ট করা ফরম সংগ্রহ করে নিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ণ ফর্ম অফিসের নিচে ফটোকপির দোকানে দেয়া থাকে আপনি সেট ১০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন। অনলাইনে দাখিল করুন জিরো রিটার্ণ – Zero Return Submission

আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ ফরম কি নতুন এসেছে? না। পুরাতন আয়কর রিটার্ণ ফর্ম ২০১৬ এখনও প্রচলিত আছে এবং এটি ব্যবহার করে এ বছরও ব্যক্তি আয়কর দাখিল করা যাবে। আমি টিন সার্টিফিকেট খুলে সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু কর‍যোগ্য আয় নাই। ২ বছর হয়ে গেছে বা এ বছরই হয়তো সঞ্চয়পত্র কিনেছেন যদি রিটার্ণ দাখিল না করেন তবে ১লা জুলাই ২০২২ এর পর রিটার্ণ দাখিল না করলে আর নতুন করে সঞ্চয়পত্র কিনতে পারবেন না। এনবিআর ওয়েবসাইট হতেও রিটার্ণ ফর্ম সংগ্রহ করতে পারেন: আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf

সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফরম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফরম সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট www.nbr.gov.bd থেকেও রিটার্ন ফরম Download করা যাবে। রিটার্নের ফটোকপিও গ্রহনযোগ্য। রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়, রিটার্ন দাখিলের সময়সীমা।

পুরাতন বাংলা ফরমও এ বছর আয়কর রিটার্ণ দাখিল করতে ব্যবহার করা যাবে / বাংলা অর্থ ইংরেজী দুটি ফরম্যাটেই রিটার্ণ দাখিল করা যাবে।

২০২৩-২০২৪ অর্থ বছরের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, একজন পুরুষের বাৎসরিক আয় ৩ লক্ষের বেশি হলে এবং মহিলাদের ক্ষেত্রে তাদের বাৎসরিক আয় সাড়ে ৩ লক্ষের বেশি হলে তাদেরকে সরকারকে কর বা ট্যাক্স প্রদান করতে হবে। যুদ্ধাহত মুক্তিযুদ্ধা, যারা গেজেট ভুক্ত হয়েছেন তাদের আয় যদি বছরে ৪ লক্ষ ৭৫ হাজার টাকার বেশি হয়, তাদেরকেও কর দিতে হবে। রিটার্ণ ফরম পূরণের নির্দেশিকা ২০২৩-২৪ দেখুন

আয়কর রিটার্ণ ফরম ২০২২-২৩

Caption: আয়কর রিটার্ন ফরম ১১ (গ) (বাংলা)

Income Tax Return Form 2024-25 PDF or Word File । বিভিন্ন প্রকার রিটার্ণ ফরম ২০২৪

এক পাতার রিটার্ণ ফর্ম নাই?

আজ আমরা উদাহরণের সাহায্যে ১ পৃষ্ঠার রিটার্ণ ফরম দাখিল করা শিখবো এবং এটি কাদের জন্য প্রযোজ্য সেটিও জানবো। জনাব ফজলুর রহমানের আয়কর হিসেব করে তার রিটার্ন ফরমটি পূরণ করেছি। তার স্ত্রী সেলিনা রহমান গৃহিনী। আমরা ফজলুর রহমানের রিটার্নে দেখেছিলাম তিনি স্ত্রীকে ৩,০০,০০০/- টাকা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য গিফ্ট করেছেন । সেলিনা রহমানের মোট পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, এর মধ্যে দুই লক্ষ টাকা পূর্বে কেনা ছিলো ও গত করবর্ষে স্বামীর নিকট থেকে তিন লক্ষ টাকা গিফ্ট হিসেবে নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। আয়কর রিটার্ণ দাখিল করুন ০১ পৃষ্ঠার আয়কর রিটার্ন ফরমে!