Income Tax Nirdeshika 2022-23 আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩, ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২২-২০২৩, আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ pdf, আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩, আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ pdf, আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা pdf, আয়করের হার আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩

Income Tax Nirdeshika 2022-23 । আয়কর নির্দেশিকা দেখে আয়কর ফাইল প্রস্তুত করুন

টিআইএনধারীদের আয়কর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে – Income Tax Nirdeshika 2022-23 । নতুন আয়কর নির্দেশিকা অনুসরণ করে ২০২২-২৩ আয়কারীগণ ২০২৩-২৪ কর বর্ষের জন্য রিটার্ণ প্রস্তুত করবেন – রিটার্ণধারীরা একবার হলেও পড়ুন।

Income Tax Nirdeshika 2022– The term income tax refers to a type of tax that governments impose on income generated by businesses and individuals within their jurisdiction. Now every TIN holder is required to submit income tax return for the year 2021-2022.

আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদে তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে ভায়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম এর কাঠামাে আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বাের্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

আয়কর রিটার্ন কারা দাখিল করবেন- কারা আয়কর রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায়, যথা: ক. যাদের করযােগ্য আয় রয়েছে; এবং খ. যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। কোন স্বাভাবিক ব্যক্তি করদাতার (individual) আয় যদি বছরে ৩,০০,০০০ টাকার বেশি হয়।

তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযােদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয়। প্রতিবন্ধী করদাতা ৪,৫০,০০০ টাকার বেশি হয়। যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে – করদাতার মােট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে। আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযােগ্য হয়ে থাকে। ফার্মের অংশীদার হলে। কোম্পানির শেয়ারহােল্ডার পরিচালক বা শেয়ারহােল্ডার কর্মচারী হলে। সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে। কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভােগী কর্মী হলে। কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযােগ্য আয় থাকলে।

সঞ্চয়পত্র ক্রয় করতে রিটার্ণ দাখিল করতে হবে/ বিদ্যুৎ বিল সহ যে কোন ইউটিলিটি বিল দিলেও টিআইএন সার্টিফিকেট লাগবে।

যে সকল ক্ষেত্রে বর্তমানে টিআইএন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে ঠিক সে সকল ক্ষেত্রে আয়কর রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করা হবে।

Income Tax Nirdeshika 2022-23

Caption: Income Tax Nirdeshika 2022-23 । নতুন আয়কর নির্দেশিকা ২০২২

যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে

  1. কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ৫ লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
  2. কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহােল্ডার হতে হলে;
  3. আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে;
  4. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;
  5. সমবায় সমিতির নিবন্ধন পেতে; ৬. সাধারণ বীমার তালিকাভূক্ত সার্ভেয়র হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;
  6. সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বাের্ড এলাকায় ১০ লক্ষাধিক
    টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা আমমােক্তারনামা
    নিবন্ধন করতে ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে;
  7. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট
    একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে
    কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;
  8. The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (LII | of 1974) এর অধীন নিকাহ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;
  9. ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;
  10. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে;
  11. যেকোন এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযােগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি
    কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযােগ প্রাপ্তি এবং বহাল রাখতে;
  12. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোন প্রকারের | ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;
  13. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও
    নবায়নে;
  14. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পােষ্য
    ভর্তিতে;
  15. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বাের্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে;
  16. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;
  17. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;
  18. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খােলায়;
  19. পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
  20. দশ লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখতে;
  21. পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
  22. পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
  23. মটরযান, স্পেসস্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড
    ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করতে  উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রপ্তিতে;
  24. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন
    আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের
    কর্মচারীর ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন প্রাপ্তিতে;
  25. মােবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মােবাইল ফোনের
    হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
  26. অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস,
    জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোন কোম্পানি হতে কোন
    অর্থ প্রাপ্তিতে;
  27. মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভূক্তির মাধ্যমে সরকারের নিকট হতে মাসিক ১৬,০০০ টাকার উর্ধে কোন অর্থ প্রাপ্তিতে;
  28. বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;
  29. দ্বি-চক্র বা ত্রি-চক্র মােটরযান ব্যতীত অন্যান্য মােটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা
    ফিটনেস নবায়নকালে;
  30. এনজিও অ্যাফেয়ার্স ব্যুরােতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি
    হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থায় বিদেশি অনুদান ছাড়ে;
  31. বাংলাদেশে অবস্থিত ভােক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা
    বিক্রয়ে;
  32. কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration
    Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ
    লাভের আবেদনের ক্ষেত্রে;
  33. পণ্য সবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার উকুমেন্টস্
    দাখিল কালে;
  34. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশে বিল অব এন্ট্রি দাখিল কালে;
  35. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন
    কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমােদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিল কালে।

রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়?

অনলাইন হতেই রিটার্ণ ফর্ম দাখিল করা যায় – সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফরম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফরম সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বাের্ডের ওয়েব সাইট https://nbr.gov.bd/form/income-tax/eng থেকেও রিটার্ন ফরম download করা যাবে। রিটার্নের ফটোকপিও গ্রহণযােগ্য।

Income Tax Nirdeshika 2022-23 । নতুন আয়কর নির্দেশিকা ২০২২: ডাউনলোড

7 comments

  1. Tax Zone, চাকুরীর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাই, কিভাবে করব?

  2. মোবাইলে কোন এ্যাপ আছে কিনা যার মাধ্যমে ঘরে বসেই আয়কর দেওয়ার সুযোগ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *