MBBS Result check 2024 । মেডিকেল কলেজে চান্স পেয়েছেন কিনা চেক করবেন যেভাবে - Technical Alamin
Latest News

MBBS Result check 2024 । মেডিকেল কলেজে চান্স পেয়েছেন কিনা চেক করবেন যেভাবে

মেডিকেল পরীক্ষার্থীর অর্ধেক পাশ করেছে এবং অবশিষ্ট অর্ধেক ফেল করেছে- পাশকৃতদের মধ্য হতে প্রায় ১১০০০ জন ভর্তি হতে পারবে- MBBS Result check 2024

এমবিবিএস পরীক্ষার রেজাল্ট দিবে কবে?– এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯,৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮২%। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় কত শতাংশ পাশ করেছে? ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় ৯৮% শিক্ষার্থী উপস্থিত থেকে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫,৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬,২৯৫টি আসন আছে।

এমবিবিএস পরীক্ষার্থীর মোবাইলে কি ফলাফল অটো আসে? হ্যাঁ। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এ সংক্রান্ত ওয়েবসাইটে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

Medical admission 2024 । Medical admission Result out already and check Now 

MBBS Admission Result Link: result.dghs.gov.bd/mbbs using their roll numbers.

Caption: https://result.dghs.gov.bd/mbbs

Medical Exam Result 2024 । মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

  1. প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার হতে result.dghs.gov.bd লিংক ভিজিট করুন।
  2. আপনার প্রবেশপত্রের রোল নম্বর এন্ট্রি করুন।
  3. Result Click করুন ফলাফল দেখতে পারবেন।
  4. ফলাফলে রোল নম্বর, নাম, টেস্ট স্কোর, মেরিট পজিশন এবং মেডিকেল কলেজের নাম আসবে।

এমবিবিএস ভর্তি রেজাল্ট মেসেজ দিয়ে কি রেজাল্ট দেখা যায়?

হ্যাঁ। Go to your mobile’s message option and type: DGHS <SPACE> RSC <SPACE> ROLL NO Send it to 16222 For example: DGHS RSC 102030 After sending, you’ll receive another SMS for confirmation. Reply with: DGHS <SPACE> RSC <SPACE> YES <SPACE> PIN Send it to 16222 For example: DGHS RSC YES 3699

https://reportbd.net/mbbs-admission-result/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *