Integrated Budget and Accounting System
Integrated Budget and Accounting System in Bangladesh – ibas++
ibas finance gov bd ibas2 integrated budget accounting system – সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (আইবাস++), বাজেট প্রণয়ন মডিউল। আইবাস++ ব্যবহার নির্দেশিকা। সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও Developed.
ibas++ (Integrated Budget and Accounting System) হচ্ছে বাংলাদেশ সরকারের বাজেট এবং হিসাবরক্ষণ ব্যবস্থা। এটি একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার, যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পুন: উপযোজন, অনলাইনে বেতন বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে অর্থ প্রদান, রাজস্ব জমার হিসাবরক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয়-ইত্যাদি আর্থিক কর্মকান্ড সম্পন্ন করা যায়।
Primarily ibas++ was being used for only government officer’s pay bill submittion in 2016. After that Gradually it starts to budgetary process and staff’s pay bill, festival bill and others bill is being submitted to accounts office. In future Forward based Estimated পদ্ধতির মাধ্যমে বাজেট প্রণয়ণের সুবিধাও আইবাস++ এ অচিরেই যুক্ত করা যাবে।
ibas++ General Ledger / Budget implementation
Budget Re-distribution by ibas++ / Cash management system is central controlled by ibas++
Caption: Ministry Expense Ceiling / Determine target of Ministry by ibas++
Key Features of Integrated Budget and Accounting System
- ভূমিকা-Introduction
- আইবাস++ এর সংক্ষিপ্ত পরিচিতি
- আইবাস++ এ প্রবেশের নিয়ম
- হোম স্ক্রিনের আইকন পরিচিতি
- বাজেট পরিপত্র -১ (BC 1) এন্ট্রি
- সরকারের সামগ্রিক বাজেট সীমা (Total Budget Limit) এন্ট্রি
- মন্ত্রণালয় ভিত্তিক লক্ষ্যমাত্রা ও ব্যয়সীমা (Ministry Ceiling) এন্ট্রি
- মন্ত্রণালয়/বিভাগ ভিত্তিক লক্ষ্যমাত্রা ও ব্যয়সীমা (Finalise Ministry Ceiling) এন্ট্রি
- অধিদপ্তর/পরিদপ্তরের রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্র (Department Target) এন্ট্রি
- অধিদপ্তর/পরিদপ্তরের রাজস্ব প্রাপ্তির লক্ষমাত্রা চূড়ান্তকরণ (Finalise Department Target)
- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়সীমা চূড়ান্তকরণ (Finalise Agency Ceiling)
- উন্নয়ন ব্যয় সীমা (Non Dev Ceiling)
- মন্ত্রণালয় কর্তৃক উন্নয়ন অধিদপ্তরের এন্ট্রি উন্মুক্তকরা।
is There facility to submit staff’s pay bill?
Yes, Staff pay bill will be submitted by DDO. আইবাস++ এ থাকবে কর্মচারিদের ডাটাবেজ, যার ভিত্তিতে বেতন বিল স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে এবং কর্মকর্তা ও ডিডিওগণ তা অনলাইনে দাখিল করতে পারবেন। ভ্রমণ ভাতা বিলসহ অন্যান্য বিলও অনলাইনে দাখিল করা যাবে। এছাড়া পেনশনভোগীদের একটি ডাটাবেইজও সিস্টেমে থাকবে যার ফলে স্বয়ংক্রিয়ভাব ইএফটির মাধ্যমে পেনশন প্রদান সম্ভব হবে। আইবাস++ এ সরবরাহকারীদের ডাটাবেজ সংরক্ষণ করা হেব, যার ভিত্তিতে তাদেরকেও ইএফটির আওতায় আনা সম্ভব হবে।
বাজেট প্রনয়ণ মডিউল আইবাস++: ডাউনলোড