২০২৫-২৬ শিক্ষাবর্ষ: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু, পরীক্ষা ১২ ডিসেম্বর - Technical Alamin
Latest News

২০২৫-২৬ শিক্ষাবর্ষ: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু, পরীক্ষা ১২ ডিসেম্বর

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) প্রণীত নতুন জাতীয় নীতিমালার অধীনে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, যেখানে নীতিমালায় কিছু সংশোধনীও আনা হয়েছে।

আবেদনের সময়সূচি ও পরীক্ষা:

  • আবেদন শুরু: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট
  • ফি জমা দেওয়ার শেষ সময়: ২২ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট
  • ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ১২ ডিসেম্বর

শিক্ষাগত যোগ্যতা ও মানদণ্ড:

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীদের নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:

  • নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • উত্তীর্ণের বছর: প্রার্থীকে ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি/’এ’ লেভেল/সমমান এবং ২০২২ সালের পূর্বে নয় এমন বছর (যেমন: ২০২২, ২০২৩, ২০২৪) এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সর্বমোট জিপিএ: এসএসসি/ ও’ লেভেল/সমমান এবং এইচএসসি /’এ’ লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ পয়েন্ট হতে হবে।
  • একক জিপিএ: এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্ট এর কম থাকলে আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
  • জীববিজ্ঞান: এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ পয়েন্ট না থাকলে আবেদন করা যাবে না।

ভর্তি পরীক্ষার মানবন্টন ও পাস নম্বর:

লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের ভিত্তিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী প্রণীত হবে।

  • বিষয়ভিত্তিক নম্বর:
    • জীববিজ্ঞান: ৩০
    • রসায়ন: ২৫
    • পদার্থবিজ্ঞান: ১৫
    • ইংরেজি: ১৫
    • সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন: ১৫
  • পাস নম্বর: লিখিত ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের নিচে প্রাপ্ত কোনো পরীক্ষার্থীই ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

ভর্তি সংক্রান্ত নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয় প্রণীত “শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩” সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য থাকবে।

MBBS Admission Circular 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *