New Grading System SSC 2026

New Grading System SSC 2026 । এসএসসি কারিকুলামে নতুন গ্রেডিং সিস্টেম দেখুন

সরকার গ্রেডিং পদ্ধতি ও শিক্ষা কারিকুলামে পরিবর্তন এনেছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করছে- আধুনিক সময়ের সাথে তাল মেলাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে– New Grading System SSC 2026

গ্রেডিং কি থাকছে না? না। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় জিপিএ বা অন্য কোনো গ্রেডিং থাকছে না। এমনকি ‘ত্রিভুজ’, ‘বৃত্ত’ বা ‘চতুর্ভুজ’ দিয়েও মূল্যায়ন করা হবে না। শুধু বিষয়ভিত্তিক পারফরম্যান্স ইনডিকেটর দেওয়া হবে। আর প্রত্যেক বিষয় মূল্যায়নে ৭টি পর্যায় বা স্কেল দেওয়া হবে। তবে সব বিষয়ের স্কেল মিলিয়ে তা সমন্বিতভাবে প্রকাশ করা হবে না। মূল্যায়নে কোনো নম্বর থাকবে না।

বাংলায় নামকরণ হবে? হ্যাঁ। চূড়ান্ত মূল্যায়নের এ পর্যায়গুলো হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। সবচেয়ে যে ভালো করবে সে ‘অনন্য’ পাবে। এভাবে অন্য পর্যায়গুলো দিয়ে মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা একাডেমিক রিপোর্ট কার্ড পাবে। মূল্যায়ন রূপরেখায় প্রতিবছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রথম নতুন শিক্ষাক্রমের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন কারিকুলামে কি কি শেখানো হবে? শিক্ষাক্রমের দশটি মূল যোগ্যতা অর্জনে যথাযথ পরিকল্পনা প্রণয়নের জন্য শিক্ষার্থীদের শিখনের দশটি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্র, পূর্বে নির্ধারিত নীতি, মূল্যবোধ, মূল যোগ্যতা ও দক্ষতা, পরিস্থিতি বিশ্লেষণমূলক গবেষণায় প্রাপ্ত ফলাফল এবং জাতীয় পর্যালোচনাসমূহের ভিত্তিতে গুরুত্বপূর্ণ শিখন- বিষয়গুলো বিবেচনায় এনে শিখন-ক্ষেত্র নির্বাচন করা হয়েছে। এই নির্বাচনের সময় স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চাহিদা ও প্রেক্ষাপট যেমন বিবেচনা করা হয়েছে, একই সঙ্গে বিবেচনা করা হয়েছে একাডেমিক অগ্রাধিকার এবং উচ্চশিক্ষা ও কর্মজগতের বর্তমান ও ভবিষ্যত পরিপ্রেক্ষিত। যোগ্যতাগুলো অর্জনকল্পে শিক্ষাক্রমে যেসকল শিখন-ক্ষেত্র নির্বাচন করা হয়েছে, সেগুলো হলো ভাষা ও যোগাযোগ (Language & Communication), গণিত ও যুক্তি (Mathematics & Reasoning), বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology), ভিজিটাল প্রযুক্তি (Digital Technology), পরিবেশ ও জলবায়ু (Environment & Climate), সমাজ ও বিশ্বনাগরিকত্ব (Society & Global Citizenship) জীবন ও জীবিকা (Life & Livelihood), ধর্ম, মূল্যবোধ ও নৈতিকতা (Religion, Values & Morality), শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা (Physical & Mental Health and Protection) ১০. শিল্প ও সংস্কৃতি (Arts & Culture)।

New Grading System SSC 2026 । সরকার এসএসসি কারিকুলামে নতুন গ্রেডিং সিস্টেম চালু করছে

New Grading System SSC 2026 । এসএসসিতে কারিকুলামে নতুন গ্রেডিং সিস্টেম দেখুন

Caption: Details here

এসএসসি মেধা পারদর্শিতার স্তর ২০২৬ । পারদর্শিতার স্তর নির্ধারণের শর্ত যেভাবে নির্ধারিত হইবে

  1. অনন্য (Upgrading )- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান = ১০০%
  2. অর্জনমুখী (Achieving)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≥ ৫০%
  3. অগ্রগামী (Advancing)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≤ ২৫%
  4. সক্রিয় (Activating)- পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≥ ০%
  5. অনুসন্ধানী (Exploring) – পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≤ -২৫%
  6. বিকাশমান (Developing) -পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ≥-50%
  7. প্রারম্ভিক (Elementary)-  পারদর্শিতার স্তর নির্ণায়ক মান = – 100%

এইচ.এসসিতে কবে কার্যকর হবে?

নতুন কারিকুলাম ধাপে ধাপে কার্যকর হচ্ছে। শিক্ষার লক্ষ্যগুলো অর্জনের জন্য সুনির্দিষ্টভাবে সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু সিলেবাস ও কারিকুলাম চালু করতে অত সময়ের প্রয়োজন হয় না। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়িত হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষে পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। ২০২৬ শিক্ষাবর্ষে শুধু একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *