ডিডিও আইডি হতে জানা যাবে কোন নির্দিষ্ট কর্মচারীর বেতন বিল বা উৎসব ভাতা ইএফটি হয়েছে কিনা – Check EFT Status from DDO ID – ibas++ EFT Check 2022
Check EFT from ibas++ – ডিডিও আইডি একাউন্টিং মডিউল ব্যবহার করে আপনি খুব সহজেই জেনে নিতে পারেন যে আপনি এ পর্যন্ত চলতি আর্থিক বছরে কত বেতন ভাতা নিয়েছেন। সবগুলো বেতন বিলের টোকেন নম্বর একই সাথে জেনে নিতে পারেন।
গৃহ নির্মাণ ঋণের জন্য টোটেন নম্বর আলাদা ভাবে এখন আর সংরক্ষণ করতে হবে না। আর্থিক বছর সিলেক্ট করে ডিডিও আইডি ব্যবহার করে কর্মচারীদের বেতন বিল সংক্রান্ত তথ্য টোকেন নম্বর, বেতনের পরিমাণ, EFT Status ইত্যাদি তথ্য জানা যাবে।
এ মাসে নির্দিষ্ট কোন কর্মচারীর বেতন ইএফটি হয়েছে কিনা একাউন্টস অফিস বিল পাস করেছে কিনা বা আপনি EFT File Transmitted হয়েছে নাকি EFT Ordered Entered হয়েছে সে তথ্যও জানতে পারবেন। তাছাড়া আপনি যদি শ্রান্তি বিনোদন বিল, ভ্রমণ বিল বা যে কোন বিল গ্রহণ করে থাকেন সে তথ্যও এখানে অন্তর্ভূক্ত থাকে।
চলতি অর্থ বছর বা পূর্ববর্তী অর্থ বছরে আপনি মোট কত টাকা বিল নিয়েছে এ তথ্য এক ক্লিকেই জানা যাবে / এনআইডি ব্যবহার করে বিল সংক্রান্ত তথ্য বের করার নিয়ম ২০২২
You Salary or allowance statement is always ready to deliver from ibas++. You just need to retrive it.
Caption: Get your token report by using NID
How to get Token Status or EFT Status by using NID Number 2022
- Just You have to use DDO ID to get Token Report
- Login to ibas++ using user ID and password
- Click Accounting Module
- Click Reports Menu
- Click Token Reports
- Select Token Search by NID
- Select Fical Year
- Input NID
- Click Run Report
- done
উপরের অপশনগুলো যদি আপনার ডিডিও আইডিতে না থাকে তবে আপনি দেখতে পারবেন না। এক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের সহায়তা নিতে হবে।
কর্মকর্তাদের ইএফটি স্ট্যাটাস কি একইভাবে দেখা যাবে?
কর্মকর্তাদের ক্ষেত্রে ইএফটি স্ট্যাটাস কর্মকর্তাদের আইডিতে ঢুকে INTEGRATED BUDGET AND ACCOUNTING SYSTEM ক্লিক করলে হোম পেইজ দেখাবে সেখানে সমস্ত টোকেন থাকবে এবং টোকেনের বিপরীতে EFT Status দেখাবে।
বিস্তারিত ভিডিওতে দেখুন………