NID Address Transfer bd । দেশের নাগরিকদের ভোটার স্থানান্তরে করনীয় কি জেনে নিন
নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে আমাদের থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে-NID Address Transfer bd
চাকরি পরিবর্তন অথবা স্থায়ী বসবাস পরিবর্তনের ফলে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন পড়ে। NID Address Change করতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে।
এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন ফরম । Applcation form to Transfer Voter Area
আপনার পক্ষে অন্য কেউ আবেদন করতে পারবেন না। নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। তাই প্রতিনিধি নয়, আপনি নিজে যাবেন।
আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:
১) আবেদনকারীর NID ফটোকপি;
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ;
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম;
৪) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট কাউন্সিলরের NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ;
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম;
৪) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট কাউন্সিলরের NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।
বি.দ্র.: ভোটার স্থানান্তর হলে নতুন NID কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন NID কার্ড নিতে চাইলে তাকে পুরাতন NID কার্ড জমা দিয়ে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৩০/- ফি জমা দিয়ে নতুন NID কার্ড এর জন্য আবেদন করে NID কার্ড সংগ্রহ করতে হবে।
এক ভোটার এলাকা থেকে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন : ডাউনলোড
Pingback: NID Card Registration - Technical Alamin
It’s great to see that the Election Commission is taking steps to make the voting process more transparent and accessible for all citizens. However, I do have a question regarding Form-13. What kind of information is required to be filled out on this form? Is it just basic personal information, or are there additional requirements for voters to meet before they can submit the form? It would be helpful to have a clearer understanding of the process so that voters can be better prepared when they head to their local election office to fill out their forms. Thank you for sharing this information with us!