NID Smart Card Status 2024 । আপনার এনআইডি স্মার্ট কার্ড কত নম্বর বক্সে আছে জানেন কি? - Technical Alamin
NID CARD INFO

NID Smart Card Status 2024 । আপনার এনআইডি স্মার্ট কার্ড কত নম্বর বক্সে আছে জানেন কি?

সারা দেশে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ চলছে- আপনার স্মার্ট কার্ড কত নম্বর বক্সে এবং কোন নির্বাচন কমিশন  অফিস থেকে সংগ্রহ করতে হবে তা অনলাইন হতেই জেনে নেয়া যায় – NID Smart Card Status 2024

ভোটার স্লিপ দিয়ে এনআইডি নম্বর কিভাবে পাবো? আপনি অনলাইনে ভোটার হওয়ার রিসিড বা স্লিপ নম্বর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে services.nidw.gov.bd এই লিংকে গিয়ে ইনপুট দিন এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা এন্ট্রি করুন। সাবমিট বাটনে ক্লিক করলে বিভাগ, জেলা ও থানা চাইবে এন্ট্রি করে আপনি মোবাইল নম্বর দিয়ে এগিয়ে যান ক্লিক করলেই মোবাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর চলে আসবে।

মেসেজ দিয়ে স্ট্যাটাস চেক করা যায়? আপনার বাটন মোবাইল অথবা স্মার্ট ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SC>Space<NID নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিতে হবে। SC 19859345659548567 এভাবে লিখে আপনি ১০৫ নম্বরে পাঠিয়ে দিলে যদি উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। আর যদি রেডি থাকে তাহলে “Your Card is ready to deliver” এ রকম লেখা আসবে।

Smart Card চেকিং লিংক কৈ?– স্মার্ট কার্ড এর তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিন। স্মার্ট কার্ড বিতরনের তারিখ ঘোষণা করার পর আপনি অনলাইন থেকে services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে প্রবেশ করে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা এন্ট্রি করে খুব সহজেই বক্স আইডি এবং ক্যাম্প আইডি বের করা যাবে।

স্মার্ট কার্ড নাম্বার জানার উপায় । Nid Smart Card status check দেখুন আপনার স্মার্ট কার্ড কখন পাবেন?

যদি জরুরী ভিত্তিতে আপনার Smart Card প্রয়োজন হয়ে থাকে, আপনি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য নিতে পারেন। অথবা, সরাসরি জাতীয় পরিচয় পত্র অনুবিভাগ, আগারগাঁও, ঢাকাতে যোগাযোগ করে ১০ আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে Smart Card এর জন্য আবেদন করতে হবে।

স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন চলছে আপনার এনআইডি স্মার্ট কার্ড কত নম্বর বক্সে আছে তা জানুন এখান থেকে https://services.nidw.gov.bd/nid-pub/card-status

স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন চলছে আপনার এনআইডি স্মার্ট কার্ড কত নম্বর বক্সে আছে তা জানুন এখান থেকে https://services.nidw.gov.bd/nid-pub/card-status

জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ ২০২৪ । কিভাবে চেক করবেন কি অবস্থায় আছে?

  1. Just google by nidw.gov.bd
  2. Select from 1st Link: Election Commission Bangladesh
  3. Click Menu Smart Card Status from left side of This website
  4. You will be redirected to https://services.nidw.gov.bd/nid-pub/card-status
  5. Fillup the form: স্মার্ট কার্ড স্ট্যাটাস
  6. Input জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর
  7. Input জন্ম তারিখ
  8. Captcha Entry করুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান।
  9. সাবমিট বাটনে ক্লিক করুন।
  10. উপরের চিত্রের মত তথ্য দেখতে পাবেন।
  11. CTRL P দিয়ে প্রিন্ট করে নিন।

রেডি না হলে কি Status Complete দেখাবে না?

স্মার্ট কার্ড রেডি না হলে Status Complete দেখাবে না। এসএমএস করলেও Your card is ready to deliver দেখাবে না। স্মার্ট কার্ড সংগ্রহ করার পূর্বে আপনি চাইলে আপনার ভোটার স্লিপ বা ভোটার নং দিয়ে এনআইডি নম্বর বের করে নিতে পারেন। ভোটার স্লিপ বা ভোটার নং দিয়ে এনআইডি নম্বর বের করার পদ্ধতি অন্য একটি পোস্টে দেখানো হয়েছে। নিচে এ সংক্রান্ত পোস্টের লিংক দেওয়া হল।

https://technicalalamin.com/smart-card-status-checking-system-%E0%A5%A4-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *