E-return income tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ! Click here to submit Return

অনলাইনে কি রিটার্ন দাখিল করা যাচ্ছে? হ্যাঁ। নতুন আয়কর আইন ২০২৩ জারি হওয়ার পর অনলাইন সার্ভার সে মোতাবেক আপডেট করা সম্পন্ন হয়েছে। আজ থেকে অনলাইনে রিটার্ণ ফরম পূরণ এবং দাখিল করা যাচ্ছে। যাদের সম্পদ ৪০ হাজার টাকা নিচে এবং সরকারি কর্মচারী নয় তারা এখন অনলাইনে এক পৃষ্ঠার ফরম পূরণ করে রিটার্ণ দাখিল করতে পারবেন। ধন্যবাদ

অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না।

ই রিটার্ণে বেশ কিছু নতুন ট্যাক্স ভেরিফিকেশন সিস্টেম সংযুক্ত হয়েছে। যে কোনো জায়গা থেকে ঘরে বসেই অনলাইনে রিটার্ন দেওয়া যাবে। ইন্টারনেট দিয়ে অনলাইনে কাজ করবেন। শুধু আপনি, আল্লাহ এবং সার্ভার জানবে। যে সব প্রতিষ্ঠান ibas এ যুক্ত হয়নি তাদের বেতন হতে উৎস কর কাটা দেখাতে পারবেন না। সঞ্চয়পত্র ব্যাংক ইন্টারেস্ট এর উৎস কর অটোমেটিক আসবে। বি আর টি এ vehichle এর উৎস কর আসবে অটোমেটিক আসবে। ই রিটার্ন এ ঢুকে অফলাইন রিটার্ন বানানো যাবে। তারপর সেটা প্রিন্ট দিয়ে জমা দেওয়া যাবে।

সঞ্চয়পত্র উৎসে কর প্রত্যয়পত্রও অটো দেখাবে / বিআরটিএ ও আইবাস++ যুক্ত থাকার কারণে কর্তনকৃত কর অটোমেটিক শো করবে।

উৎস কর আদায়কারী সিস্টেমে আপনার পরিশােধকৃত করের তথ্য কী আছে তা ‘Search’ বাটনে ক্লিক করে জেনে নিতে পারেন।

E return bd । Online tax return 2022-23 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন

Caption: verify return by online system

১ জুলাই ২০২৩ -৩০ জুন ২০২৪ সময়ে যে উৎস কর ও AIT (Advance Income Tax) পরিশােধ করেছেন তা যেভাবে আপডেট করবেন

  1. উৎস কর আপডেটের জন্য বামপাশের ‘verify Source Tax’ মেনুতে ক্লিক করুন।
  2. আপনার উৎস কর যে ক্যাটাগরীতে পড়ে সেটা সিলেক্ট করুন। যেমন, আপনি আইবাস বেতন বিলের বিপরীতে উৎস কর প্রদান করে থাকলে ‘iBAS++ (Salary)’ সিলেক্ট করুন।
  3. এবার ‘TDS Claim‘ ফিল্ডে পরিশােধিত উৎস করের অংক ইনপুট দিন এবং ‘Save’ বাটনে ক্লিক করুন। নীচের আউটপুট লাইনে ভেরিফাইড উৎস কৱের অংক দেখা যাবে।
  4. আউটপুট লাইনে উৎস করের অংকে কোনাে পরিবর্তন চাইলে ‘edit’ আইকনে ক্লিক করুন এবং উপরের ‘TDS daim’ ফিল্ডে পরিবর্তিত অংক ইনপুট দিন।
  5. আউটপুট লাইনে উৎস করের কোনাে লাইন সম্পূর্ন বাদ দিতে চাইলে ‘delete’ আইকনে ক্লিক করুন।
  6. উৎস করের ভেরিফিকেশন পর্ব শেষ হলে মেনুর নীচের অংশে থাকা ‘Tax Payment Status’ সিলেক্ট করে আপনার ভেরিফাইড উৎস করের হিসাব দেখে নিন।
  7. কাজ শেষ হলে ‘Go to eReturn’ সিলেক্ট করুন এবং eReturn সিস্টেমে গিয়ে বাকী কাজ সম্পন্ন করুন। AIT (Advance income tax) এর ভেরিফিকেশন গাইডলাইন পর্যায়ক্রমে যােগ হবে।

অগ্রিম ট্যাক্স পেমেন্ট অনলাইনেই ভেরিফাই করা যাবে?

অগ্রিম পরিশোধিত করা যাচাই – উৎস কর কর্তনকারীর সায্যে অনলাইনে সংযুক্ত হয়ে উৎসরের অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন হয় বিধায় ভেরিফিকেশন প্রসেসে সাধারণভাবে কয়েক সেকেন্ড এবং কোনাে কোনাে ক্ষেত্রে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। অনেক উৎস কর এবং AIT এর ক্ষেত্রে আদায়কারী সিস্টেমের সাথে সংযুক্তির কাজ চলমান রসেছে। অনলাইন সংযুক্তি এখনও সম্পন্ন না হওয়ার কারণে আপনার উৎসে পরিশােধিত করের সব তথ্য “Verified Tax Payment” হিসেবে প্রদর্শিত নাও হতে পারে। সেক্ষেত্রে অনলাইন রিটার্ন দিতে না চাইলে আপনি সিস্টেম থেকে অফলাইন (পেপার) মিনিট বানিয়ে নিতে পারেন। অফলাইন (পেপার) রিটার্নের জন্য ‘Go to eRetum’ সিলেক্ট করে ই-রিটার্ন সিস্টেমে গিয়ে ‘Tax & Payment’ অংশে ‘Proced to offline (paper) return’ বাটনে ক্লিক করুন। পেয়ে যাবেন সিস্টেম তৈরি নির্ভরযাের্গ্যা আলাইন (পেপার) রিটার্ন।

অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে কোন কিছু বুঝতে সমস্যা হলে কল করুন: For query or support 09612 71 71 71

https://technicalalamin.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b/