Passport Correction According to NID । পাসপোর্ট এবং NID এর তথ্যের মধ্যে তারতম্য ঠিক করা যাবে
পাসপোর্ট অনুযায়ী এনআইডি নয়, এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যাবে – এনআইডি সংশোধন যারা করেছেন তারা এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করবেন – Passport Correction According to NID
পাসপোর্ট সংশোধন পরিপত্র ২০২২ – দেশে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এ পরিপত্রের আলোকে কারো পুরাতন পাসপোর্ট এবং NID এর তথ্যের মধ্যে তারতম্য থাকলে তিনি তার NID এর তথ্য অনুযায়ী ই-পাসপোর্ট করতে পারবেন।
বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গড়মিল হলে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে। এতদ্ব্যতীত পাসপাের্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশােধনপূর্বক পাসপাের্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিস্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮.০০.০০০০,০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রি. এ জারীকৃত পরিপত্র অনুসৃত হবে। সুরক্ষা সেবা বিভাগ হতে ০৯/১২/২০২১ তারিখে জারীকৃত পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। সরকারি চাকুরিজীবীগণ চাকুরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন বিধায় এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোন অবকাশ নেই। তবে সরকারি চাকুরিজীবী যারা চাকুরির পূর্বে পাসপাের্ট গ্রহণ করেছেন, তাদের প্রমাণক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক তথ্য সংশােধন করা যেতে পারে।
এ আদেশ জারি হওয়ার ফলে পাসপোর্টের সাথে ইনআইডি’র গড়মিল ঠিক করা যাবে / পাসপোর্ট অনুযায়ী কিন্তু এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে না
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সকল আদেশ দেখুন: এখানে
Caption: Passport Correction order by NID
তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ ২০২১ দেখে নিই
- তথ্য সংশােধনপূর্বক দেশে ও বিদেশে পাসপাের্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা নিম্নরুপঃ পাসপাের্টে নাম (নিজ, পিতা ও মাতা) ও বয়স সংশােধনের জন্য প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/জেএসসি/জেডিসি/এসএসসি/এইচএসসি/দাখিল/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে। যাদের এ ধরনের সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে।
- অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে।
- প্রয়ােজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গােয়েন্দা সংস্থার মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করা যেতে পারে।
- আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। সরকারি চাকুরিজীবীগণ চাকুরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন বিধায় এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোন অবকাশ নেই। তবে সরকারি চাকুরিজীবী যারা চাকুরির পূর্বে পাসপাের্ট গ্রহণ করেছেন, তাদের প্রমাণক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক তথ্য সংশােধন করা যেতে পারে।
- বিদেশস্থ দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান/বসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক যেমন Permanent Resident Card/Job ID Card/Student ID Card/Driving Licence ইত্যাদি। সংযােজন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ (ছয়) মাসের মধ্যে তথ্য সংশােধনের আবেদন করতে পারবেন। তবে যৌক্তিক কারণে এ সময়সীমা ১ (এক) বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশােধনের আবেদনে ব্যর্থ হলে আর সুযােগ থাকবে না।
- MRP-তে কোন সংশােধনী না থাকলে রি-ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশন আবশ্যক নয়। পাসপাের্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হারানাে পাসপাের্টের পুলিশ প্রতিবেদনসহ রি-ইস্যুর আবেদন দাখিল করতে আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে এবং হলফনামা প্রদান করতে হবে।
- ভবিষ্যতে কোন আইনী জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন এই মর্মে ঘােষণা থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ পরিপত্র জারি করা হয়েছে। সূত্র দেখে নিন
সুরক্ষা সেবা বিভাগের আদেশে কি ছিল?
সুরক্ষা বিভাগের বাতিলকৃত আদেশ – দেশে পাসপাের্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপাের্ট প্রদানের পরিপত্র জারি করা হয়। গত ২৩.১১.২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার রেকর্ড নােটস্ বাংবাংলাদেশের অভ্যন্তরে পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে। এতদ্বব্যতীত পাসপাের্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশােধনপূর্বক পাসপাের্ট রি-ইস্যর আবেদনসমূহ নিষ্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮,০০,০০০০,০৪৩.৩২.০০৭.১৭(অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দে জারিকৃত পরিপত্র অনুসৃত হবে। ০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিচে সূত্র দেখুন-