NOC is required for passport for government employee – NO OPJECTION CERTIFICATE – NOC
NO Objection – অনাপত্তি পত্র হচ্ছে সরকারি কর্মচারীদের বর্হিবিশ্বে যাওয়ার জন্য অনুমতি প্রদান সংক্রান্ত স্বীকারোক্তপত্র। যেখানে কর্তৃপক্ষ বা আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ দেশের বাহিরে যাওয়ার জন্য একটি অনুমতি প্রদান ফরমের মাধ্যমে অনুমতি দিয়ে থাকে।
কর্তৃপক্ষ এ পত্রের মাধ্যমে কর্মচারীকে তার নাম পদবীর ভিত্তিতে পাসপোর্ট প্রদানের সুপারিশ করে থাকে যেখানে পুলিশ ভেরিফিকেশন ইতোপূর্বে সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে বলে প্রত্যয়ন করে থাকে। যার ফলে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট অধিদপ্তর কোন পুলিশ ভেরিফিকেশন করে না। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট ইস্যু করে থাকে।
যদি সফর সঙ্গী হিসাবে এ আরও কোন পরিবারের সদস্যগণ গমন করে তবে NOC ছকে তা পূরণ করে দিতে হয় ফলে পরিবারের অন্যসদস্যদের পাসপোর্ট পাওয়া এবং এনওসি’র আওতায় অন্যান্য সদস্যগণ সরকারি অগ্রাধিকার পেয়ে থাকে। সরকারি সকল সুবিধাগুলো পরিবারের অন্যান্য সদস্যগণও ভোগ করে থাকেন।
বিভাগীয় অনাপত্তি সনদ (NOC) নমুনা ফরম/ Passport NOC form Download
এনওসিতে খেয়াল রাখতে হবে দপ্তরের সিল দেওয়া হয়েছে কিনা। বিভাগীয় বা দপ্তর প্রধান এনওসি প্রদানকারী হিসেবে স্বাক্ষর ও সিল দিয়েছেন কিনা।
Caption: এনওসি ফরম ২০২২ / Noc আবেদন ফরম
Noc আবেদন ফরম। পাসপোর্ট অনাপত্তি ফরম ।আন্তর্জাতিক পাসপোর্ট করার লক্ষ্যে বিভাগীয় অনাপত্তি
- প্রথমত এই ফরমটিতে জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্য মোতাবেক পূরণ করতে হবে।
- দ্বিতীয়ত দাপ্তরিক পদ পদবী সহ অন্যান্য তথ্য সঠিকভাবে অন্তর্ভূক্ত করতে হবে।
- দপ্তরের ওয়েবসাইট এর ঠিকানা উল্লেখ করতে হবে।
- এনওসিতে নাম ঠিকানা নিশ্চিত করতে হবে।
- ফরওয়ার্ডিং এর মাধ্যমে প্রধান কার্যালয়ে প্রেরণ করতে হবে।
- প্রধান কার্যালয় একটি কপি ওয়েবসাইটে প্রকাশ করবে এবং
- একটি কপি পাসপোর্ট অফিসে প্রেরণ করবে।
NOC কি ওয়েবসাইটে পাবলিশ করতেই হবে?
জি হা। এনওসি যথাযথভাবে স্বাক্ষর করত: সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। পাসপোর্ট ইস্যু ও অনুমোদনের সময় পাসপোর্ট প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর কর্মরত দপ্তরের ওয়েবসাইট ভিজিট করে এনওসি’র সঠিকতা যাচাই করে নিশ্চিত হয়েই পাসপোর্ট ইস্যু করবেন। তাই এটি ওয়েসবসাইটে প্রকাশ করা জরুরী।
Passport NOC form Download: ডাউনলোড
One comment