Police Verification Form
Before or after getting job – Police Verification Form – Police Verification
New Joining staffs are verified by Bangladesh Police but For this verification, First Need to submit a Police verification form. This form contains Personal detail, Address, Education and other Details.
Some Type of government job, government verify a person to get appointment to respected job. Sometimes after getting job office takes initiative to verify staff by Police verification process. Under This process, Staff has to fill-up a verification form by him/herself.
আপনি সরকারি চাকুরী করছেন তো অনেক বছর হয়ে গেছে। অথবা আপনি নতুন যোগদান করেছেন মাত্র। আপনার চাকুরির পুলিশ ভেরিফিকেশন করিয়েছেন তো? না করে থাকলে আজই করিয়ে নিন। নিম্নোক্ত কাজ সমূহে পুলিশ ভেরিফিকেশন লাগবে। সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন।
Police verification for permanent jobs / Police verification form
If you are not verified by police, your job won’t be permanent / After job or before job, police verification is mandatory.
Caption: First page of police verification form / Police verification form
Process of Police verification in Bangladesh & Benefit of it
- ভালভাবে ফরমটি পুরণ করে আপনার কর্তৃপক্ষ বরাবর আবেদন করুন(আপনার জেলা বিশেষ শাখায় ফরমটি পাঠাতে)
- সাথে যোগ করবেন স্কুলের প্রসংশা পত্র ও সার্টিফিকেট।
- এনআইডি কার্ডটিও যোগ করে দিন।
- আপনার জেলার বিশেষ শাখায় কথা বলে রাখুন।
- চাকুরি স্থায়ী করণ করতে পুলিশ ভেরিফিকেশন লাগে।
- চাকুরি স্থায়ীকরণ না করে থাকলে আপনার পদোন্নতি হবে না।
- চাকুরি স্থায়ীকরণ করা না থাকলে আপনি গৃহ নির্মাণ ঋণ পাবেন না।
- চাকুরী স্থায়ীকরণ করা না থাকলে আপনি মারা গেলে আপনার পরিবার সরকারি অনুদান ৮,০০,০০০ টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।
Why Police verification is required for government job?
Police verification – is essential for government or non government job. Every institute or government want a polite and best employee for their institution. For Safety and privacy policy, employer do police verification. After verification completed, if you are proved guilt, you will be fired from jobs. For Police verification process, job seek stay away from crime or misconduct.
https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf/