সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২৪ । ডিপিএস স্কিমটিতে কি সুদের হার ৭% ই কার্যকর রয়েছে
সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিমে মেয়াদ ভেদে সুদের হার ভিন্ন হয়ে থাকে- সুদের হার ৬.০০% হতে ৭.০০% হয়ে থাকে-৫বছর মেয়াদ হলে ৬% এবং ২০ বছর মেয়াদ হলে ৭% সুদ প্রদান করা হয়-টাকার মান যে হারে কমছে টাকা হাতে রাখলে ক্ষতি আপনারই–Sonali Bank Millionaire Scheme 2024
এফডিআর খোলা যাবে? হ্যাঁ। সোনালী ই ওয়ালেটে টাকা জমা করে আপনি মোবাইলের মাধ্যমে ব্যাংকে না গিয়েই আপনি এফডিআর একাউন্ট খুলতে পারবেন। মেয়াদ শেষে অটো টাকা ব্যাংক হিসেবে জমা হবে বা চাইলে অটো রিনোয়াল অন করে রাখতে পারেন। অটো রিনুয়াল অন করে রাখলে মেয়াদ শেষ হলে পুনরায় এফডিআর একটিভ হয়ে যাবে। মিলিওনিয়ার স্কিমের মুনাফা হার – সোনালী ব্যাংকে মিলিওনিয়ার স্কিমটির মুনাফার হার মেয়াদ ভেদে ভিন্ন হয়।
০৪ থেকে ০৮ বছর মেয়াদী স্কিমটিতে মাত্র ৬.০০% চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয়। খোলা যাবে। ০৯ থেকে ১৪ বছর মেয়াদী স্কিমটিতে ৬.৫০% চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয়। মেয়াদ বৃদ্ধি হলে মুনাফার হারও বৃদ্ধি পায়। যদি আপনি ১৫ থেকে ২০ বছর মেয়াদে মিলিওনিয়ার স্কিম খোলেন তবে ৭.০০% চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। ৬০৯০ মাসিক জমায় ১০ বছরে মিলিওনিয়ার হয়ে উঠুন ২০ বছরে আপনার আসল জমা হবে ২৪০*১৯৬০ = ৪,৭০,৪০০ টাকা মুনাফা ও বোনাস সহ আপনি মেয়াদ শেষে সর্বমোট ১০ লক্ষ টাকা পাবেন। ক্ষুদ্র জমা বা আপনার কাঙ্খিত জমা অংশ আপনাকে মিলিওনিয়ার বানিয়ে দিতে পারে। যদি আপনি ১০ বছরে ১০ লক্ষ টাকার মালিক হতে চান তবে মাসে আপনাকে জমা করতে হবে ৫,৯৭০ টাকা মাত্র।
অনলাইনে ঘরে বসেই ডিপিএস খোলা যায় / আপনার টাকা বাড়ুক নিরাপদে
সোনালী ই ওয়ালেট ব্যবহার করে কিভাবে ব্যালেন্স চেক করবেন? প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে Sonali e wallet ইনস্টল করবেন। Signup ব্যবহার করে Application সম্পন্ন করবেন যেখানে ব্যাংক একাউন্ট নম্বর, এনআইডি, মোবাইল নম্বর, রাউটিং নম্বর ও ব্রাঞ্চ সিলেক্ট করে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। ব্যাংক হতে ম্যানুয়ালি বা সরাসরি যোগযোগ করে অ্যাপ আবেদন অনুমোদন করাবেন। এখন আপনি অ্যাপ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। One Click on Bank Balance । আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখানো হবে। যেহেতু এক হাজার টাকা ব্যালেন্স রাখতে হয় তাই এক হাজার টাকা কম দেখাবে।
Caption: Sonali Bank Millionaire Scheme
Sonali Bank Millionaire Scheme । মিলিওনিয়ার স্কিম এসবিএমএস
- 18,455 taka @ 4 Years
- 14,325@ 5 years
- 11,575 taka @ 6 Years
- 8160 taka @ 8 Years
- 6,865 taka @ 9 Years
- 5970 taka @ 10 Years
- 4500 taka @ 12 Years
সর্বনিম্ন কত টাকা মিলিওনিয়াম স্কিম খোলা যায়?
মিলিওনিয়ার স্কিম মুনাফার হার ২০২৪ – ৭.০০% (সরল হার) মাসিক কিস্তিঃ ৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ টাকা। সোনালী ব্যাংকমাত্র ২০ বছর ১৯৬০ টাকা করে জমা করে আপনিও চাইলে মিলিওনিয়ার হয়ে উঠতে পারেন। আপনি বিশ বছরে ৪৭০৪০০.০০ টাকা জমা করে ১০ লক্ষ টাকার মালিক হয়ে উঠতে পারেন।
Sonali Bank Millionaire Scheme 2024। ১৯৬০ টাকায় সোনালী ব্যাংকে মিলিয়নিয়ার স্কিম খুলুন